মূলত চাঁই ভাঁষা রক্ষার্থে ও চাঁইদের সার্বিক উন্নতির লক্ষে আমরা এগিয়ে চলেছি। বর্তমানে চাঁই ভাঁষা বিলুপ্তির পথে। তাই বিলুপ্তপ্রায় চাঁই ভাষা ও সংস্কৃতি বিশ্বের দরবারে তুলে ধরার জন্য আমাদের ক্ষুদ্র প্রয়াস।
Friday, October 20, 2017
চাঁই কবি
আদিম আঞ্চলিক চাঁই ভাষা আজ বিলুপ্তির পথে। তাই অখিল ভারতীয় চাঁইসমাজ কল্যান পরিষদের নেতৃত্যে ও চাঁই সাহিত্য সভার পক্ষ থেকে চাঁই ভাষা রক্ষার তাগিদে সরকারের কাছে আবেদন, আমরা চাঁই ভাষা অ্যাকাদেমি চাই।
Parimal Mandal
Dr. Bijoy Kumar Sarkar
Prokash Mandal
Kalpana Mandal
G Mondal
Sanjay Kumar Mandal
Jaba Sarkar
Wednesday, August 30, 2017
Poem & Poetry in Chain Language.
Chain Poem & Poetry
Poet : Mithun Mandal
*************চ্যাঁইকে পূজা*************
ল্যাক্ষিবারমে পূজা দেবে,
ভিয়ান বেলা লাহাকে!
পোতনা দেকে লিক্যাইবে,
ঘ্যার দুয়ার পোছিকে!
গৈঠাকে আগিন দেবে,
চিকনা কাপড়া পিন্হিকে!
ম্যান দেকে পূজা ক্যারবে,
উলু ধ্ব্যনি আর শাঁখ বাজাকে!
গোঁসাই ভিরা গোড়ো ল্যাগবে,
ম্যাট্টিমে মাথা ঠেকাকে!
শ্যানি বারমে পূজা দেবে,
শ্যানি গ্রহ কাটাকে!
ম্যঙ্গল বারমে পূজা দেবে,
ম্যঙ্গল চ্যান্ডি প্যাড়্হিকে!
সাঁইঝকে বেলা পূজা দেবে,
তুলসি ভিটা দেখিকে!
সোরি দেব্তাকে পূজা দেবে,
ভিয়ান বেলা উঠঠিকে!
*******হ্যাম্ম্যারক্যান বাড়কা বাড়কা দোষ********
হ্যামরা গাঁকে লোক,
হ্যাম্ম্যারক্যান বাড়কা বাড়কা দোষ!
হ্যামরা চাষাভুষা লোক,
হ্যাম্ম্যারক্যান মুরগি পুষা দোষ!
হ্যামরা ব্যাখরি পুষা লোক,
হ্যাম্ম্যারক্যান গায় পুষা দোষ!
হ্যামরা গ্যারিব ট্যারিব লোক,
হ্যাম্ম্যারক্যান শ্যাপ্না দেখ্যাল দোষ!
হ্যামরা ছোট্টা জাতকে লোক,
হ্যাম্ম্যারক্যান ম্যান্দির য্যানাই দোষ!
হ্যামরা হাট কুড়্যাওনি লোক,
হ্যাম্ম্যারক্যান ম্যাচ্ছি কিন্যাল দোষ!
হ্যামরা বেড়ি খাবেকে লোক,
হ্যাম্ম্যারক্যান সিগরেট খ্যানাই দোষ!
হ্যামরা হ্যাল চালাবেকে লোক,
হ্যাম্ম্যারক্যান গ্যাড়ি চ্যাহ্যাড়নায় দোষ!
হ্যামরা বোঝা ঢুয়্যাল লোক,
হ্যাম্ম্যারক্যান প্যড়হা-লিখনায় দোষ!
হ্যামরা ভোট দেবেকে লোক,
হ্যাম্ম্যারক্যান নেতা হোন্যাই দোষ!
হ্যামরা চ্যাঁই জাতকে লোক,
হ্যাম্ম্যারক্যান বাড়কা বাড়কা দোষ!
*****************মিঠুয়া চ্যাঁই****************
*************উঠ্ হে চ্যাঁই জাগিকে***************
উঠ্ হে স্যাপকোই জাগিকে,
ন্যাইতো য্যাইবে পিছুয়াকে!
স্যাপকোই গেল্যাই আগুয়াকে,
স্যাঙ ধ্যার ওক্যার দৌড়াকে!
কেত্তা ৱ্যাহ্যাইবে ভাগিকে,
পাও দেকে দেত্যাই ঠেলিকে!
গিৱ্যাল ৱ্যাহ্যাইলে বোলিকে,
গ্যাড়ি চ্যাপ্পি গেল্যাই ডোলিকে!
অ্যাব ন্যাহি ৱ্যাহ্যাইবে ঘুমাকে,
দাবি আদায় ক্যার মাথা তুলিকে!
ম্যানকে কাথা বোল দিল খোলিকে,
মান ৱ্যাখ অ্যাপ্প্যান জাতকে!
উঠ্ হে চ্যাঁই জাগিকে,
জ্যাগ্যত শিখত্যাই চ্যাঁইকে দেখিকে!
****************মিঠুয়া চ্যাঁই***************
************মা*************
মা হ্যাম্ম্যার আঁখকে ম্যনি,
মা হ্যাম্ম্যার জান!
মা হ্যাম্ম্যার ম্যমতাম্যায়ী,
মা হ্যাম্ম্যার প্রাণ!
মা হ্যাম্ম্যার সুখকে রানী,
মা হ্যাম্ম্যার জ্ঞ্যান!
মা হ্যাম্ম্যার দুখকে সাথী,
মা হ্যাম্ম্যার ধ্যান!
মা হ্যাম্ম্যার মুখকে বোলি,
মা হ্যাম্ম্যার প্যায়ার!
মা হ্যাম্ম্যার শীত্যাল পানী,
মা হ্যাম্ম্যার ঘ্যার!
********: চাঁই ভাষায় স্বরোচিত গান : ********
হাত ধ্যারিকে ক্যাহি ক্যানিয়া,
না ক্যারিহ্যান গুস্সা;
ও ক্যানিয়া
না ক্যারিহ্যান গুস্সা;
তোরক্যান ঘ্যার য্যাইতে য্যাইতে,
পায় প্যাড়লুহ্যা ফুস্সা;
ও ক্যানিয়া
পায় প্যাড়লুহা ফুস্সা;
আইজখিনাসে ন্যাই শুনাব্যাও,
জী জ্ব্যাল্লাকে কাথা;
ও ক্যানিয়া
জী জ্ব্যাল্লাকে কাথা;
হাত ধ্যারিকে ক্যাহি ক্যানিয়া,
না ক্যারিহ্যান গুস্সা;
গে ক্যানিয়া
না ক্যারিহ্যান গুস্সা;
*****************নিশা***********
মিতা হো মিতা,
একটা বেড়ি দিহ্যান,
আচ্ছাসে খ্যাইনি লাগাহ্যান!
মিতা হো মিতা,
ত্যান্টি ম্যদ দিহ্যান,
গাঁজা খানিক টানিহ্যান!
মিতা হো মিতা,
নিশা ন্যাই ল্যাগ্যাহ্যাই,
আঁখ ন্যাই রাঙে হ্যাই!
মিতা হো মিতা,
বেড়িমে ধুয়াঁ ন্যাই দেহ্যাই,
ল্যাল্লি শালা জ্যল্লাহ্যায়!
মিতা হো মিতা,
এত্তা হ্যামরাকে খিল্যাইলে,
একশো টাকা দেবে!
************রাজনীতিকে শিকার**************
রাজনীতিকে চ্যক্ক্যার মে কৌন প্যড়্যাইক, রাজনীতিমে ঘাটিয়া কাইজ কাম ক্যারেলা হোত্যাই। বাড়কা বাড়কা রাজনেতা ভাষণ দোয়ারা অন্য কেহুকে আক্রম্যন ক্যারহ্যাই, কিন্তু আনপ্যড় আবাল লোক রাজনীতিকে চ্যক্করমে খুনাখুনি ক্যারহ্যাই। স্যাপসে বেশি গাঁ ঘ্যরকে লোক, উঠতি ব্যাইসকে ছৌড়া ছৌড়ি ঘিন্না রাজনীতিকে জড়াযাহাই।
অ্যহা রখম গোনশা মাতাল রাজনীতিকে চক্ক্যরমে প্যাড়ি গেল্হুয়া । গোনশা নিখাট্টু প্যঞ্চাইত স্ত্যরকে নেতা বোলিকে স্যপকোই জানেহ্যাই। গোট্টা দিন জুয়া তাস খেল্যাইক আর ম্যদ টত খাইক। অ্যাইসনে তো গোনশা রাজনীতিমে কুচ্ছু ন্যাই ক্যারলুহা সিবাই বেটাব্যহুকে icdsকে চ্যাকরি বাদ দেকে। আর কুনু রখম প্যঞ্চাইতমে একবার পাশ ক্যারিকে ঘ্যরবাড়ি ক্যরলুহা। ভোটকে স্যময় আর ঝ্যগড়া ঝাটি ক্যারিকে বুথ দ্খ্যল করা হোল্যাই ওক্যার কাজ।
বিধানসভাকে ভোট আগেল্হুয়া, নেতা মুন্ত্রি চারোকোড়ে ভাষন দেলে বেড়াবেহ্যাই। ভোটকে দামামা ব্যাজ্জি গেল্হুয়া। গোনশাও ভাষন দেকে বেড়াবেহ্যাও। ওক্যার বিধানসভামে পার্টিকে জিতাবেলা হোত্যাই। বিধানসভা দ্যাখ্খল ক্যারেকে দায় গোনশাকে উপ্পর পাটি দেদেলক্যাই। গোনশাও পিচ্ছাপানি খাকে মাঠমে নামি গেল্যাই। ভোটকে আর এক ম্যাহিনা হ্যাও। গোনশা লোকজ্যন লেকে ভোটারক্যান ভোট দেবেকে জুন্নে লোভ লালকার, ভ্যায় ভীতি দেখাবেহ্যাই। একদিন দোদিন ক্যারিকে ভোটকে দিন আগেল্যাই। বিরোধি প্যক্সকে স্যাঙমে বুথ দ্যক্ষলকে জুন্নে গোনশাকে ঝ্যগড়া ল্যাগিগেল্যাই। গোনশাকে লোকজ্যন ব্যম পিস্তুল লেকে ঝ্যগড়া ক্যারহ্যাই। গোনশা মাতাল হাতমে বাড়কা সারা ছেনি লেকে বিরোধি প্যক্ষকে এক আদমিকে মাডার ক্যারি দেল্যাই। গোনশা মাডার ক্যারিকে গা ঢাঁকা দেদেলক্যায়। পুলিশ গোনশাকে খুজেহ্যাও অ্যারেস্ট ক্যারেকে জুন্নে।
আট ল্যাওদিন প্যার ভোট গ্যননা হোল্যাই । গোনশাকে পাটি জিতি লেলক্যাই। গোনশা ম্যানমে ভাবেহ্যাও, অ্যাহ্যাব্রি পুলিস টুলিস ওকরাকে আর ন্যাই ধ্যারত্যাই। গোনশা নেতাকে ঘ্যার গেল্যাই কাথা বোলেকে জুন্নে। নেতাকে ঘ্যর যাকে দেখ্যাহ্যাই গেটমে দারোয়ান হ্যাও।
দারুয়ান : ঐ রুক! কাঁহা য্যাইবে ত্যাই, কা দ্যরকার হ্যাও।
গোনশা : নেতা সাহেবকে ভির যাপ। ওকরাকে ত্যাই ক্যাহিন গোনশা অ্যাল্হুয়া।
দারুয়ান : এখনি সাহাপ কাইজ কামমে বেস্ত হ্যাক্যাই, ক্যালখিনা অ্যাইবে।
গোনশা : ন্যাই আইজখিনা হ্যাম্যা দেখা ক্যারাপ, ত্যাই হ্যাম্ম্যার কাথা ক্যাহিন তো যাকে।
দারুয়ান : ত্যাই যেত্তা বোল, সাহাপকে স্যাঙমে আইজখিনা তোর ন্যাই দেখা হোত্যাই। সাহাপ তোর স্যাঙমে এখনি কাথা ন্যাই বোলা পারত্যাই।
গোনশা : নেতাকে বাপ দেখা ক্যারত্যাই ।
খানিকক্ষন প্যার নেতা সাহাপ গোনশেকে বাত শুনিকে গোনশাকে ভির অ্যাল্যাই।
নেতা : গোনশা ত্যাই ইদ্ধ্যার ক্যাইলা অ্যাইলে। ত্যাই দৌড়িকে অ্যাপ্পন ঘ্যার যো। হ্যাম্ম্যা তোরাকে দো চারদিন প্যার জানাব্যাও। এখনি পুলিশ তোরাকে ধুড়্যাহ্যাও।
গোনশা : দো চারদিন! ক্যাইলা! ত্যাই হ্যাম্ম্যার কেসটা আইজখিনা সালটা দে।
নেতা : ঠিক হ্যাই, এখনি ত্যাই ঘ্যার যো।
নেতা মহাদয় কুনুম্যাতনে গোনশাকে ফুসলা ফাসলিকে ঘ্যার পাঠা দেলক্যায়। নেতা ভিতরি ঘ্যারমে যাকে পুলিশকো ফোন ক্যারি দেলক্যাই । খানিকক্ষ্যন প্যর পুলিশ যাক্যার গোনশাকে ধ্যারি লেলক্যায়। হায়রে পোড়া রাজনীতি, যেক্যার জুন্নে গোনশা জান দেলক্যায়, ওহা নেতা ওকরাকে ধ্যরাদেলক্যায়। শালা গোনশা বুঝেলা ন্যাই পারল্যাই, ওকরে নেতা গোনশাকে ধ্যরাদেলক্যায় । গোনশাকে উপ্প্যর পুলিশ খুনকে ইঞ্জাম, দেশ দ্রোহি, অ্যাহা ৱ্যখ্যম মেল্লে কেশ জুড়িকে গোনশাকে জিহেল ভেজি দেলক্যায়।
এখনি গোনশাকে ঘ্যারমে ওক্যার মৌগি, বেটা ব্যহু, আর দোনটা লাড়কা ল্যাড়কি প্যড়ি ৱ্যাহ্যাল্যাও।
মিঠুয়া চ্যাঁই
***************ঘুম পাড়ানি গীত*************
ঘুমা জো ওরে ও বাবু,
চান মামু উঠল্যাও রে,
ঝুমুর ঝুমুর পেতনি নাচরে!
ঘুমা জোরে ও বাবু,
কাল পোকা হাটে রে,
বেঙ বাবু ছাতা লেকে নাচেরে!
ঘুমা জোরে ও বাবু,
লক্ষি পেঁচা ডাকে রে,
বাদুড় ভ্যাইয়া লম্ফ ঝম্ফ করে রে!
ঘুমা জোরে ও বাবু,
শিয়াল প্যন্ডিত হাঁকে রে,
চোর ডাকাইত ঘুরাফিরা ক্যারহ্যাই রে!
মিঠুয়া চ্যাঁই
*************হ্যাম্ম্যার দ্যরকার ফুরায় দেলি********
ওহে গিরোস বাপু,
হ্যামরাকে ত্যাই ক্যারি দেলে কাবু!
কেত্তা তোরা শাস্তি দেলে,
ভূঈমে লেকে যাকে!
কেত্তা তোরক্যান পেট ভ্যারাইলি,
জুয়াল ঘাড়মে লেকে!
ত্যাইও তোরা হ্যাম্ম্যার নাম ফুকারলে,
ভুইষ, গ্যরু নাম দেকে!
বিঘাকে বিঘা ফস্যল উবজ্যাইলি,
মই বিধা টানিকে!
হ্যাউলে হ্যাউলে হাঁটতে হ্যালি,
প্যাইনা লেকে মারলে!
গ্যাড়ি টানলি, লাঙল টানলি,
দ্যাই মাড়লি গ্যল্লা ঘুরাকে!
ত্যান্টি ম্যান্টি ফ্যসল খ্যাইলি,
দেলে মুখাড়ি লাগাকে!
ত্যাইও তোরাকে কুচ্ছু ন্যাই ক্যাহ্যাইলি,
বেচি দেলে হাটে!
অ্যাখ্নি তোরা টেকটর প্যাইলেহ্যান,
প্যাইলেহ্যান কেত্তা যন্তর!
ওহা জুন্নে হ্যামরাকে ছোড়ি দেলেহ্যান,
এত্তা তোরক্যান ভিত্যর খারাপ অন্তর!
এত্তা দিনসে তোরক্যান অ্যাপ্প্যন হ্যালি,
এক্ষনি ক্যারি দেলে প্যর!
হ্যাম্ম্যার দ্যরকার ফুরাই গেলি,
গোট্টা জীব্যন ভ্যর!
মিঠুয়া চ্যাঁই
**************পেঙচা চোর**************
একটা হ্যাল্যাই পেঙচা চোর,
খ্যাইতে হ্যাল্যাই পানি।
রাত বিরাত ক্যারত্যাই চুরি,
টিপক্যল গেল্যাই ভাঙি।
চোর বেটা মারল্যাও দৌড়,
ভাঙ্গা টিপক্যাল ফেকিকে।
পটলা শালা ভাগি গেল্যাই,
ভাঙ্গা টিপক্যল লেকে।
তেক্যার প্যরেদিন চোর বেটা,
অ্যাল্যাই টিপক্যাল ভিরা।
লাইট লেকে খোঁজতে হ্যাল্যাই,
প্যাড়ি গেল্যাই ধ্যরা।
গিরোস বাপু প্যাইনা লেকে,
দেলক্যাই দো-চার বাড়ি।
ক্যাহিন শালা টিপক্যল দেকে,
কাঁহামে দেলেহ্যান পাড়ি!
চোর বেটা স্যচ বাত,
ক্যাহ্যালক্যায় ম্যান খুলিকে।
সিন্দুককে চাবি খোঁজকে জুন্নে,
অ্যাল্হুয়া ফির ঘুরিকে।
গিরোস বাপু ফিরসে দেলক্যায়,
দো-চার লাথ লাগাকে।
সিন্দুককে চাবি টিপক্যলকে ভির,
অ্যাইসনে অ্যাত্যাই উড়িকে?
গাঁমে হ্যাল্যাই সুক্ষু ম্যাড়্যল,
ক্যারি দেলক্যায় বিচার।
চোর বেটাকে সিন্দুক খুলিকে,
বাঁটি লেলক্যায় গ্যল্ল্যাকে হার।
***********অ্যাস্যাল কাথা************
জ্যীব্যান ভ্যার হায়,
স্যাপকোই চাহায়,
যেক্যার যেত্তা ধ্যন!
গ্যারিব বাড়কা লোক,
স্যাভ্যে আদমির লোভ,
চ্যালত্যাই অ্যাপ্প্যান ম্যন!
চ্যতুর মহাজ্যন, হ্যড়্যাপ লেত্যাই ধ্যন
প্যাইলে খ্যাত্যাই চোষিকে!
মানুষ হোকে ঠেটা, প্যশুর ম্যতন বেটা
কোপ দেত্যাই, সুযোগ বুঝিকে!
হায়রে ক্যলিযুগকে বেটা,
প্যারকে ঘ্যার, প্যারকে কাথা,
স্যাপকুছ শুনত্যাও চোখ মুনিকে!
অ্যাস্যাল কাথা, দেত্যাই ছ্যাঁকা,
অ্যাপ্প্যান মা-বাপকে বাত শুনিকে!
*************চ্যাইকে খাইদ***********
কেত্তা মা খ্যাইলি,
তোর হাতকে ভাত!
খাঁড় দেকে রোটি খ্যাইলি,
কেত্তা প্যাইলি স্বাদ!
পোরলাকে ভার্তা খ্যাইলি,
খ্যাইলি পাটুয়াকে শাক!
রামপোরলাকে ঝোর খ্যাইলি,
প্যাইলি ম্যাচ্ছিকে স্বাদ!
কালাইকে রোটি খ্যাইলি,
খ্যাইলি কালাইকে দাল!
খুড়িয়াকে শাক খ্যাইলি,
খ্যাইলি সাজনাকে শাক!
***********চোর বোলিকে তাড়ি দেলে***********
বাবু.......ও বাবু হ্যামরাকে একটা টাকা দেবে?
হ্যাম্ম্যা কুচ্ছু কিনিকে খাপ!
বাবু হ্যাম্ম্যা যে, দো দিনসে কুচ্ছু ন্যাই খ্যাল্হিয়্যা?
একটা টাকা দে, কুচ্ছু কিনিকে খাপ!
বেটা তোর ঘ্যার কাঁহামে?
কাঁহামে তোর মা বাপ!
মা? মা,তো ঘ্যারমে হ্যাও,
বাপ হ্যাও বিদেশমে!
ত্যাবে গাঁকে লোগ বোল্যাহ্যাও,
অ্যাপ্প্যান মা উপ্প্যারমে!
বেটা, ত্যাই চাহাব্যাহ্যান ক্যাইলা?
এত্তা সুন্ন্যার জাঙরমে!
স্যহ্যা ন্যাই পারহি, ভুক্ষা পেটকে জ্বালা!
রাজপুত্তর চেহেরা হ্যাল্যাও,
লেকে ক্যাহ্যাতিয়্যাক মা, গোদমে!
বেটা, কা হ্যাল্যাই তোর দোষ?
উজাড় ক্যার তোর ম্যানকে বেথা,
খাবে চ্যাল হ্যাম্ম্যার ভির, ঘ্যারকে বাত ম্যাত শোচ!
স্যাতেলা মা হ্যামরাকে ভাগা দেল্হুয়া!
হ্যাম্ম্যা যে, স্কুল যাবে চ্যাহ্যালিয়্যা,
ওহা হ্যাম্ম্যার বাড়কা দোষ!
মিচ্ছা গোঁজনা ত্যাই দেলে গে মা,
হ্যাম্ম্যা নাকি হাড়সাখনা!
চোরকে গোঁজনা হ্যামরাকে দেলে,
চোর বোলিকে হ্যামরাকে ভাগা দেলে!
মিঠুয়া চ্যাঁই
***************উঃ আরাম প্যাইলি*************
ভাত রোটী খ্যাইলি,
কাক্কাকে ঘ্যার যাকে!
রৌদসে শান্তি প্যাইলি,
ল্যাদ্দিমে লাহাকে!
জীব্যানমে আরাম প্যাইলি,
ঝাড়াফিরা যাকে!
শ্যারীরমে সুখ প্যাইলি,
ভিয়ান বেলা দৌড়াকে!
গ্যাত্তরমে হাবা প্যাইলি,
বেড়াবেলা যাকে!
মিঠুয়া চ্যাঁই
************কুড়িহা বেটাকে জ্বালা************
ঝাড়খন্ডকে প্যাক্যাওড় জিলাকে গোপনাথপুরমে এক চ্যাঁই প্যারিবার হ্যাল্যাও। মেল্লাদিন আগেকে কাথা। বেজালাল ম্যাড়ল হ্যাল্যাই ওহা চ্যাই প্যারিবারকে মাথা। বেজাকে পাঁচটা বেটা আর এক্খিটা বেটি হ্যাল্যাই। ব্যলবান বেজা বুড়হুয়া গাঁমে বাড়কা গিরোস হ্যাল্যাই। ওক্যার নাম শুনিকে গাঁকে লোগ কাঁপ্প্যাইক। বেজাকে ঘ্যারমে অলগ অলগ কায়দা কানুন হ্যাল্যাই। য্যইস্যান ভোরনি আন্হারমে ঘ্যারকে স্যাপকোইকে নিনসে জাগিকে উঠ্ঠেলা হোত্যাই।
ওক্যার বেটা গেলাকে নাম হ্যাল্যাই, সিতারাম, ভিকুরাম, হরেরাম, হিরালাল আর রত্যন। শ দেড়শো বিঘা জ্যামিন, স্যাপটি বেটা যোগপাট দেকে ভূঈমে খ্যাট্ট্যাইক। একের প্যার এক ক্যারিকে চারটা বেটাকে বিহা দেদেলক্যাই। আর স্যাবসে নান্হা বেটাকে প্যাড়্হা লিখা শিখ্যালক্যাই। নান্হাবেটা রত্যন হ্যাল্যাই স্যবসে নাযুক্কা। কুচ্ছু কাম টাম ন্যাই ক্যারাইক। বেজা রত্যনকে খুব্বি আদর য্যাত্ন ক্যারাইক।
বেজাকে বাড়কা আদরকে বেটা হ্যাল্যাই রত্যন। একদিন রত্যন, বাপুকে ক্যাহ্যাল্ক্যায়,বাপু হ্যামরাকে একটা স্যাইকেল কিনিকে দে। বেজা কুনুকাথা ন্যাই শোচিকে বেটাকে জুন্নে মেল্লেটি টাকা দেকে জ্যাঙ্গিপুরসে একটা স্যাইকেল কিনিকে লেকে আনক্যাই। গোট্টা গাঁমে মুড়ি ফুটাকে ম্যত্যন একটা কাথা ফুটি গেল্যাই বেজা মেল্লেটি টাকা দেকে বেটাকে জুন্নে স্যাইকেল কিনিকে দেলক্যাই। দো চারদিন ভ্যারিকে মেল্লে মেল্লে দুরসে মানুষ বেজাকে ঘ্যার আবেহ্যাই স্যাইকেল দেখেকে জুন্নে। ত্যাখনি গাঁমে স্যাইকেল ন্যাই হ্যাল্যাই। ওহা যুগমে একটা স্যাইকেল কেনা য্যাইস্যান ত্যাইস্যান বেপার?
রত্যনকে কুনু ম্যাত্যন ক্যাষ্ট বা দুখ কুনুদিন ন্যাই দেলকেহ্যা বেজা। জানমরা শ্যারিল হ্যাল্যাই ওক্যার। না পারত্যাও ভূঈমে খাট্টেলা, না পারত্যাও কুনু কাম কাইজ ক্যারেলা আর না পারত্যাই লিখা প্যড়্হা ক্যারেলা। শালা রত্যনকে লেক্যার বুড়হুয়া রাতদির চিন্তা ক্যারইক, ক্যাইসি ক্যারিকে রত্যন ঘ্যার স্যাংসার ক্যারত্যাই। একদিন বেজা ওক্যার ছোটকা বেটাকে ডাক দেহ্যাই, রত্যন ও রত্যন, বেটা ইদ্ধ্যার আ। চালাচুলি ন্যাই পাকে ফিরসে বেলাবেহ্যায়, রত্যন। অ্যাহ্যাব্রি চালাচুলি ন্যাই পাকে রাগমে জোর ক্যারিকে বোলাব্যাহ্যাও, রতনা বে.. ওই শালাকে বেটা শালা, কাহামে হ্যাওবে, শুনে ন্যাই পাবেহ্যান। উদ্ধ্যার রতনা দৌড়িকে আকে ক্যাহ্যাই কা হোল্যাও হো বাপু, ক্যাইলা ডাক্ক্যাহ্যান? বেজা রাগমে ফুল্ল্যাহ্যাও আর বোল্যাহ্যাও, ব্যাহিরা হোগেলে নাকিবে শালাকে বেটা শালা, ওত্তাখুনসে বোলাবিহি। বাইস ইদ্ধ্যার। রতনা বাপকে কাথা ম্যাতন ব্যাইসল্যাও। খিনজীবা শ্যারীর হ্যাল্যাও রত্যনকে, কুনু কাইজ ওক্যার ম্যন ন্যাই ল্যাগ্যাহ্যাও। বেজা খানিকক্ষ্যান প্যারে মাথা ঠান্ডা ক্যারিকে রত্যনকে ক্যাহালক্যাও বেটা, তোরাকে হ্যাম্ম্যা চানপুরমে কাপড়াকে দুকান খুলি দেব্যাও ত্যাই ক্যারে পারবে? বেটা মাথা চুলকাকে ক্যাহ্যালক্যাই ক্যাইলা ন্যাই পারপ হো।
দো চারদিনকে বাদ বেজা চানপুর বাজারমে আচ্ছা ত্যানিসে কাপড়াকে দুকান খুলি দেলক্যাও। ধুলিয়ান বাজারকে মোহনবাবুকে দুকানভিরসে মাল লেকে অ্যাল্হুয়া বেজা। রত্যন দুকানমে যাবেলা ল্যাগল্যাই। বেজা ম্যানমে শান্তি প্যালক্যাই, যাক রত্যন কামমে তো ল্যাগল্যাই। ম্যাহিনা খানেক প্যার দুকানকে সামান কিনেলা যাবেলা হোত্যাই, কে য্যাত্যাই সামান কিনেলা? রত্যনকেই যাবেলা হোত্যাই। ক্যাইলা কি, অ্যাখনি রত্যন দোকান ক্যারত্যাই। ওহাজুন্নে রত্যন স্যাইকেল লেকে গেল্যাই সামান কিনেলা। সাইঝমে সামান টামান কিনিকে রত্যন ঘ্যার অ্যলক্যাই। ওহাদিন রত্যন আর দুকান ন্যাই খোলক্যাই। খাস্তা টাস্তাকে অ্যালহুয়া। বাপও আর ন্যাই বোলক্যাই রত্যনকে দোকান যাবেলা।
কিন্তু কিযে বেপার রত্যন আর দুকান ন্যাই খুলত্যাই। একদিন রত্যন বাপুকে ক্যাহ্যাল্ক্যায়, হ্যাম্ম্যা দুকান টুকান ন্যাই ক্যারে পারব্যাও। রত্যনকে কাথা শুনিকে বেজাকে মাথা খারাপ হোগেল্যাই, কিন্তু কা ক্যারত্যাই। বাড়কা আদর ত্যারিকে রত্যনকে মানুষ ক্যারলেহ্যা বেজা, মায়ামে বেজা রত্যনকে বোলক্যায় ঠিক হ্যাই বেটা ত্যাই য্যাখনি ন্যাই ক্যারে পারবে তো ন্যাই ক্যারিহ্যান।
বেজাকে চিন্তা অ্যাহ্যাব্রি আরও ব্যাড়্হি গেল্যাই। রত্যন কি ক্যারিকে খ্যাত্যাই। অ্যহা কাথা ভ্যাবতে ভ্যাবতে বেজাকে মাথামে অ্যাল্যাই, ওক্যার জানাশুনা একটা ডাক্তার হ্যাও, রত্যনকে ডাক্তারকে ভির কম্পাউন্ডার রাক্ষি দেপ। ভিয়ান বেলা বেজা নিনসে উঠ্ঠিকে ডাক্তারকে ভির গেল্যাই। বেটাকে লেখা পেড়হাকে কাথা ডাক্তার ব্যন্ধুকে বোলক্যাই। ডাক্তার বেজাকে নিরাশা ন্যাই ক্যারালক্যাই, বেজা খুব্বি খুশি হোকে ঘ্যার অ্যাল্যাই। তেক্যার প্যারে দিন রত্যনকে ডাক্তারকে ভির রাক্ষিকে অ্যাল্যাই। রত্যন রোজ্ঝি ভিয়ান বেলা খা দাকে স্যাইকেল লেকে স্যম্যয় মতো ডাক্তারকে চেম্বারমে প্যাহুচা যাহাও। ডাক্তারও রত্যনকে খুব্বি আদর ক্যারাইক। জানমরা রত্যন কুছ ম্যাহিনা বাদ ডাক্তারকে চেম্বার ন্যাই গেল্যাই। ছোড়ি দেলক্যাই ডাক্তারকে ভির যাবেলা।
রত্যনকে স্যাইকেল রান ক্যারতে আচ্ছা ন্যাই ল্যাগেহ্যাই। গোট্টাদিন রত্যন কান্টা, গ্যাল্লি, চ্যাব্বড়মে ঘুরি ফিরিকে দিন কাটা দেহ্যাই। অ্যাইস্যান বেপার, রত্যনকে জুন্নে বেজা আর পাচটা বেটাবেটিকে কাথা ভুলি গেল্হায়া। রত্যনকে জুন্নে বেজাকে শ্যারীর দিন দিন খারাপ হোলে যাহাও। হ্যাওলে হ্যাওলে বেজা বিছনা ধ্যারি লেলক্যাও। ত্যাইও বেচারি বেজা, রত্যনকে লেকে চিন্তা ক্যারলে যাহাও। একদিন সকাল ল্যাওটা ব্যাজি গেল্হুয়া ত্যাইও বেজা বিছনাসে ন্যাই উঠ্ঠ্যাহ্যাই! রত্যন বাপু বাপু ক্যারিকে বাপুকে উঠাবেহ্যাই, কিন্তু বাপু আর চালা শ্যাব্দ ন্যাই ক্যার্হ্যাই। বেজা হ্যাম্ম্যারক্যান দুনিয়া ছোড়িকে ক্যাখনি অ্যাপ্প্যান দুনিয়া গেল্হুয়া, কেহু টের ন্যাই প্যালক্যাই।
মিঠুয়া চ্যাই
***************প্রকৃতি****************
হে ধরণী,
তুমি রহিয়াছো স্বয়নে!
হে দিবাকর,
তুমি জাগিয়াছো গগনে
হে বৃক্ষ বীর,
তুমি দাড়িয়াছো বিহনে!
হে পবন,
তুমি নাড়িয়াছো মননে!
হে চন্দ্রমা,
তুমি নিদ্রায় আছো স্বয়নে!
হে অম্বরী,
তুমি রহিয়াছো স্বপনে!
মিঠুন মন্ডল
*****************কিরষানী******************
কিরষান হ্যাম্ম্যার নাম দেলে,
খাইদ পানি লেকে!
ম্যাট্টি আঁকড়াকে রাহিগেলি,
জ্যামিন ভূঈ যাকে!
ভূঈমে হ্যাম্ম্যা হ্যাল চ্যাল্যাইলি,
ব্যাইল, ভুইষ লেকে!
ধান, গ্যাহুমকে বিচ্চি ফেকলি,
চারোকোড়ে বেড়্হা দেকে!
ঘাস দেখিকে নিড়্যাইন দেলি,
দ্যাউলি বিধা লেকে!
খ্যারাকে স্যাম্যয় পানি দেলি,
ডোল ড্যাপকি লেকে!
ফ্যাসলকে জুন্নে সাহার দেলি,
গোব্যার ছ্যাই দেকে!
ভোগবান হ্যামরাকে মারি দেলে,
শিলা বৃষ্টি আকে,
মিঠুয়া চ্যাঁই
************ফেকনিকে কাঁহানী*************
হ্যাম্ম্যারক্যান গাঁমে এক মৌসি হ্যাল্যাই, ওক্যার এক্খিটা বেটি হ্যাল্যাই। গাঁকে স্যাপকোই ওকরাকে মৌসি মৌসি ক্যারাইক। মৌসিকে বেটিকে নাম হ্যাল্যাই ফেকনি।
মৌসি খুব্বি ক্যাষ্ট ক্যারিকে ফেকনিকে মানুষ ক্যারলুহা। ফেকনিকে ব্যায়স য্যাখনি চার ম্যাহিনা হ্যাল্যাই ত্যাখনি ফেকনিকে বাপ ম্যারিগেল্হুয়া। বাড়কা আদ্যর ক্যারিকে ফেকনিকে মানুষ ক্যারলুহা মৌসি।
একদিন কা হল্হয়া, ফেকনি ইস্কুল গেল্হুয়া, যাকে আর ঘ্যার ন্যাই অ্যাল্হুয়া। ৪টা ব্যাজি গেল্হুয়া, ত্যাইও ফেকনি স্কুলসে ঘ্যার ন্যাই অ্যাল্হুয়া। ফেকনিকে মা ফেকনিকে খোঁজ ক্যারতে ক্যারতে সাঁইঝ প্যাড়া দেলক্যাও। ফেকনিকে মা চিন্তা ক্যারহ্যাও আর কানলে যাহাও। গাঁকে লোগও ফেকনিকে খোঁজিকে ন্যাই পাব্যাহ্যাও। কৈ কৈ বোল্যাহ্যাই ছ্যাইলা ধ্যারা ফেকনিকে ধ্যারিকে লেকে চ্যালগেল্হুয়া।
ফেকনিকে মা ক্যান্ন্যাহ্যাও আর বোল্যাহ্যাও, হায় ভ্যাগবান ক্যাইস্যান এ তোর লিলাখেলা, জুয়ান য্যাখনি হ্যালি ত্যাখনি ত্যাই হ্যাম্ম্যার বাপ মাকে টানিলেলে, বাপমাকে ঘ্যার ছোড়িকে য্যাখনি ভাতারকে ঘ্যার অ্যাইলি ত্যাখনি ত্যাই ভাতারটাকেও উঠালেলে। ত্যাইও হ্যাম্ম্যা কুনুদিন তোরাকে দোষ ন্যাই দেলহিয়্যাও। অ্যাহ্যাব্রি হ্যাম্ম্যার এক্খিটা বেটিকে হ্যাম্ম্যারসে দুর ক্যারি দেলে।
অ্যাস্যালমে ফেকনি ন্যাই হাড়াল্হুয়া, ভিয়ানবেলা ফেকনি খাবে ন্যাই প্যাল্হুয়া, গ্যারিব স্যাঙসার ফেকনিকে মাকে। ফেকনিকে মা রজ্ঝি বিহানবেলা ফেকনিকে মা গিরাসকে ভুঈমে কাম কাইজ ক্যারেলা যাইক। সেই দিনও ফেকনিকে মা কাজ ক্যারেকে লিয়ে গিরাসকে ঘ্যার গেল্হুয়া। কিন্তু ভিয়ানবেলা ফেকনি ওক্যার মাকে ভির খাবে চ্যাহ্যালক্যাও,
ফেকনি: মাখাবেকে কা হ্যাক্যাও গে, হ্যামরাকে খাবেকে দে।
মা: খাবেকে তো কুচ্ছু নিহ্যাও বেটি। কাঠ্ঠামে এক কৌটা চাউল হ্যাক্যাই, ত্যাই রান্হিকে খাকে স্কুল চ্যাল য্যাইহ্যান।
ফেকনি: ক্যাইলা রাহানব্যাও, রজ্ঝি হ্যাম্ম্যা এক্খে রখ্যন করে ন্যাই পারব্যাও।
মা: আজখিনা একটু রান্হিকে খা লিহ্যান গে। ক্যালখিনাসে হ্যাম্ম্যা রান্হি দেব্যাও।
ফেকনি: রান্হেলা ন্যাই পারব্যাও, হ্যামরাকে দ্যশ টাকা দে, হ্যাম্ম্যার খাতা ল্যাগত্যাও।
মা: ক্যালখিনা খাতা কিনলে ন্যাই হোত্যাও বেটি। আজখিনা তো হ্যাম্ম্যার ভির একনয়াও নিহ্যাও গে
ফেকনি: ঠিকহ্যাও (রাগিকে ক্যাহ্যাও) ত্যাই কামমে জো,
ফেকনিকে মা কামকে জুন্নে চ্যালগেল্যাও। আর ইদ্ধ্যার ফেকনি, ম্যানকে দুখমে ঘ্যারসে বাহার হোগেল্যাই।
রাত যাকে তেক্যার প্যারেদিন পুলিশ আক্যার খ্যাবর দেহ্যাই যেকি, ফেকনিকে লাশ, রেললাইনমে প্যাড়ি হ্যাও। অসহায় ফেকনিকে মা, বাপ-ভাতার-বেটি স্যাপকুছ হাড়াদেলক্যাই। হায় ভ্যাগওয়ান একি তোর লিলাখেলা।
মিঠুয়া চ্যাই
***********প্যাঞ্চ্যাইতি ন্যাই খিল্যাইলেরে**********
হ্যাম্ম্যারক্যান গাঁমে একটা রেবাজ হ্যাল্যাও যেকি, কেক্রুকে বিহা ল্যাগলে গোট্টা ব্যাংশমে "ভোজ" খিলাবেলা হোত্যাও। হ্যামরা চ্যাই ভাষামে বিহাকে ভোজকে প্যাঞ্চ্যাইতি ক্যাহি। দো চার ব্যাচ্ছর আগেকে কাথা। হ্যাম্ম্যারক্যান ব্যাংশকে বোড়বাপকে বেটা কালুয়াকে বিহা হোল্হুয়া। বোড়বাপকে বেটাকে বিহা বোলিকে কাথা। ম্যানমে ভাবিহি ল্যাল্লি ভ্যারতি ক্যারিকে প্যঞ্চ্যাইতি খাপ। বিহাকে দো তিনদিন আগেসে গোট্টা ব্যাংশমে ভাতকে হাড়িয়া চুল্হামে ন্যাই চ্যাপ্প্যাইক, স্যাপকোই বিহাবাড়িমে খাইক। আর স্যাপকোই মিলিকে বিহাবাড়িমে রান্হাবাড়হা, কাইজ কাম স্যাপকুছ ক্যার্যাইক। বিহাবাড়ি চ্যাই গিতকে সুরমে ম্যাজ্জি যাইক। চাম্যারিয়া বাজনাকে তালমে স্যাপকোই তালসে তাল দেকে ব্যাইল গ্যাড়ি লেকে বিহা ক্যারতে যাইক। ত্যাখনি হ্যাম্যা নান্হাসারা হ্যালি। কালুয়াকে বিহামে কেত্তা আনন্দ ফুর্তিই ক্যারাপ ম্যানমে ভাবিহি।একের প্যার একদিন হ্যাম্ম্যা মাকে ক্যাহ্যালিয়্যা......হাগে মা, কালিয়াকে বিহা ক্যাবে হ্যাও,। মা ক্যাহ্যালক্যাই.......ক্যাইলারে বেটা, কালুয়কে তো বিহা হোগেল্হুয়া।
হ্যাম্ম্যা অব্বাক হোগেলি, ক্যাইলাকি ক্যাখনি ক্যানিয়া দেখল্যাই, ক্যাখনি থুবড়া খ্যালক্যাই, ক্যাখনি বিহাকে ব্যারযাত্রি বিহা লেকে গেল্যাই, আর ক্যাখনি প্যাঞ্চ্যাইতি খিল্যালক্যাই। হ্যাম্ম্যা হতবম্ব হোক্যার ফিরসে মাকে শোধ্যাইলি.......মা কালুয়াকে অ্যাইসনে অ্যাইসনে বিহা হোগেল্যায়? বিহামে ব্যারযাত্রি ন্যাই গেল্যাই, ঢাকঢোল ন্যাই ব্যাজল্যায়?? মা আস্তাকে পাস্তাকে ক্যাহ্যালক্যাই..... কালুয়া ভাব ক্যারিকে বিহা ক্যারলুহ্যা।
হ্যাম্ম্যা ম্যানমে ভাবলি যেকি, ক্যাইসি ক্যারিকে ভাব ক্যারিকে বিহা হোহাও, অ্যাইটা শালা ক্যাইস্যান নিয়্যম যেকি, কেকরু ন্যাই জানে প্যাব্যাহ্যাও বিহা ক্যাখনি হোল্যাও। পুটনা হ্যাম্ম্যার স্যাঙযোটি হ্যাল্যাও। পুটনাও ন্যাই জানেহ্যাও, ক্যাইসি ক্যারিকে কালুয়াকে বিহা হোল্যাই। পুটনাও প্যাঞ্চ্যাইতি খাবেকে জুন্নে আশা দেখতে হ্যাল্যাই।
ওহা জুন্নে হ্যাম্ম্যা কালুয়াকে ক্যাহিলি.......
ত্যাই বিহা ক্যারলে বে কালিয়া,
হ্যামরাকে ন্যাই বোল্যাইলে,
নিম্যান্তন হ্যামরাকে দেলে বে কালিয়া,
প্যাঞ্চ্যাইতি হ্যামরাকে ন্যাই খিল্যাইলে,
ক্যানিয়া তোর দেখলিহ্যা বে কালিয়া,
হ্যামরাকে ব্যারযাত্রি ন্যাই লেকে গেলে,
"ভাব ম্যাতল্যাব ভালোবাসা"
মিঠুয়া চ্যাঁই
***********কেত্তা ম্যাচ্ছি ধ্যারলে************
ঝাব্বুদা ত্যাই কাঁহামে গেলে,
আর ন্যাই পাবিহি ম্যাচ্ছি খাবেলা!
গোটি, ট্যাঙরা, পোঠিয়া দেলে,
আর ন্যাই পাবিহি দেখেলা!
কেত্তা ত্যাই মাগুড় ধ্যারলে,
ভৌড়ি জাল ফেকিকে!
কেত্তা ত্যাই বোনশি ফেকলে,
কাতলা ম্যাচ্ছি দেখিকে!
বিলমে ত্যাই হাত ভ্যারিকে,
কেত্তা ম্যাচ্ছি ধ্যারলে!
পোখ্যারমে ত্যাই ম্যাচ্ছি ধ্যারতে,
চ্যাট জাল আর ট্যাপরি লেকে!
বান অ্যাইলে জাল ফেকতে,
ঘেনা বির্তি লেকে!
দোঘা দেকে বৈল ধ্যারতে,
ম্যান্ডাইকে ল্যাদ্দি যাকে!
************হ্যাম্মা সুখ ন্যাই প্যায়লি*************
জীব্যানমে মা হ্যাম্ম্যা ন্যাই প্যায়লি সুখ,
হ্যামরাকে আর মাগে কেত্তা দেবে দুখ!
নান্হাবেলাসে মা দুখ খালি প্যায়লি,
কাম কাইজ ক্যারিকে মাগে ফিক্কা ভাত খ্যাইলি!
অ্যাপ্প্যান ভাবিকে মা কেত্তা ক্যাষ্ট ক্যারলি,
ত্যান্টি ত্যান্টি ক্যারিকে মা হ্যাম্ম্যা বাড়কা হোলি!
হ্যাম্ম্যার বিহা দেলে মাগে বাড়কা ঘ্যার দেখিকে,
প্যারকে ঘ্যার পেঠ্যাইলে মাগে অ্যাপ্প্যান ঘ্যার ছোড়িকে!
জীব্যানমে হ্যাম্ম্যা আর ন্যাই প্যাইলি সুখ,
ভাতারকে ঘ্যারমে মাগে ব্যাড়্হি গেল্যায় দুখ!
************তোর ন্যাজ্যর কেত্তা খারাপ************
আবে ও কালুয়া,
তোর ন্যাজ্যর কেত্তা খারাপ,
ল্যাড়কি দেখিকে আঁখ মারাস!!
ক্যালখিনা ত্যাই মেলা গেলেহ্যান,
ল্যাড়কি দেখিকে ঠেলা মারলেহ্যান!!
আবে ও কালুয়া,
তোর স্ব্যাভাব কেত্তা খারাপ,
চ্যাব্ব্যড়মে ত্যাই ব্যাইসি পিহ্যান সারাপ!!
ভ্যাওজি গেলাকে স্যাঙমে গ্যাল্প ক্যারহ্যান,
ঘ্যারবালিকে কাথা ন্যাই শুন্যাহ্যান!!
অ্যাবে ও কালুয়া,
মা বাপকে ন্যাই দেখ্যাহ্যান,
ইদ্ধ্যার উদ্ধ্যার ঘুরলে বেড়াব্যাহ্যান!!
এত্তা ফুটানি ন্যাই দেখাকে,
ঘ্যার স্যাংসারমে খ্যাট্টিহ্যান ম্যান দেকে!!
*************বেটি গেলাকে ন্যাই শিখ্যাইলে*********
ক্যায়লা হো কাক্কা?
তোর বেটিকে ন্যাই প্যড়্হাবে?
গোট্টাদিন খালি কামকাইজ ক্যারাবে!
ক্যাইলা রে ভ্যাতিজা?
প্যাড়্হিকে কা ক্যারত্যাও রে,
শ্যাশুরকে ঘ্যারমে পোতনা দেবে হোত্যাও রে!
.
ওহ্যা জুন্নে বোলি হো কাক্কা,
বেটি গেলাকে প্যাড়হা লিখা শিখ্যাইলা হোত্যাই!
চাকরি বাকরি লেব্যাইলা হোত্যাই!
গ্যারিবকে বেটি মাটি ভ্যাতিজা,
চাকরি বাকরি ন্যাই প্যাত্যাই রে!
লেখা প্যাড়্হা ক্যারেকে জুন্নে মেল্লেটি টাকা ল্যাগত্যাও রে!
ক্যাইলা হো কাক্কা?
বেটাকে বেলা ন্যাই বোল্যাহ্যান কাথা,
খালি বেটি গেলাকে ম্যানমে দেবিহিন বেথা!
*************দেড়বিতিয়াকে কাঁহানি***************
এক গাঁমে এক্খিটা ব্যাঠ্ঠাসারা লোক হ্যাল্যায়। গাঁকে স্যাপকোই ওকরাকে দেড়বিতিয়া বোল্যাইক। দেড়বিতিয়া শালা খুব্বি নিখ্যাট্টু হ্যাল্যায়, প্যরান্তু খুব্বি চাল্লাক হ্যাল্যায়। ওক্যার এক্খিটা গায় হ্যাল্যায়। ওক্যার ঘ্যারকে চারোকোড়ে জ্যামিদারকে ভুঈমে ফ্যাস্যাল হ্যাল্যায়। শালা দেড়বিতিয়াকে কুবদ্ধি হ্যাল্যায়। দেড়বিতিয়া রোজ্ঝি রাইত ক্যারিকে গায়কে বাড়কাসারা দ্যাড়ি বান্হিকে জ্যামিদারকে ভুঈমে ছোড়ি দেইক। আর গায়কে পেটপুরিকে খাব্যাল হোলে স্যাম্যায় ম্যাত্যান দ্যাড়ি ধ্যারিকে টান মারত্যাও, ওহাম্যাত্যান গায়ও ঘ্যার চ্যাল্লাব্যাইক। ভুঈকে অ্যাহা হাল দেখক্যার জ্যামিদার ভ্যাবলে যাহাও কোন শালা ওক্যার এতনা বাড়া লোকসান ক্যারহ্যাও। বেটাশালাকে ধ্যারেলা হোত্যাই।
একেরপ্যার একদিন জ্যামিদার ভুঈমে বাড়কাসারা হাসুয়া পিঝাকে সাইঝকে বেলা ভুঈমে ব্যায়সিকে হ্যাল্যায়। দেড়বিতিয়া ন্যাই জানেলা পারলুহ্যা। আগেকে ম্যাতনে গায়কে দ্যাড়ি বান্হিকে রাইত ল্যওটাকে স্যাম্যায় ফিরসে ছোড়ি দেলক্যায়। খানিকক্ষ্যান প্যারে গায়কে উপ্প্যার জ্যামিদারকে ন্যাজ্যর প্যাড়ি গেল্হুয়া। রাগমে জ্যামিদার গায়কে কাট্টি কুট্টিকে ফেকি দেলক্যায়। স্যাম্যায় ম্যত্যান দেড়বিতিয়া গায়কে দ্যাড়ি ধ্যারিকে টান মারল্যায়, কিন্তু শালা গায় ন্যাই আবেহ্যায়। দেড়বিতিয়াকে ম্যানমে স্যান্দেহ জাগিগেল্যায়। যাকে দেখ্যাহ্যায় ওক্যার গায়কে কে ক্যাট্টি দেলকুহ্যা। ম্যানকে দুখমে দেড়বিতিয়া গায়কে খাল খিচিকে ঘ্যার লেকে অ্যাল্যায়।
অ্যাহ্যাব্রি শালা দেড়বিতিয়া ভিয়ান বেলা উঠ্ঠিকে গায়কে চামড়া লেকে ঘ্যারসে বাহার হোগেল্যায়, চামড়া বেচেকে জুন্নে। গাঁমে যাহায় আর হাঁক মারহ্যায়.....চামড়া লেবে হো চামড়া। দেড়বিতিয়াকে কাথা শুনিকে গাঁকে লোককে মাথা গ্যারম হোগেল্যায়, আর বোল্যাহ্যায় শালাকে বেটা শালা কা ব্যাক্ক্যাহ্যাও বে, ভাগাতো শালাকে। দেড়বিতিয়াকে ভাগা দেলক্যাও। অ্যাইসি ক্যারতে ক্যারতে সাইঝ প্যাড়িল্যায়।
দেড়বিতিয়া অ্যাহ্যাব্রি থ্যাক্কি গেল্হুয়া। আরাম ক্যারেকে জুন্নে দেড়বিতিয়া পুটলা পাটলি লেকে গাছকে উপ্প্যার সুতি গেল্যায়। দেড়রাতকে চোর চুরি চারি ক্যারিকে ওহা গাছকে নিচ্চেমে ভাগ বাটোয়ারা ক্যারেকে জুন্নে ব্যায়সি গেল্যায়। উদ্ধ্যার গাছকে উপ্প্যার দেড়বিতিয়া ভ্যায়মে কুচুমুচু ক্যারতে হ্যাল্যায়, অ্যাহ্যা স্যাম্যায় দেড়বিতিয়াকে পুটলাসে গায়কে চামড়া ক্যায়সি ক্যারিকে গিরি গেল্যায়। গির তো গির শালা চোরকে বিচমেই গিরল্যায়। চোর দেখিকে চিল্লাহাকে উঠল্যায়.....ভাগ বে, ভুত আগেল্যায় বে, আর ক্যাহ্যায়তে ক্যাহ্যায়তে ভাগি গেল্যায়। অ্যাহ্যাব্রি দেড়বিতিয়া চামড়া উঠাবেকে জুন্নে নিচ্চেমে নামল্যায়। আর দেখ্যাহ্যায় মেল্লাটি টাকা প্যাইসাপ্যোড়িকে হ্যায়। ত্যাখনি চামড়া টামড়ার পুটলা ফেকিকে টাকা প্যায়সা লেকে ঘ্যার আগেল্যায়।
দেড়বিতিয়া টাকা প্যায়সা দেকে আচ্ছাসে এক কুঠলি ঘ্যার ছানি দেলক্যায়। দেড়বিতিয়াকে ঘ্যার দেখিকে জ্যামিদার ওকরাকে ক্যাহ্যালক্যায়.....ভ্যাতিজা ত্যাই এত্তা টাকা প্যায়সা কাঁহামে প্যায়লে রে? ত্যাখনি দেড়বিতিয়া ক্যাহ্যালক্যায়....হ্যাম্ম্যারতো এক্খিটা গায় হ্যাল্যায় হো, তোরক্যান ম্যাতনে ল্যাও দ্যাশটা গায় রাহিলে গোট্টা গাঁমে ঘ্যার ঘ্যার ক্যারি দেতি হো। দেড়বিতিয়াকে কাথা শুনিকে জ্যামিদার চ্যামকি গেল্যায়। আর বোলক্যায় ক্যায়সি ক্যারিকে? অ্যাহ্যাব্রি দেড়বিতিয়া বোলক্যায়.....গায়কে চামড়া বেচিকে হো।
জ্যামিদার অ্যাপ্প্যান ঘ্যার আকে আগে পিছে ন্যাই শোচিকে স্যাভ্ভেটি গায়কে কাট্টি দেলক্যায়। তেক্যার প্যার গ্যাড়িমে চামড়া টামড়া লেকে গাঁমে বেচ্চেলা গেল্যায়। গাঁমে যাহাও আর বেল্যাহ্যাও....চামড়া লেবে হো চামড়া। অ্যাহ্যাব্রি গাঁকে লোগ জ্যামিদারকে উপ্প্যার ক্ষেপি গেল্যায়, জ্যামিদারকে মারেকে জুন্নে। কুনুম্যাতনে জান বাঁচাকে ঘ্যার অ্যাল্যায়। অ্যাহ্যাব্রি জ্যামিদার রাগিকে দেড়বিতিয়াকে ঘ্যার ট্যার আগিন দেকে পুড়া দেলক্যায়।
একেরপ্যার দেড়বিতিয়া ম্যানকে দুখমে বোরামে ছ্যাই ভ্যারিকে নিপনাকে ব্যাইল গ্যাড়িমে বোঝিকে গাঁমে বাহার হোগেল্যায়। গাঁকে ভিত্ত্যার দেকে যাহায় আর বোল্যাহ্যায়, ছ্যাই লেবে গে ছ্যাই। গাঁকে লোগ বোল্যাহ্যাও, শালাকে বেটা কাম কাইজ ন্যাই পাবেহ্যা কারে, ছ্যাই বেচ্চেলা অ্যাল্হুয়া। আর দেড়বিতিয়াকে গ্যাইল ট্যাইল দেকে ভাগা দেলক্যায়। গ্যার্মিকে দিন, দেড়বিতিয়া থ্যাক্কি গেল্হুয়া। য্যাইতে য্যাইতে একটা বাড়কা সারা ব্যটগাছকে নিচ্চেমে গ্যাড়ি রোকল্যায়। ওজ্ঝিনা সোনা পাচারকারী ব্যাইল গ্যাড়িমে সোনা লেকে আরাম ক্যারতে হ্যাল্যাও। ত্যাখনি দেড়বিতিয়া ওকরাকে ক্যাহ্যাল্ক্যায়....তোরক্যান গ্যাড়িমে কা হ্যাও হো?
পাচারকারী ক্যাহ্যাল্ক্যায়....পাক্কা সোনা হ্যাও হো।
অ্যাহ্যাব্রি পাচারকারী বোলক্যায়...তোর গ্যাড়িমে কা হ্যাও?
চাল্লাক দেড়বিতিয়া বোলক্যায়....হ্যাম্ম্যার গ্যাড়িমে কালো সোনা হ্যাও।
কালো সোনাকে নাম সুনিকে পাচারকারী ভ্যাবল্যায় কালো সোনাকে ল্যাঘে মেল্লে দাম হ্যায়। ক্যায়সি ক্যারিকে ওক্যার কালো সোনা লেব্যাও! ত্যাখনি পাচারকারী এক বুদ্ধি আঁটকে দেড়বিতিয়াকে বোলক্যায়.....হ্যমরাতো আইজখিনা ন্যাই যাপ, সাইঝ প্যাড়ি গেল্যায়, ক্যালখিনা দোনঝানা এক্খে স্যাঙমে যাপ। আজখিনা রাইতটা ইদ্ধ্যার সুতি যাপ হো।
দেড়বিতিয়া বোলক্যায়, ঠিক ক্যাহিলেহ্যান হো, রাত বিরাতমে কাঁহা যাপ, ক্যালখিনা ভিয়ানবেলা দোনঝানা চ্যাল যাপ।
অ্যাহ্যাব্রি পাচারকারী ক্যাহ্যাল্ক্যায়....ত্যাইতো ছোট্টা মানুষ, ত্যাই হ্যাম্ম্যার গ্যাড়িমে সুত ক্যাইলাকি হ্যাম্ম্যার ছোট্টা গ্যাড়ি, আর হ্যম্ম্যা তোর গ্যাড়িমে সুতি যাপ। দেড়বিতিয়া বেপারটাকে বুঝি লেলক্যায় আর বোল্ক্যায়.. ঠিক হ্যায় সুতিজো।
দোনঝানা অদলা বদলা ক্যারিকে সুতি গেল্যায়। দোপ্যাহ্যার রাইত য্যাখনি হোল্হুয়া, ত্যাখনি পাচারকারী ব্যাইল হাকাকে দেড়বিতিয়াকে গ্যাড়ি লেকে ভাগি গেল্যায়। একেরপ্যার দেড়বিতিয়া ম্যানকে সুখমে সোনাকে গ্যাড়ি লেকে নিপনাকে ঘ্যার আগেল্যায়। নিপনা বোল্ক্যায় অ্যইটা হ্যাম্ম্যার ব্যাইল গ্যাড়ি ন্যাই হ্যাক্যায় রে। দেড়বিতিয়া বোলিকে উঠল্যায় কা হোল্যায় হো, কেত্তা ত্যাই ব্যাইল গ্যাড়ি লেবে, তোরাকে হ্যাাম্ম্যা দো চার কিলো সোনা দেদেব্যাও হো। দৌড়িকে জ্যামিদারকে ঘ্যারসে বাড়কা তারাজুটা লেকাহিনতো? অ্যাহ্যাব্রি জ্যামিদার জানে পাগেল্যায় যে, দেড়বিতিয়া েমেল্লেটি সোনা লেকে অ্যালুহ্যা।
দৌড়িকে জ্যামিদার দেড়বিতিয়াকে ভির অ্যাল্যায়, আর বোলক্যায়...ভ্যাতিজা ত্যাই এত্তাটি সোনা কাঁহামে প্যাইলে রে? দেড়বিতিয়া বোলক্যায়.... কাক্কা হো হ্যাম্ম্যারতো এক কুঠলি ঘ্যার হ্যাল্যায়। তোরক্যান ম্যাতনে পাঁচ ছ্যায় কুঠলি ঘ্যার হোলে, হ্যাম্যা ঘ্যারকে ছ্যাই বেচিকে কুঠি ভ্যারতি সোনা ক্যারলেতি।
ফিরসে শালা েলাভি জ্যামিদার দেড়বিতিয়াকে কাথা শুনিকে অ্যাপ্প্যান ঘ্যার আগিন দেকে পুড়া দেলক্যায়।আর স্যাপটি ছ্যাইকে বোরামে ভ্যারিকে গাঁমে বেচেলা গেল্যায়। শালা ছ্যাইকি কেহু কিনিকে লেইক। স্যাপকোই জ্যামিদারকে গালি দেহ্যায়। ছ্যাই লেকে জ্যামিদার আট দ্যাশটা গাঁমে দো চারদিন ঘুরল্যাই, ত্যাইও কুনু ম্যাতনে ন্যাই বেচেলা পারল্যায়। রাগমে গ্যাড়হামে ছ্যাই উল্টাকে ফেকি দেলক্যায়, আর অ্যাপ্প্যান গাঁ অ্যাল্যায়। অ্যাহ্যাব্রি তো জ্যামিদারকে ঘ্যার দুয়ার ন্যাই হ্যাও। রাগমে দেড়বিতিয়াকে ঘ্যার গেল্যায়। ওজ্ঝিনা যাকে জ্যোমিদার অব্বাক হোগেল্যায়। দেড়বিতিয়া আর দেড়বিতিয়া নিহ্যাও! অ্যাখনি দেড়বিতিয়া হোগেল্হুয়া জ্যামিদারসে ব্যাহুত বাড়কা ম্যহাজ্যন। দেড়বিতিয়াকে লাঠিয়্যাল জ্যামিদারকে ভাগা দেলক্যায়।
**************চোরকে কাঁহানি*************
হ্যাম্ম্যারক্যন গাঁমে ফুকনিকে মা হ্যালায় খুব্বি কাম ক্যার্নি। দিন রাইত এক্খে রখনে কামকাইজ ক্যারলে য্যাত্যাও। একদিন দোপ্যহ্যার রাতকে ফুকনিকে মা জাগিকে হ্যাল্যায় আর বেড়িকে পাত্তা ক্যাট্ট্যাহ্যায়। ওহাস্যাম্যায় চোর আগেল্হুয়্যা। চোর বেটা ঘ্যারকে বাহারসে সিন খুড়তে ল্যাগিগেল্হুয়া। আর ক্যায়সি ক্যারিকে ফুকনিকে মা চোরকে সিন খুড়েকে অ্যানুসার পাগেল্হুয়া। ত্যাখনি পাত্তা কাটা ছোড়িকে একটা বাড়কা সারা হাসুয়া লেকে কোনামে ব্যাইসিকে চোরকে ম্যাক্কর দেখ্যাহ্যাও।
অ্যাহ্যাস্যাম্যায় লট্টাকে মা কুপ্পি লেকে চ্যাব্বড়মে মুত্তে অ্যাহ্যাল্হুয়া। বেটা চোর কুপ্পিকে আগিন দেখিকে থ্যামকি গেল্যায়। গ্যার্মিকে দিন, লুট্টাকে মা মুত্তিটুত্তিকে চ্যাব্বড়মে পিড়হা লেকে হাবা খাবেকে জুন্নে ব্যায়সি গেল্যায়। আধ এক ঘ্যান্টা হোগেল্যায় কিন্তু লুট্টাকে মা ঘ্যারমে সুতেলা ন্যাই যাহাও। শালা চোরকে মাথা খারাপ হোগেল্যায়। চোরশালা ম্যানমে ভাবেহ্যায় বুড়্হিয়াকে ক্যায়সি ক্যারিকে ভাগাপ।
খানিকক্ষ্যান প্যার চোরকে মাথামে বুদ্ধি খেলগেল্যায়, শালা বুড়্হিয়াকে ভুতকে ভ্যায় দেখাবেলা হোত্যায়। ত্যাখনি চোর ঢেল কুড়্হাকে লুট্টাকে মাকে নিশানা ক্যারিকে ফেকলে যাহায়। লুট্টাকে মা ভ্যায়মে চ্যামকি গেল্যায়। ওগ্গে মাগে অ্যায়সনে অ্যায়সনে ঢেল গিরহ্যায়।ভ্যায়মে হ্যাউলে হ্যাউলে এক পা দো পা ক্যারিকে লুট্টাকে মা ঘ্যারমে সুতেলা গেল্যায়।
তেক্যারপ্যার যাকে চোর বেটা ফিরসে ম্যাট্টি খোদেলা শুরু ক্যারক্যায়। উদ্ধ্যার ফুকনিকে মা হাসুয়া লেকে ব্যায়সিকে হ্যাও। ম্যাট্টি খোদতে খোদতে চোর ঘ্যারকে ভিত্ত্যার ফোক্কা ক্যারি দেলক্যায়। অ্যাহ্যাব্রি চোর ম্যাট্টিকে ত্যাল দেকে ঘ্যারমে ঘুসত্যায়। তেক্যার আগে চোর বেটা পাঁ ভ্যারিকে দেখত্যায় ঠিকসে ফোক্কা হোল্যায় কি ন্যাই হোল্যায়। ইদ্ধ্যার ফুকনিকে মা ঝ্যাঝরি দেকে সিনকে ফোক্কা ঢাকি দেলক্যয়, ক্যাইলা কি দিয়াকে আলো চোর ন্যাই দেখে পাইক। অ্যাহ্যাব্রি চোর বেটা সিনকে ফোক্কা দেকে টেঙ ভ্যারি দেলক্যায়, আর চোর য্যায়সনে টেঙ ভ্যারলুহ্যা, ত্যায়সনে ফুকনাকে মা হাসুয়া দেকে চোরকে টেঙকে এক কোপ দেদেলক্যায়র। বেটা চোর বাপরে মােরে বোলিকে চিল্ল্যাইতে চিল্ল্যয়তে ভাগি গেল্যয়। আর ফুকনিকে মাক্যান চোরিও ন্যাই হোল্যায়।
মিঠুয়া চ্যাই
****************সুপকে দুখ*****************
কেত্তা হামরাকে জ্বালা দেলে,
ধ্যাপ্যাড় ধ্যাপ্যাড় ক্যারিকে!
কেত্তা হামরাকে সিল্যায় ক্যারলে,
ফুট্টা মুট্টা ক্যারিকে!
চাউল, গ্যাহুম কেত্তা ঝাড়লে,
দোনটা হাতমে মারিকে!
ত্যাইও হামরাকে ন্যাই ছোড়লে,
ভাঙ্গা সুপ ক্যারিকে!
কাঠ দেকে ন্যাই ব্যান্যাইলে,
বাঁশ দেলে ভ্যারিকে!
চ্যাঙারি, ধামা কোলমে উঠ্যাইলে,
হ্যাউলে হ্যাউলে ক্যারিকে!
ক্যাইলা তোরা দুন্যাজর ক্যারলে,
হামরাকে ছোড়িকে!
**************ইচ্ছা ক্যারলে****************
ক্যাইলা হো কাক্কা, ত্যাই এতনা ক্যাইলা ঘিনাহা,
ক্যাইলা ঘ্যার দুয়ার ন্যাই ক্যারাহ্যান চিকনা!!
কাপড়া ঢোড়ি ন্যাই পিন্যাহ্যান চিকনা,
রোগ বিয়্যাদ ধ্যারিলেত্যাও গাত্ত্যারম্যা!!
ভ্যাতিজা হ্যামরাকে তো রোগ বিয়্যাদ ন্যাই হোহ্যাও,
ঘ্যার দুয়ার চিকনা ক্যারিকে কা ক্যারব্যাও!!
মাঠে ঘাটে খাট্টিকে চিকনা হোব্যও ক্যায়সিকে?
ত্যাই চিকনা হ্যক্যস, বাপকে সিরে খ্যাহ্যান বোলিকে!!
ন্যাই হো কাক্কা ন্যাই, ত্যাই ঘ্যার দুয়ার আচ্ছা ক্যারলে,
চিকনা হোকে চ্যালবে তো ঘ্যারমে শুখ শান্তি প্যাইবে!!
আচ্ছা ক্যারিকে খ্যাইবে তো আচ্ছা জীব্যন প্যায়বে!!
ক্যাইলা হো কাক্কা! বাপকে সিরে ন্যাই খাহান বোলিকে,
ইচ্ছা ক্যারলে, ত্যাই আচ্ছা কাপড়া পিন্হা পারবে!!
***************ক্যাইস্যান বেটা****************
সুধনাকে বেটা খেলতে হ্যাল্যাও জুয়া তাস
কালুয়াকে গ্যাল্লি ট্যাইতে!
সুধনা আনক্যাই ধ্যারিকে বেটাকে হাত,
ফুসলাকে বোলক্যায় ভুঈ য্যাইতে!
সুধনা দেখিকে ভুঈমে ঘাস,
বেটাকে ক্যাহ্যালক্যাই নিড়্যাইতে!
ক্যাইলারে বাপ নিড়্যাইলা যাপ,
মিরচি ল্যাগত্যাই তোক্যার কাথা শুইনতে!
ন্যাই নিড়্যাইবে তো ঘ্যারসে ভাগ,
শালাকে বেটা শালা ন্যাই প্যাইবে খ্যাইতে!
রাগিকে বেটা ভাগি গেল্যায় ঢাপ,
বোকচা বাকচি বান্হিকে!
মিঠুয়া চ্যাঁই
************ম্যাইয়াকে কিপ্টা বাপ*************
দুগ্গা পুজা ক্যারে দিহ্যান,
আচ্ছা ম্যান দেকে!
এতনা দিনসে কাইজ ক্যারাইলেহ্যান,
রাইত দিন এক ক্যারিকে!
কিপ্টামু ক্যারিকে ন্যাই শিখ্যালেহ্যান,
অ্যাপ্প্যান কাইজ ছোড়িকে!
বাপু হ্যামরাকে কিনি দিহ্যান,
জামা আচ্ছাসারা দেখিকে!
পুজামে মামুক্যান যাবে দিহ্যান
লায়া জামা পিনিকে!
মেলামে হ্যামরাকে যাবে দিহ্যান,
অ্যাব্যাও হ্যাম্ম্যা ঘুরিকে!
অ্যাহ্যাব্রি ক্যাইঠ্ঠামু ক্যারে ম্যাতুন,
য্যাব্যাও হ্যাম্ম্যা ভাগিকে!
***************কেক্যার দেবে দোষ***************
লুট্টা আজখিনা হাট গেল্যায়,
নেংটি ধোতি বান্হিকে!
হাটমে ওক্যার দোকান হ্যাল্যায়,
দৌড়ি গেল্যায় হাট্টিকে!
য্যায়তে ওক্যার দেরি হোল্যায়,
হাট গেল্যায় ভাঙিকে!
ঘ্যার আনিকে ঝ্যাইস্ দেখাব্যাহ্যায়,
মৌগিকে উপ্প্যার রাগিকে!
খাবেকে জুন্নে হাট ন্যাই ধ্যারেল্যা পারক্যায়,
মৌগি বোলক্যায় হ্যাস্যিকে!
অ্যাহ্যাব্রি লুট্টাকে রাগ ব্যাড়ি গেল্যায়,
মৌগিকে হ্যাস্যি দেখিকে!
মুরা দেকে মারি দেলক্যায়,
মৌগিকে চুল ধ্যারিকে!
মৌগি ত্যাখনি ক্যান্নে ল্যাগল্যায়,
ওগ্গে মাগে ক্যারিকে!
মিঠুয়া চ্যাঁই
**************নিগনাকে কাঁহানী**************
নিগনা হ্যাল্যায় অভাগা ঘ্যারকে লাড়কা। নান্হাবেলায় ওক্যার বাপ ম্যারি গেল্হুয়া। ওকরাক্যান কুনু ম্যাতনে ঘ্যার স্যাংসার চ্যাল্লেহ্যাও। ওক্যার ঘ্যারমে, ওক্যার দুখি মা আর ওক্যার দোনটা বাড়কা দাদা হ্যাল্যায়। নিগনাকে স্যাবসে বাড়কা ভ্যাইয়া হ্যাল্যায় সুগনা, আর ম্যাইঝলা ভ্যাইয়া হ্যাল্যাই দিগনা। সুগনা আধপাগলা হ্যাল্যাই। দিগনা লেখাপ্যাড়া ক্যারাইক। ওক্যার মা হাটমে চাউল বিক্রি ক্যারাইক।
নিগনা ত্যাখনি নান্হাসারা হ্যাল্যায়, য্যাখনি ওক্যার বাপ ম্যারলুহ্যা। বাপহারা নিগনাকে ঘ্যারমে গ্যারিবিকে ঘ্যন্টা ব্যাজি গেল্যায়। নিগনোকে প্যারিবার গ্যারিবসে গ্যারিব হোগেল্যায়। ঘ্যার চ্যালাবেকে বোঝ চ্যাপ্পি গেল্যায় নিগনাকে মাকে উপ্প্যার। নান্হাসারা নিগনা ঘ্যারমে ক্যানিয়া গুড়িয়া লেকে। নান্হাসারা নিগনা বুঝি গেল্হুয়া ওক্যার মা ঘ্যার স্যাংসার চালাবেকে জুন্নে ক্যাষ্ট পাবেহ্যাও। ওহাজুন্নে নিগনা মাকে স্যঙেমে কিষ্টপুরকে হাটমে চাউল বিক্রি ক্যারতে ল্যাগল্যাও।
বাড়কা ভ্যাইয়া সুগনা প্যাগলা হোকে ঘুরিকে বেড়াব্যাইক। ম্যাইঝলা ভ্যাইয়া লিখাপ্যাড়্হা ক্যারেকে জুন্নে ইদ্ধর উদ্ধর ট্যাহ্যাল দেকে বেড়াব্যাইক। দেখিকে ল্যাগেহ্যাও কেকরুকে কৈই ঘ্যারকে লেক্যার চিন্তা নিহ্যাও। মাঠমে ফ্যাসলি ভূঈ হ্যাল্যাই, ঘ্যারকে ব্যাইল হ্যাল্যাই ফিরভি ভুঈমে চাষবাস ন্যাই হৈইক। কে ক্যারত্যাই চাষবাস? এক ব্যাচ্ছরকে ভিত্রিমে নান্হাসা নিগনা ব্যাইল চ্যারাতে, চ্যারাতে লাঙ্গলকে মুঠ্ঠি ধ্যারিলেলক্যায়। লাঙ্গলকে মুঠ্ঠিমে হাত ন্যাই জুটলেও ভুঈমে চাষবাস ক্যারতে ল্যাগিগেল্যায়। হ্যাউলে হ্যাউলে ঘ্যারকে বোঝ নিগনাকে উপ্প্যার প্যাড়িগেল্যাই।
বাড়কা ভ্যাইয়া অ্যাপ্প্যান প্যাগ্যলপ্যান বাড়্হা দেলক্যায়, ম্যাইঝলা ভ্যাইয়া গা বাঁচাকে চল্লে ল্যাগল্যায়। নান্হাসা নিগনাকে ইসকুল যাবেকে ম্যান ক্যারলেও ইসকুল যাবেকে স্যাম্যায় ন্যাই পাবেহ্যায়। ওক্যার বাড়কা ভ্যাইগ্যালা ভুঈমে খাট্টেকে সাথ ন্যাই দেলক্যায়। কিন্তু ব্যাইল গেলা ভ্যাগবানকে দুত হোক্যার নিগনাকে সাথ দেলক্যায়। আর দোনটা ব্যাইল হোগেল্যাই নিগনাকে প্রাণস্যাহ্যালি।
নিগনা ইসকুল ন্যাই গেলেও বিদ্যাকে দেবি ওক্যার উপ্প্যার ভ্যার ক্যারি দেলক্যায়। হ্যাউলে হ্যাউলে নিগনা যোগ বিয়োগ, গুন ভাগ, বাংলা হিন্দি আর ইংরাজি শিখি লেলক্যায়। গাঁকে মানুষ ওকরাকে বুদ্ধি বোলাকে ডাক্কে ল্যাগল্যাও।
ওক্যার দোনটা বাড়কা ভ্যাইয়া অ্যাপ্প্যান বিহা ক্যারি লেলক্যায়। ঘ্যারমে দিগনা হ্যাল্যায় শিক্ষিত, ওহাজুন্নে ওকরাকে স্যাপকোই মাইন দেকে চ্যাল্ল্যাইক।
একদিন দিগনা ঘ্যারমে ভাগবাটোয়ারা ক্যারেকে কাথা উঠ্যালক্যায়। একেরপ্যার ঘ্যারট্যার, জ্যামিন ট্যামিন স্যাভ্ভে কুচ্ছু ভাগ হোগ্যাল্যায়। মাকে সুখ দুখকে ভার নিগেনকে উপ্প্যার আনিকে প্যাড়ল্যাও। নিগনা অ্যহা বেপারটাকে লেক্যার ভাবুক হোগেল্যায়। নিগনা কুনু ম্যাতনে ভাগ বাটোয়ারা টাকে মানেলা ন্যাই পারহ্যাও।
মিঠুয়া চ্যাই
***********"হ্যামরাকে ত্যাই ছোড়ি দেলে"***********
কাক্কাহো ত্যাই ভাগি গেলে,
হ্যামরাকে ত্যাই ছোড়ি দেলে!!
গোদিমে লেকে মানুষ ক্যারলে,
হ্যামরাকে ত্যাই বেটা ক্যাহিলে!!
গোট্টা জীব্যন ক্যাষ্ট ক্যারলে,
অ্যন্তরমে ত্যাই বেথা প্যাইলে!!
কেত্তা হ্যামরাকে শিক্ষ্যা দেলে,
স্যামাজমে ত্যাই স্যাম্মান প্যাইলে!!
প্যারিবারমে ত্যাই সুখ দেলে,
ধ্যান দৌলত জোগাকে রাইখলে!!
হ্যাম্ম্যারক্যান ত্যাই বিহা দেলে,
নিজমে ত্যাই কুমারা হোলে!!
হ্যামরাকে ত্যাই ছোড়ি দেলে,
কাক্কাহো ত্যাই ম্যারি গেলে!!
***************চ্যাই ভাষায় ছড়া****************
মামুর ঘ্যার যাপ,
আম লিচু খাপ!
মামু দেলে গালি,
ভাঙি দেব্যাও টালি,
টালি গেল্যায় ভাঙিকে!
মামি গেল্যায় রাগিকে,
মামুর বেটা টেপা,
হ্যাম্ম্যার পিছে খেপা!
ট্যাপা গেল্যায় গিরিকে,
হ্যাম্ম্যার পিছে দৌড়িকে!
মামুর ঘ্যার ছোড়লি,
মৌসির ঘ্যার গেলি!
মৌসা হ্যাল্যায় ঘ্যারমে,
হ্যাম্ম্যা ঢুকলি ভ্যায়মে!
মৌসি দেলক্যায় আম রোটি,
খ্যায়লি হ্যাম্ম্যা পেট ভরতি!
*************ভূতকে গ্যাল্প******************
হ্যাম্ম্যারক্যান গাঁমে হ্যাল্যায় বাড়কাসারা গাছ,
গাছকে নিচ্চেমে খেলতে হ্যালি দিনরাত!!
একটা গাছমে হ্যাল্যাও ক্যারিয়াসারা ডাকনি,
রাইত বিচমে গাউন ক্যারতে হ্যাল্যাই পেতনি!!
রাতে ওকরা গাছকে নিচ্চে ক্যারতে হ্যাল্যাও খেলা,
ভ্যায়মে হ্যাম্ম্যা ন্যাই যাহি কুেনোদিন ঝাড়া ফিরেলা!!
ভূতকে গ্যাল্প শুনলিহ্যা হ্যাম্ম্যার দাদীর ভিরা,
টানুয়া রাইত ক্যারিকে গেল্হুয়া ঝাড়াফিরা!!
সাধা কাপড়া পিনিকে পেতনি অ্যাল্হুয়া ওক্যার ভিরা,
ভ্যায়মে টানুয়া ভাগে ল্যাগ্লুহা কাপরা টাপরা ছ্যাইড়া!!
অ্যাল্যায় গাঁকে লোক টানুয়াকে চেঁচামেচি শুনিকে,
ভুতনি, কিচনি, ডাকনি ধ্যারলুহ্যা টানুয়াকে!!
জ্ঞান হারাকে টানুয়া প্যাড়িকে হ্যাও ম্যাট্টিমে,
ওঝা নিমকে পাত্তা লেকে ব্যাইসি গেল্যায় চ্যাট্টিমে!!
হ্যাম্ম্যার নিন ভাঙি গেল্যায় ঝাঁপকে আবাজমে,
শ্যাপ্না হ্যাম্মা দেখতে হ্যালি আজখিনা রাতমে!!
****************হ্যাম্ম্যার মা*****************
মা ত্যাই ক্যারলেহ্যান কেত্তা হ্যাম্ম্যার য্যাত্ন,
জ্যান্মসে ক্যাহ্যাইলেহ্যান মাগে হ্যাম্ম্যা তোর রত্ন!!
কেত্তা দুখ স্যাইল্যাহ্যান মাগে প্যাইল্যাহ্যান কেত্তা জ্বালা,
ঘ্যার চালাবেকে জুন্নে মা বেচলেহ্যান গ্যাল্লাকে মালা!!
ঘুম হ্যাম্ম্যার ন্যাই অ্যাইলে মাগে শুন্যালিহ্যান গ্যাল্প,
পেটপুরিকে খাবে দেলে মাগে নিজমে খ্যাইলে অ্যাল্প!!
লিখাপ্যাড়্হা শিখ্যাইলে মাগে অ্যাপ্প্যান দিমাক দেকে,
নান্ন্হাসে বাড়কা হোলি মাগে তোর জ্ঞান লেকে!!
ক্যাষ্ট ক্যারলেহ্যান মাগে ন্যাই প্যায়লেহ্যান সুখ,
আইজসে তোরাকে হ্যাম্ম্যা ন্যাই দেব্যাও দুখ!!
সুখ হ্যাম্ম্যা ন্যাই প্যাইলি ইদেশ বিদেশ ঘুরিকে,
তোর ম্যাত্যান মমতাময়ী ন্যাই প্যাব্যাও ধুড়িকে!!
****************মিঠুয়া চ্যাঁই**********************
*****অ্যাহ্যাংকারী তেলিয়াকে কাহানী****
হ্যাম্ম্যারক্যান গাঁওমে তেলিয়া হ্যাল্যাই। তেলিয়া বেবসা বানিজ্য ক্যারাইক। স্যামাজমে তেলিয়া বাড়কা লোক বোলিকে স্যাপকোই জানেহ্যাই। তেলিয়াকে কিচ্ছুকে অ্যাভাব ন্যাই হ্যাল্যাই। না খাবেকে, না পিন্যাকে, না ঘ্যারকে। স্যাপকুছ হ্যাল্যাই তেলিয়াকে ভির। তেলিয়াকে ঘ্যারমে মুদিখানাকে হ্যাল্যায়। আর তেলিয়াকে স্বাধের ঘোড়া হ্যাল্যাও।
হ্যাপ্তামে ছ্যায়দিন তেলিয়া মাচ্ছি ম্যাংস খাব্যাইক। অ্যাকদিন তেলিয়া ছোট্টা মাচ্ছি কিনিকে লেক্যাল্হুয়া, ছোট্টা ম্যাচ্ছি দেখিকে তেলিয়াকে মৌগিকে মাথা খারাপ হোগ্যাল্যায়। খানিক্ষ্যন বাদমে গাঁমে বাড়কা ম্যাচ্ছি বেচ্চ্যালা অ্যাল্হুয়া। একেরপ্যার তেলিয়াকে মৌগি তেলিয়াকে বোলাকে ক্যাহ্যাও......ও সনুয়া বাপ আজখিনা ছোট্টা ম্যাচ্ছি ন্যাই খাব!বিাড়কা মাচ্ছি বেচেল্যা অ্যাল্হুয়া, একটা বাড়কা ম্যাচ্ছি কিনিকে লেক্যা। মৌগিকে কাথা শুনিকে তেলিয়া দোনটা বাড়কা ম্যাচ্ছি কিনিকে লেকে অ্যাল্যায়।
তেলিয়াকে লাড়কা বাড়কা ঢাইস দেখাবেকে ঘুরিকে বেড়াব্যাইক। লেখাপ্যাড়্হা ন্যাই ক্যারাইক্ । গোট্টা দিন অ্যাজ্ঝিনা ওজ্ঝিনা ট্যাহ্যাল দেইক। তেলিয়া বেটাপুতকে কুচ্ছু ন্যাই বোল্যাইক।
ফুল্যানকে মা খুব্বি গ্যারিব হ্যাল্যাই। দিনরাত এক ক্যারিকে খাট্ট্যাইক আর খাইক। একদিন ফুল্যানকে মা চুলামে ভাত চ্যাড়্যাল্হুয়া। অ্যাহ্যা স্যাম্যায়মে ফুল্যানকে মা দেখ্যাহ্যাও ঘ্যারমে একজারা নুন নিহ্যাও। দৌড়িকে ফুল্যানকে মা ফুল্যানকে নুন আনে পেঠ্যালক্যায় তেলিয়াকে দোকানসে। ত্যাখ্নি ফুল্যান দৌড়িকে তেলিয়াকে দোকানমে নুন আনে গেল্যায়।
অ্যাহ্যা স্যাম্যায় তেলিয়া খাব্যাহ্যাও। ফুল্যান তেলিয়াকে বোলক্যায়.....দৌড়িকে হামরাকে দ্যাশ প্যায়সাকে নুন দেহো। ত্যাখনি তেলিয়া বোলক্যায়.....দেখেলা ন্যাই পাব্যাহিন হ্যাম্মা খাহি। জো হ্যাম্ম্যার ঘোড়াটাকে রৌদ ল্যাগ্যাহ্যাও, ওকরাকে ব্যাট গাছমে বান্হিকে আ। ফুল্যান আস্তাকে পাস্তাকে ঘোড়া বাধে গেল্যায়। ইদ্ধ্যার ফুল্যানকে মা আঁচ নিভাকে ফুল্যানকে আশা দেখ্যাহ্যাও। ক্যাখনি ফুল্যান নুন লেকে অ্যাত্যায়।
মেল্ল্যাখুন প্যার তেলিয়াকে খাবেল হোল্যায়। তেক্যার প্যার ফুল্যানকে নুন দেলক্যায়। ফুল্যান নুন লেকে দৌড়িকে ঘ্যার অ্যাল্যায়। ঘ্যর আনিকে দেখ্যাহ্যাই নুনকে জুন্নে ওক্যার মা আঁচ লিভা দেল্কুহা। ফিরসে আঁচ ধ্যারালক্যায় তেক্যার প্যার খাবে প্যালক্যায়। হারামি তেলিয়া মানুষকে মানুষ ম্যানমে ন্যাই ক্যারাহ্যায়।
কুছ দিনকে বাদ একটা দোটা ক্যারিকে গাঁমে মুদিখানা দোকান হোগ্যাল্যায়। হ্যাউলে হ্যাউলে গাঁকে লোগ তেলিয়াকে দোকান ছোড়িদেলক্যায়। অ্যায়সি ক্যারিকে তেলিয়াকে বেবসা ডাউন হোগেল্যায়। তেলিয়া আর আগেকে ম্যাত্যান ম্যাচ্ছি ম্যাংস ন্যাই খাবে পারাহ্যাও। ওক্যার বেটাপুত আগেকে ম্যাত্যান বাড়কালোগি ঢাইস ন্যাই দেখাবে পারাহ্যাও। আইসতে আইসতে তেলিয়া কাঁসাকে লোটা, থ্যারিয়া, খোরা আর ওক্যার স্বাধের ঘোড়া বেচ্চিকে খালেল্ক্যায়। দোকান ট্যায়ো উঠ্ঠি গেল্যায়।
কুছ ম্যাহিনাকে বাদ হারামি অ্যাহ্যাংকারী তেলিয়া বাড়কা লোগসে ফ্যাকির হোগেল্যায়। তেলিয়া অ্যাহ্যাব্রি গ্যারিবসে গ্যারিব হোগেল্যায়।
************ত্যাই চ্যাঁই গে দিদি*************
দিদিগে ত্যাই ন্যাই দেবে হ্যামরাকে সম্মান,
ক্যাইলা দিদি হ্যাম্ম্যারক্যান ন্যাই হ্যাও অ্যাভিমান!
দিদি তোরাকে দেবে হোত্যাও জাতকে প্যারিচ্যায়,
গ্যারু ব্যাখরি চ্যারাকে দিদি ক্যারলি স্যাঞ্চ্যায়!
ভূঈমে খাট্টিকে দিদি উবজ্যাইলি ফ্যাস্যাল,
কলা কৌসল ক্যাম্পিউটার হোত্যাই শিক্ষ্যাল!
এতনা দিনসে ন্যাই ভুল্লি হ্যাম্ম্যার ম্যাট্টিকে,
দিনরাত ম্যারলি দিদি ভূঈমে খাট্টিকে!
জীব্যানমে হ্যামরা দিদি ন্যাই প্যালিহ্যা সুখ,
ভ্যাগওয়ান হ্যামরাকে আর কেত্তা দেত্যাই দুখ!
স্যাপকোই বড়্যাই ক্যারহ্যায় অ্যাপ্প্যান জাতমে,
ক্যাইলা দিদি ন্যাই ক্যাহ্যাবিন অ্যাপ্প্যান ভাষামে!
ক্যাইসি ক্যারিকে দিদি ভুতলাগেলে চ্যাঁই বাত,
চ্যাঁই হোক্যার জ্যান্মিকে দিদি ছোড়ি দেলে চ্যাঁই জাত!
******ক্যাইলা হ্যাম্ম্যা ন্যাই শিখ্যাইলি******
ক্যাইলা হ্যাম্ম্যা ন্যাই জ্যাগ্যাইলি,
ন্যাই শিখ্যাইলি প্যাহ্যাড়েল্যা।
ক্যাইল্যা হ্যাম্ম্যা ন্যাই দেখ্যাইলি,
ন্যাই শিখ্যাইলি চ্যাহ্যাড়েল্যা।।
ম্যাচ্ছি মারিকে পেটপুরিকে খ্যাত্যাও,
গাছমে চ্যাহ্যাড়িকে ফ্যাল পাড়ত্যাও।
অ্যাখনি আর ন্যাই পারত্যাও,
ফ্যাল আর ম্যাচ্ছি খাবেলা।।
ক্যাইলা হ্যাম্ম্যা ন্যাই জ্যাগ্যাইলি,
ন্যাই শিখ্যাইলি প্যাহ্যাড়েল্যা,
ক্যাইল্যা হ্যাম্ম্যা ন্যাই দেখ্যাইলি,
ন্যাই শিখ্যাইলি চ্যাহ্যাড়েল্যা।।
শিখ্যাইলে ম্যাচ্ছি ধ্যারেলা পারত্যাও,
দেখ্যাইলে গাছমে চ্যাহ্যাড়েলা পারত্যাও।
ত্যাখনি আর ভুক্ষা ন্যাই রাহ্যাত্যাও,
ভিয়ানবেলা আর সাঁঈঝবেলা।।
মিঠুয়া চ্যাঁই
**************গ্যার্মিকে ছুট্টি****************
এতনা দিনসে ন্যাই প্যালিহ্যা ছুট্টি,
অ্যাহ্যাব্রি হোগেল্হুয়্যা ছুট্টি।।
আম চিতুয়া খাবেকে জুন্নে,
অ্যাহ্যাব্রি হোগেল্হুয়া ছুট্টি।।
গ্যার্মিকে ছুট্টি ভ্যাওজি গ্যার্মিকে ছুট্টি।।
*************চ্যাঁইকে দ্যাশা***************
ঝাব্বুদা, চ্যাঁই কি কুনু ফ্যালকে নাম?
ক্যাইসি ল্যাগ্যাহ্যাও ওক্যার স্বাদ!!
ন্যাই ভ্যাইয়া, চ্যাঁই হ্যাও জাতকে নাম।
চ্যাঁই নিহ্যাও তোরক্যান খাদ!!
ওহ! চ্যাঁই হ্যাও গাছকে জাত?
ভেড়া ব্যাখরি গ্যরুকে খাদ!!
ন্যাঁই রে, চ্যাঁই হ্যাও মানুষকে জাত।
হ্যাও রীতিনীতি অ্যাপ্প্যন বাত!!
এতনাদিনসে শুনে ন্যাইপ্যালিহা চ্যাঁই বাত,
কাহামে হ্যাও চ্যাঁই জাত??
গাঁওমে হ্যাও চ্যাঁই জাত,
ওকরাক্যান মুখে শুনেপ্যায়বে চ্যাঁই বাত!!
ক্যায়লা ট্যাউন্মে নিহ্যাও চ্যাঁই জাত?
ত্যাবে ক্যায়সি ক্যারিকে শুনব্যাও চ্যাঁই বাত!!
ন্যাইরে, ট্যাউন্ বাজারমে হ্যাও চ্যাই জাত,
অ্যাপ্প্যন মাকে ছোড়কে, ভুলিগেল্হুয়া চ্যাঁই বাত!!
মিঠুয়া চ্যাঁই
**************ছৌড়ির দুখ****************
ওই ছৌড়ি............ তোর কেত্তা রূপ,
রূপ দেখিকে স্যাপকোই চুপ।
হ্যাম্ম্যার রূপকে জুন্নে এত্তা জ্বালা,
ভ্যায়মে ঘ্যার ছোড়লি ভিয়ানবেলা।
ওই ছৌড়ি......... তোর ঘ্যার কাঁহামে,
ব্যাইসি যাহান যাঁহামে তাঁহামে।
বাপকে না শ্যাশুরকে ঘ্যার,
যাঁহামে যাহি তাঁহামে ড্যার।
ওই ছৌড়ি.... ড্যার ক্যারহ্যান ক্যাইলা,
বাপ শ্যাশুর তোরাকে জ্বালাব্যাহ্যাও মেল্লা।
বাপ শ্যাশুরকে জ্বালা ছোড়,
হ্যাম্মার ভাতার ম্যদ খোর।
ওই ছৌড়ি........... ত্যাই বিহা ক্যারবে,
হ্যাম্ম্যার নাতি আচ্ছা প্যায়বে।
ত্যাইও দাদু হ্যাম্ম্যার ম্যজাক উড়্যাইলে,
আচ্ছা ভাতার ফিরসে দেখ্যাইলে।
ওই ছৌড়ি.......... ত্যাই কাঁহামে য্যাইবে,
অ্যায়স্যান ভাতার কাঁহামে প্যায়বে।
ক্যায়লা হো? বাপুক্যান যাপ,
ওজ্ঝিনা হ্যাম্ম্যার ভাতার পাপ্।
ওই ছৌড়ি.............. তোর কেত্তা দুখ,
প্যারে প্যায়বে যেত্তা সুখ।
সুখ হ্যাম্মার ন্যায় স্যহ্যাত্যাও,
দুখ হ্যাম্ম্যার চ্যালবে ক্যারত্যাও।
মিঠুয়া চ্যাঁয়
***************চাঁয় ভাষায় কবিতা***************
******************মাতাল বাপু******************
ও বাপু........ ত্যাই কাঁহাসে অ্যায়লে,
ন্যাই খায়কে ঘ্যার ছোড়লে।
বাপু ক্যাহ্যালক্যায় চুপ বেটা,
ক্যাহামে যাপ তোরাকে বোলব্যাও সেটা।
ক্যাইলা বাপু ন্যাই বোলবে,
ম্যাদ খায়কে ন্যাই টোলবে!
হ্যাম্মা মাতাল? তোরাকে কে ক্যাহ্যালক্যায়,
মৌগি তোরাকে কানফুস দে দেলক্যায়।
ও বাপু........ ত্যাই মাকে ক্যাইলা গালি দেহ্যান,
মাকে জুন্নে ক্যালখিনা খাবে প্যায়ল্যাহ্যান।
বাপুর খাকে হোলে বাড়কা,
মাকে সাথ গেলে লাড়কা।
চ্যাল বেটা তোর মাকে বোলা,
ওকরাকে ঘ্যারসে বাহার ক্যারব্যাও হালা।
ও বাপু...... হ্যাম্ম্যার মাকে ন্যাই দেবে দোষ,
ম্যাদ খাকে তোর উড়লুহা হোশ।
মিঠুয়া চ্যাঁয়
***********চাঁয় ভাষায় ভাদুয়ার কাহীনি***********
**********ভাদুয়াকে ঘ্যার স্যংসার***********
আজসে ৩০ ৪০বচ্ছরকে আগেকে কাথা। ত্যাখনি গাওকে স্যাধারন লোক ব্যাহুত গ্যারিব হ্যাল্যাও। ম্যহাজনসে উধার লেকে চাষ বাস, খানা পিনা ক্যারতে হ্যাল্যাও। ম্যহাজ্যানকে উধার সোধ ক্যারেকে জুন্ন্যে সোনা দানা, জ্যামি স্যাবকুছ হারাকে ন্যায় সোধ হোল্হুয়া। একবেলা খাবেকে জুন্ন্যে সারাদিন ম্যহাজ্যানকে ঘ্যারমে খাট্টেলা হোইক্ । আর চ্যাঁয় জাত হ্যাল্যাও জ্যামিমে খ্যাট্টেকা জম্ । শিক্ষা দিক্ষাকে দিকে কেকরুকে ন্যজর ন্যাই হ্যাল্যাও। অ্যায়সনে এক গ্যারিব অশিক্ষিত্য আদমি হ্যাল্যাও ভাদুয়া।
ভাদুয়াকে বুড়ুহা মা বাপ হ্যাল্যাও, আর পাঁচটা বেটা বেটি হ্যাল্যাও। ভাদুয়াকে ঘ্যার স্যাঙসার আচ্ছা চ্যালতে হ্যাল্যাও। বাড়কা বেটা, ম্যাঝলা বেটা, স্যাপকোই খাট্টাখাটি ক্যারতে হ্যাল্যাও। ওকরাকে স্যাপকোই মাইন দেইক। ভাদুয়কে মা গ্যাল্লি কান্টামে খুটুর মুটুর ক্যারাইক, ব্যাখরি ট্যাখরি চ্যরাবেইক। ভাদুয়াকে বাপ ভুঈমে রাতদিন এক ক্যারিকে ফ্যাসল উবযাইক। আর ঘ্যারকে স্যাপকোই কামকাইজ ক্যারতে যাইক।
এক বচ্ছর প্যার ভাদুয়া দোনটা বেটাকে ধুমধাম ক্যারিকে বিহা দেলক্যাও। ঘ্যারমে দোনটা বহু আগেল্যাও। দো চার ম্যাহিনা ঠিক ঠাক চ্যালতে হ্যাল্যাও। একের প্যার একদিন সাস বহুসে খানাপিনা লেকে ঝ্যগড়া ল্যাগিগেল্যায়। দিনকে প্যার দিন অ্যশান্তি ব্যাহাড়লে যাহাও। ভাদুয়া প্যারিস্থিতি দেখিকে দোনটা বেটাকে জুদ্দা ক্যারিদেলক্যায়। ভাদুয়া ভ্যাবলে যাহাও, কি এত্তাদিনসে শান্তিসে ঘ্যার স্যাংসার ক্যারলি, এক্ক দিন টু ক্যরিকে আবাজ ন্যায় হোলুয়া, অ্যাব ক্যা হোগ্যাল্যায়।
একেরপ্যার একদিন হ্যঠাৎ ক্যারিকে ভাদুয়াকে বাপ ম্যারি গেল্যাও। ভাদুয়া আর ভাদুয়াকে মা ম্যানসে ন্যাই মানিলা প্যারহ্যাও। ভাদুয়াকে মাকে শ্যারিল শোকমে ভাঙিকে প্যাড়ল্যাও। এক ব্যাচ্ছর প্যার ওক্যার মাভি ম্যারিগ্যল্যায়। ভাদুয়াকে ঘ্যার স্যংসার ভাঙিকে চুরমার হোগ্যাল্যায়। বেটাপুত স্যপকোয় ভাদুয়াকে ছোড়িকে চ্যালগ্যাল্যায়।
আগেকে ম্যাত্যান ভুঈমে ফ্যাসলপানি ন্যাই হোইক। ভাদুয়াকে ঘ্যার চ্যালাবেকে খ্যারচা উঠাবেকে হিমসিম খাগেল্যায়। ভাদুয়া ধার ম্যাহাজ্যন ক্যারকে কোনোম্যাতনে চ্যাল্লায়। ঋন ম্যাহাজ্যন ক্যারতে ক্যারতে ভাদুয়া জ্যামি জাগ্হা বেচিকে খালেলক্যায়। আজ বেটাগ্যাল্যাও ভাদুয়াকে ন্যাই দেখ্যাহ্যায়। আ্যাহ্যাব্রি ভাদুয়াকে তিনটা বেটি বিহা দেবেক্যা ম্যাত্যন হোগ্যাল্যায়। বেটিকে বোঝ ভাদুয়া আর ন্যাই স্যাহ্যালক্যা পারল্যায়। দোপ্যাহ্যার রাইতমে বেটিকে চিন্তা ক্যারতে ক্যারতে ভাদুয়া ফাঁসি ল্যাগিকে ম্যারি গেল্যায়।
ভাদুয়াকে এহি অবস্থা দেখক্যার, ভাদুয়াকে মৌগি বুদ্ধি হারা হোগ্যাল্যায়। ভ্যাগবান ন্যাই ক্যারাইক, অ্যায়ম্যতন কেকরুকে ঘ্যারমে হোইক। বেটিমাটি স্যাপকোই কান্নাকাটি ক্যারহ্যাও। ভাদুয়া এক্কেলে এতনাদিনসে ঘ্যারকে বোঝ উঠ্যাল্কুহা। কোনোম্যাতনে ভাদুয়াকে মৌগি ভদুয়াকে কামকৃয়া ক্যারলক্যায়। দোনটা বেটা খানিক দিনকে লিয়ে সাঁথ দেলক্যায়। শ্রাদ্ধ শান্তিকে বাদ দোনটা বেটা ভাগবাটোয়ারা ক্যারিকে অ্যাপ্পন অ্যাপ্পন দোবারা জুদ্দা হোগ্যাল্যায়।
গ্যারিবসে গ্যারিব হোগ্যাল্যায় ভাদুয়াকে প্যরিবার। ঘ্যারমে নুন আনেকে প্যয়সা নিহ্যায়। পেটকে ক্ষিদাকে জ্বালামে বেটিগ্যালা বিছনামে সুতিকে হ্যাও। ভাদুয়াকে মৌগি ভুক্ষা পেটমে ন্যাই খাইকে ম্যাহাজ্যনভিরা চ্যাউল আনে গেল্যায়। হারামখোর ম্যহাজ্যন ভাদুয়াকে মৌগিকে অ্যাইসনে চ্যাউল ন্যাই দেলক্যায়। উপায় নিহ্যায় দেখিকে ভাদুয়াকে মৌগি নিজকে গ্যাহনা ব্যান্ধক রাক্ষিকে চাউল লেক্যাল্যায়। কোনেম্যাতনে দিনদশেক চ্যালগ্যাল্যায়।
অ্যাইস্যান স্যম্যায় বাড়কা বেটির বিহাকে খোঁজ আগ্যাল্যায়। বেটিকে বোঝসে উদ্ধার হোব্যাকে জুন্নে ভাদুয়াকে ব্যাচ্চল ফসলি ভুঈ বেচ্চিকে বাড়কা বেটির বিহা দেদ্যালক্যাও। আর খালি ভিটামাটি ব্যাচ্চিকে হ্যাও। ভাদুয়াকে একমাত্র চিহ্ন ভিটামাটি লেক্যর ভাদুয়াকে মৌগি ম্যান শক্ত ক্যারিকে দোনটা বেটিকে লেক্যার ফিরসে ঘ্যার স্যাংসার শুরু ক্যারল্যায়।
মিঠুয়া চ্যাঁয়
চাঁয় ভাষায় গল্প
***************
************বাঁঝাকে বেঙ***************
***************************************
গোবিন পুরমে অ্যাক রাজা হ্যাল্যাও। রাজাকে এক্খিটা আদ্যারকে বেটি হ্যাল্যায়। রাজাকে রাইজ্যামে অ্যাক বাঁঝাকে ঘ্যার হ্যায়। বাঁঝা রাজপ্র্যাসাদকে সামনে ভুঈমে চাষআবাদ ক্যারাইক। আর বাঁঝাকে মৌগি রজ্ঝি ভুঈমে লাহারি লেক্যার আব্যাইক।
অ্যাকদিন কাহল্হুয়া, বাঁঝাকে মৌগি লাহারি লেকে চ্যালযাহাও অ্যাইস্যান স্যাম্যায় কাঁহাসে অ্যাকটা বেঙ আক্যারকে ল্যাওয়াকে মৌগিকে আঁচ্যালমে গিরি গেল্যায়।
বাঁঝাকে মৌগি ম্যানমে ক্যারাহ্যায়, হ্যাম্মারতে বেটাপুত নিহ্যায় ভ্যাগব্যান ইসলিয়ে ব্যাঙকে হ্যামরাকে ভির পেঠাদেল্যায়। বাঁঝাকে মৌগি বেঙসে ক্যাহ্যায় কি, বেটা ত্যায় অ্যায়লে! চ্যাল হ্যাম্ম্যা তোরাকে তোর বাপসে মিলাদেহি। বেঙ বোলিকে উঠল্যায়, দেহিন হ্যামরাকে লাহারিকে বেকটা দেহিন! আজখিনা হ্যাম্মা বাপুকে ভিরা লাহারি লেকে যাপ।
একেরপ্যার বেঙ লাহারি লেকে পৌছি গেল্যায় বাঁঝাকে ভির। বাঁঝা ভুঈমে চাষ ক্যারাহ্যাও। বেঙ চিল্যাবে ল্যাগল্যায়, বাপু বাপু লাহারি খালে? বাঁঝা ইদিক সিদিক দেখ্যাহ্যায় দেখে ন্যায় পাবেহ্যায়। আধঘ্যন্টা পর দেখে প্যাল্ক্যায়। বাঁঝাতো দেখিকে অব্বাক। একটা বেঙ ওকরাকে বাপু ক্যারিকে ডাক্ক্যাহ্যায়। বাঁঝা বাপু ডাক শুনক্যার খুব্বি খুশি হোল্যায়। অ্যাহ্যাব্রি বাঁঝা লাহারি খাবেলা ব্যাইসল্যাও। বেঙ বাঁঝাকে ক্যাহ্যালক্যায়, বাপু লাহারি খাকে ত্যাই ঘ্যার চ্যালযো, হ্যাম্মা ভুঈ চাষ ক্যারিকে ব্যায়ল্ লেকে ঘ্যার চ্যাল্লাপ।
বাঁঝা: ন্যায়রে বেটা ন্যায়, ত্যায় ন্যায় প্যারবে।
বেঙ: ক্যায়লা ন্যায় প্যারাপ, ত্যায় ঘ্যারজো।
একেরপ্যার বেঙ ভুঈমে চাষ ক্যারতে ল্যাগল্যাও। বেঙ অ্যাকবার ড্যাহিনে ব্যায়লকে উপ্পর লাফমারহ্যাও আর অ্যাকবার বেয়্যাদিক্কে ব্যায়লকে উপ্পর লাফ মারহ্যাও। ব্যায়ল শালা দ্যাড়লে যাহাও। অ্যায়স্যান স্যাামায় রাজাকে বেটি দেখ্যা পাগ্যাল্হুয়া। বিনালোককে ব্যায়ল ভুঈ চাষ ক্যারাহ্যায় দেখিকে সেনাপ্যাতিকে বোলাবে ল্যাগল্যায়। সেনাপ্যাতি দৌড়িকে আগ্যাল্যায়। রাজাকে বেটি ব্যায়লকে দৃশ্য সেনাপ্যাতিকে দেখ্যাব্যাহ্যায়। সেনাপ্যতি দেখ্যাহ্যায় ব্যাইল চুপচাপ খাড়া হোকে হ্যাও। ফিরসে রাজাকে বেটি য্যাখনি দেখ্যাহ্যায় ত্যাখনি বৈল চাষ ক্যারাহ্যাও। আর য্যাখনি সেনাপ্যাতি দেখ্যাহ্যায় ত্যাখনি চাষ ন্যায় ক্যারাহ্যাও। ক্যারণ ওইস্যাম্যায় বেঙ শালা নামিকে বিলমে ঢুক্কি যাইক্ । গুস্সামে রাজাকে বেটি সেনাপ্যতিকে ক্যাহ্যাল্ক্যায়, দোনটা ব্যায়লকে ধ্যারিকে লেকা। রাজাকে বেটিকে বাত শুনক্যার সেনাপ্যতি ব্যায়ল দোনটাকে ধ্যারিকে লেকে চ্যালগ্যাল্যায়। বেচারি বেঙ, ক্যানতে ক্যানতে ঘ্যার আগ্যাল্যায়। বাঁঝা আর বাঁঝার মৌগি বেঙকে বাত শুনক্যার বেহুশ হোগ্যাল্যায়। রাজাকে বেপ্যার, কা হোত্যায় কে জ্যানেহ্যায়। বেঙ দোন্ঝ্যান্যাকে মাথা ঠান্ড রাক্ষ্যেলা ক্যাহ্যাল্যাও।
রাজা বাঁঝাকে ড্যাক্কিকে পেঠ্যাল্হুয়া। বেঙ বাঁঝাকে বোল্যাহ্যাও, রাজাকে ভির বিচ্যার চ্যাহ্যাবে। ক্যায়লা হ্যামরাক্যান ব্যায়ল ধ্যারিকে লেকে গ্যাল্যায়। আস্তাকে পাস্তাকে বাঁঝা গাঁওকে ম্যাড়্যলকে লেকে গ্যাল্যায়।
অ্যাহ্যাব্রি বেঙ ওক্যার মাকে বোলক্যায়, হ্যামরাকে দোনটা চোঙা ব্যানাকে দে। চোঙ লেক্যার বেঙ চুহাকে ঘ্যার যাকে চুহাকে স্যাঙমে লেক্যার রাজাকে ঘ্যার য্যাবেকে জুইন্নে ব্যাহ্যার হোগ্যাল্যায়। বেঙ আর চুহা দোন্ঝানা চোঙ লেক্যার গীত গ্যাইতে গ্যাইতে চল যাহাও।
বোর্লাকে দ্যাল বেঙ আর চুহাকে দেইখিকে বোল্যাহ্যায়, হাঁ হো বেঙ ভ্যাইয়া তোরা চোঙমে কা দেখ্যাইলা প্যাব্যাহ্যান?
বেঙ ক্যাহ্যাল্কায়, সিনামা দেখিহি, তোরা দেইখবে কাহো?
বোর্লা: দেখ্যাপ,ত্যাই হ্যামরাকে দেখ্যাইবে?
বেঙ: দেইখবে তো দৌড়িকে আহিন।
য্যাখনি বেঙ অ্যহি বাত বোল্যাহ্যা, বোর্লাকে দ্যাল যোশমে আক্যার হোঁশ খোদ্যাল্যায় আর চোঙকে ভিত্রিমি ঢুক্কি গেল্যায়। য্যাইসনে বোর্লা চোঙকে ভিত্ত্যার ঢুকল্যাহ্যা, ত্যাইসনে বেঙ খুপ্পি দেক্যার ফোক্কা বনধ্ ক্যারিদেল্যায়।
রাজাকে ঘ্যারকে ভির আক্যার বেঙ চুহাকে বোলক্যায় হিইয়াসে লেক্যার রাজাকে কুর্সিকে নিচ্চেমে খোঁড়। চুহা খোঁড়ি দেল্ক্যায়। আর বেঙ ম্যাট্টিকে ত্যাল ত্যাল যাকে রাজাকে কুর্সিকে নিচ্চেমে পৌহুচ গেল্যায়।
বিচার জব্বর দ্যস্ত চ্যাল্যাহ্যাও। রাজা বোল্যাহ্যায় বাঁঝাকে ব্যাইল অ্যাইসনে অ্যাইসনে ভুইমে হ্যাল ব্যাহি দেহ্যায়। অ্যায়স্যান কৌন ম্যন্ত্র হ্যাও বাঁঝাকে ভির। বাঁঝা ভারি মুশকিলমে প্যড়িগেল্হুয়া। য্যাখনি বাঁঝা বাত বোলত্যায় ঠিক ত্যাখনি, বেঙ বোলিকে উঠল্যায়~ কুরকুর কুরকুর, রাজাকে হোলচুর। আর অ্যহি বাত শুনক্যার সভ্যেকৈ হ্যাসতে ল্যাগল্যাও। কাহাসে আবাজ আবেহ্যায় স্যাবকৈ ধুড়েলা ল্যাগল্যাও। মুন্ত্রি বুঝে পারগ্যাল্যায় আবাজ রাজাকে কুর্সিকে নিচ্চেসে আব্যহ্যাও। মুন্ত্রি রাজকে বোলক্যায়, কুর্সিকে নিচ্চেমে আবাজ আবেহ্যায়। আর য্যাইসি রাজা কুর্সি হ্যাট্যালক্যাহা, ঐসি বেঙ চোঙকে মুখ খুলি দেল্হুয়া। বোর্লাকে দ্যাল স্যাপকে তাড়েলা ল্যাগ্লুহা।
আহ্যাব্রি বেঙ ব্যায়ল লেক্যার ঘ্যার চ্যাল গ্যাল্যায়।
মিঠুয়া চ্যাঁই
*******ক্যাঁথ্যা গুষ্টি ক্যা ইতিহাঁস*******
*******************************************
হ্যাম্ম্যারক্যান ব্যাংশমে ফাগয়াু ম্যড়্যল হ্যাল্যাও। ফাগু ম্যড়্যল বিঘাকে বিঘা ফ্যাস্যল চাষবাস ক্যারাইক। ওক্যার ভুঈমে একট্যায়ও ফ্যাসলকে কৈই ভ্যায়মে ন্যাই ক্ষ্যাতি ক্যারাইক। গাঁকে লোগ ওকরাকে দেখিকে ভিষ্যান ভ্যায় ক্যারাইক। কেকরুকে ব্যাখরি ভুঈমে চ্যাল্লেগেলে, আর য্যাদি ধ্যরাপড়ি যাইক তো ওকরাকে আকাশকে চান দেখাদেত্যায়। রজ্ঝি রাইত্ ক্যারিকে ভুঈ জোগাব্যাইক।
একদিন ক্যাহল্হুয়া, কৈই রাইত ক্যারিকে ভুঈমে অ্যইসনে অ্যাইসনে হাঁট্টাহাট্টি ক্যরাহ্যাও। ফাগুয়কে তো মাথা খারাপ হোগ্যাল্যাও, কৌন শালাকেবেটা ওক্যার ভুঈমে হাট্টাহাট্টি ক্যারাহ্যাও। তেক্যার প্যারেদিন রাইতকে ফাগুয়া বিছনা~ক্যাঁথ্যা, হ্যাইস্যা~লাঠি লেক্যার ভুঈ পাহারা দেব্যাকে লিয়ে চ্যালগ্যাল্যায়। ঘ্যন্ট্যাকে প্যার ঘ্যন্টযা ফাগুয়া জ্যাগিকে হ্যায়, লেকিন কৈই ন্যাই আবেহ্যায়। খানিক ক্ষ্যান প্যার প্যার ফাগুয়া বেড়ি খ্যইলে চ্যালয্যাহাও। অ্যায়স্যান স্যাম্যায় কাঁহাসে অ্যাক আদমি আক্যার ফাগুয়াকে বোল্যাহ্যায়, অ্যকটা বেড়ি দিহ্যানতো হো।
ফাগুয়া অব্বাক হোগ্যাল্যাও। এত্তাটি রাইতমে কে হ্যাক্যাই, যো হ্যাম্মার ভির বেড়ি চাহাব্যহ্যায়। ফাগুয়া বোলিকে উঠল্যায়, ত্যাই কে হ্যাক্যাসরে? কাঁহামে তোর ঘ্যার। লোকটা বোল্ল্যায়, হ্যাম্মা ভুত হ্যাকি। ফাগুয়া চোখ বাড়ক্যা বাড়ক্যা ক্যারি দেল্যাও। আর বোলক্যাও.....
ফাগুয়া: বেড়ি তোরাকে ক্যাইলা দেপ। ত্যাই ভূত হ্যাকাস তো হিইয়ামে ক্যা ক্যারেকে অ্যাইল্যাহ্যান।
ভুত: তোর ভুঈকে শাখ তুল্ল্যাপ।
অ্যাহ্যাব্রি ভূতকে বাত শুনক্যার ফাগুয়া ভুতকে স্যাঙমে ল্যাড়া~ল্যাড়ি ক্যারতে ল্যাগল্যাও। আর বোল্যাহ্যায় শালাকে বেটা শালা, শাখ তোড়বে। গোট্টা রাইত সাধুয়া ভুতকে স্যাঙমে ল্যাড়লে য্যাহাও। ল্যাড়তে ল্যাড়তে ভিয়্যান হোগ্যাল্যায়। ভূত শালা কাঁহামে ভাগি গেল্যাহ্যায়। ফাগুয়াকে গোট্টা ভুঈকে শাখ ওক্যারক্যান ল্যাড়াল্যাড়ি আর গ্যাড়া গ্যাড়িমে বেক্যার হোগ্যাল্যায়।
ঈস্ ল্যজ্জ্যাকে বেপ্যার, হ্যাম্মার ভুঈকে শাখ য্যাই হোগ্যাল্যায়। অ্যহিবাত ভ্যাবতে ভ্যাবতে ফাগুয়া লেপ~কেথ্যা ওড়্হিকে ঘ্যার চ্যাল্লে আব্যাহ্যায়। এত্তা ভিয়ানমে লেপ~ক্যাঁথ্যা ওড়্হ্যাল দেখক্যার গাঁকে ব্যাহু বেটি, চেংড়া পেঙড়া, ভ্যায়মে চিল্লাবে ল্যাগল্যায়। ওগ্গেমাগে ভূত আগ্যাল্যায়। ফাগুয়া বাত ন্যাই বোলিকে, শ্যান শ্যান ক্যারিকে হাঁট্টে চ্যালযাহায়। য্যাখনি ফাগুয়া লেপ~ক্যাঁথ্যা ফেকিকে ঘ্যারমে ঢুকল্যায়, ত্যাখনিসে গাঁকে লোক্কে স্যামনে বেপ্যারটা স্পষ্ট হোগ্যাল্যায়।
আর অ্যহিসে ফাগুয়াকে নাম ক্যাঁথা, আর ওক্যার ব্যাংশকে নাম ক্যাঁথাগুষ্টি প্যাড়ি গ্যাল্যায়। ফাগুয়া হ্যাম্ম্যার চ্যাষতো দাদু হ্যাল্যায়। হ্যাম্ম্যার গ্যার্ব, অ্যাখনিও গাঁকে লোক হ্যামরাকে ক্যাঁথ্যাগুষ্টিসে জ্যান্যাহ্যাও।
মিঠুয়া চ্যাঁই
চাঁয় ভাষায় সঙ্গিত
****************************************
ও দাদি গে.....
দাদি তোর ন্যাতনি কেত্তা আচ্ছা,
এতনা দিনসে ন্যাই ক্যাইল্যাহান সাচ্চা।
রাগি রাগি দেখ্যাহ্যায় ঝ্যায়স্ গে।।
ও দাদি গে.....
দাদি তোর ন্যাতনি ন্যাই বোল্যাহ্যায় বাত,
হ্যাম্ম্যার দুখ ন্যায় দেখ্যাহ্যাও আজ।
ক্যাইসি ক্যারিকে বুঝ্যাব্যাও দাদি গে।।
ও দাদি গে.....
কা ক্যাহ্যাব্যাও দুখকে বাত,
আজখিনা খ্যাইলি ফিক্কা ভাত।
রাগি রাগি দেখ্যাহ্যায় ঝ্যাইস্ গে।।
ক্যাইসি ক্যারিকে বুঝ্যাব্যাও দাদি গে।।।
রাগি রাগি দেখ্যাহ্যায় ঝ্যাইস্ গে।।।
চাঁয় ভাষায় স্বরোচিত কবিতা
স্যাচ্চা ম্যান
**********************************
হে ভ্যগওয়ান, হ্যামরাকে ন্যায় দেলে জ্ঞ্যান।
ক্যার্ম ক্যারলি, শ্যাক্তি ঝ্যারাইলি।
ক্ষেতমে ন্যায় হোল্যাও ধ্যান ।।
হে ভ্যগওয়ান, হ্যামরাকে ন্যায় দেলে জ্ঞ্যান।
ক্ষেতকে উপ্পর ভ্যারস্যা হ্যারাইলি,
শিক্ষ্যালা যাপ অ্যাপ্পন ম্যান ।।
হে ভ্যগওয়ান, হ্যামরাকে ন্যায় দেলে জ্ঞ্যান।
পিয়্যাকে প্যানি ন্যায় স্যারাইলি,
ঘ্যারমে ঢুক্কি গ্যাল্যায় ব্যান ।।
হে ভ্যগওয়ান, হ্যামরাকে ন্যায় দেলে জ্ঞ্যান।
স্যারকারকে রোটি গাঁকে খ্যাবাইলি,
অ্যাপ্পন পেটকে ন্যায় রাইখলি ধিয়্যান।।
হে ভ্যগওয়ান, হ্যামরাকে ন্যায় দেলে জ্ঞ্যান।
গাঁওকে ক্ষতিকে হিসাব স্যরকারকে ধ্যারাইলি,
ল্যাখ্যাইলা ভুলিগ্যালি হ্যাম্ম্যার নিজক্যান ।।
মিঠুয়া চ্যাঁই
চাঁয় ভাষায় নাপিতের কাহীনি দ্বিতীয় খন্ড
************************************
ল্যাওয়াক্যান গ্যাওকে শ্যাষ মাথ্যামে সাধুয়াকে ঘ্যার হ্যাল্যাও। সাধুয়া ল্যাওয়াকে কাক্কা কাক্কা বোলাব্যাইক। সাধুয়া য্যাখনি ত্যাখনি স্যাইঝকেবেলা ল্যাওয়াকে ভিরা খ্যাইনি খাবেলা অ্যায়বে ক্যারত্যাও। অ্যাকদিন সাধুয়া ভিহানবেলা ল্যাওয়াকে ঘ্যার অ্যাল্যাহা। ল্যাওয়াকে অ্যঙনামে গ্যাইট বান্যাহ্যাল দ্যাড়ি দেখক্যার সাধুয়া অব্বাক হোগ্যাল্হুয়া। আর ম্যানমে ভাবেহ্যাও ল্যাওয়া এত্তা সুন্দ্যার দ্যাড়ি এত্তাটিন কাহামে পাগ্যাল্যাও। হ্যাম্মা আজখিনা য্যাইনবে ক্যারাপ।
খানিকক্ষ্যন পর্ ল্যাওয়া ঝাড়া ফিরিকে ঘ্যার অ্যাল্যায়। ল্যাওয়াকে দেখিকে সাধুয়া বোলিকে উঠল্যায়...কাক্কা এতনাটি এত্তা সুন্দ্যার সুন্দ্যার দ্যাড়ি কাহামে প্যাইলে হো।।
ল্যাওয়া: অ্যাইটি দ্যাড়ি দেখক্যা তোর মাথ্যা খারাপ হোগ্যালাও কারে। হ্যাম্মাতো দ্যড়িকে পাহাড় দেখিকে অ্যলিহ্যা।
সাধুয়া: ঠিক্কি নাকি হো? তো হ্যামরাকে লেকেচ্যাল। হ্যামরাকে ত্যাান্টি ম্যান্টি দ্যাড়িকে দ্যারকার হ্যাও।
ল্যাওয়া: ন্যাই, ত্যাই ন্যায়য্যাইবেলা প্যারবে? ব্যাহুত রিস্ককে ব্যাপার হ্যাও।
দ্যাড়িকে লোভমে সাধুয়া বোল্যাহ্যাও: কা হোত্যাও হো, ত্যাই হামরাকে অ্যাকবার লেকে চ্যালতো। বাদমে দেখ্যা য্যাতাও
ল্যাওয়া: দেখ্ ভ্যাতিজা বাদমে হ্যাম্মার দোষ্ ন্যায়দেব্যাতুন।
সাধুয়া: ক্যাইলা দোষ দেব্যাও তোরাকে, অ্যাগে লেকে চ্যালতো।
ল্যাওয়া: আজখিনা ন্যায় য্যাব্যাও। ক্যাল যাপ,
সাধুয়া: আচ্ছা ঠিক হ্যায় ত্যাবে, হম্মা ক্যালখিনা ভিহানে চল্লাপ।
চ্যাপ্পর রাত সাধুয়া দ্যাড়িকে ক্যাথা ভ্যাবলে য্যাহাও, ভোররাইতমে সাধুয়া সুতিকে উঠল্যাহা। আর বোকচা বাকচি বান্হিকে ল্যাওয়াকে ঘ্যার্ আগ্যাল্হুয়া।
সাধুয়া: কাক্কাহো চ্যাল, হ্যাম্মা তৈয়্যার হোকে আগেল্হি।
ল্যাওয়া চুল দাড়্হি ক্যাট্ট্যাকে যন্ত্রপাত্তি লেক্যার ঘ্যারসে বারহাগেল্যাও।
ল্যাওয়া: চ্যাল ত্যাবে
দোনো কাক্কা ভ্যাতিজা হ্যাট্টে ল্যাগল্যাও। য্যাইতে য্যাইতে বিকাল হোগ্যালাও। এত্তাদুর হ্যাটতে হ্যাটতে দোনোঝ্যানা থক্কি গ্যাল্হুয়া।
সাধুয়া: আর কেত্তাদুর হ্যাওহো কাক্কা? আর হ্যাট্টেলা ন্যায় পারহি হো।
ল্যাওয়া: হ্যাম্মাতো তোরাকে বোললিহ্যা ত্যাই ন্যায় প্যারবে। অ্যাখ্নি ঘন্টাখানেক ল্যাগত্যায়।
সাধুয়া: অ্যাজ্ঝিনা গাছকে তল্লেমে ব্যাইসহো কাক্কা, ত্যান্টি আরাম ক্যার।
সাধুয়াকে ক্যাথা শুনিকে ল্যাওয়া অ্যাক ব্যাড়কা গাছকে নিচ্চেমে দোন্ঝানা ব্যাইসলাও। খানিকক্ষ্যানকে ভিত্রিেমে ল্যাওয়কে ঘুম আগ্যাল্হুয়া। আরব্যাচারি সাধুয়া ইদ্ধ্যার উদ্ধ্যার দেখ্যাহ্যাও দ্যাড়ি কাহামে হ্যাও,
অ্যাহ্যাব্রি ব্যানকে ভিত্তরসে বাঘ মানুষ গন্ধ্য পাগ্যাল্হুয়া। ইন্হিস্যাম্যায়মে সাধুয়া দেখ্যাহ্যাও ওক্যারক্যান ভির্হিমে অ্যাকটা বাঘ চল্লেআব্যাহ্যাও। সাধুয়া ভ্যয়মে ল্যাওয়াকে উ্ঠাব্যাহ্যায়..
সাধুয়া: কাক্কাহো, দৌড়িকে উঠহো কাক্কা। ওগ্গেবাপরে হ্যাম্মারক্যান জান গেল্যায়হো, ত্যায় হ্যামরাকে কাহামে লেকে অ্যায়ল্যাহ্যানহো কাক্কা!!!
ঝটপঠ ক্যারিকে ল্যাওয়া উঠল্যাহ্যা।
ল্যাওয়া: ক্যা হোল্যায়রে, ক্যা হোল্যায়রে, কাহামে বাঘ হ্যাওরে??
ল্যাওয়া দেখ্যাহ্যায় বাঘতো ওক্যারভিরা চল্লল্যেল্হুয়া, আর শ্যালা সাধুয়া কাহামে ভাগিগ্যাল্হুয়া। ল্যাওয়া কিক্যারত্যায় ন্যায় ক্যারত্যায়, বুদ্ধ্যি ন্যায় প্যাব্যাহ্যায়। ভ্যাবতে ভ্যাবতে চ্যাল্লাক ল্যাওয়া ঝোলাসে আরসি ব্যাহ্যার ক্যারিকে বাঘকে স্যামনে রাক্ষি দেলক্যাও। আর বোলিকে উঠল্যাও...
ল্যাওয়া: অ্যাক শালাকে ধ্যারিকে রাখলিহ্যা, আরঅ্যাক শালাকে পাগ্যালহুয়্যা।
ল্যাওয়াকে অ্যহিবাত শুনক্যার বাঘ রুখ গ্যাল্যাই, বাঘ আরসিমে নিজকে রূপদেখক্যার ম্যানমে ভ্যাব্যাহ্যাও আস্যালেতো শ্যালা হ্যামরাকেও ধ্যারিল্যাত্যাও, অ্যহিভাবিকে বাঘ হুইয়েশে দৌড়িকে ভাগি গ্যাল্যই।
সাধুয়া দৌড়তে দৌড়তে ল্যাওয়াকে ভিরা অ্যাক্যার বোল্যাহ্যাও...ঘর চ্যালহো কাক্কা, হ্যম্মা আর দ্যড়ি ন্যায় লেব্যাও হো।।
ল্যাওয়া : বাড়কা নিশ্বাস ছোড়ক্যার বোল্লাও~ ক্যাইলা? অ্যার দ্যাড়ি ন্যায় লেবে?? ত্যাইতো ঘ্যারমে খুুব্বি বোল্ল্যাহ্যান দ্যাড়ি লেপ। চ্যাল আজখিনা তোরাকে দ্যড়িকে পাহাড় দিখাপ।
সাধুয়া: হ্যাম্মা আর দ্যড়িকে পাহাড় ন্যাই দেখ্যাপ্ হো, হ্যম্মাকে অ্যাহাব্রি ঘর লেকে চ্যাল হো।।
ল্যাওয়া: রাইত হোগেল্হুয়্যা, আজখিনা অ্যজ্ঝিনা সুতিজো। ভিয়ানমে দ্যাড়ি লেক্যার ঘ্যার যাপ।
সাধুয়া: আস্তাকে পাস্তাকে ক্যহ্যালাও, নিচ্চেমে ন্যাই, গাছকে উপ্পরমে সুত্যাপ।
দোন্ঝন্যায় গাছকে উপ্পর সুতিগ্যাল্যাই। রাইত যেত্তা ব্যাড়হ্যাও ওত্নাটিন ভ্যায় হোহ্যায় সাধুয়াকে ভিত্রিমে। ম্যানুষ গ্যান্ধ্য পাক্যার বাঘ আশপাশ গ্যার্জন ক্যারাহ্যাও। ব্যানকে জ্যান্তুজানোয়ার ভ্যায়াঙ্কর আবাজ ক্যারহ্যাও। বাঁদরকে লাফানিসে সাধুয়া গাছসে আচ্ছাড় খাকে গিরিগ্যাল্যায়। অ্যাহাব্রি সাধুয়াকে মুখ্সে আবাজ ব্যাহার ন্যাই অ্যাবেহ্যায়।
তেক্যারপ্যার ল্যাওয়া, সাধুয়াকে অ্যাবস্থ্যা দেইখক্যার ঘ্যারকে ঘাঁটা ধ্যারল্যাও।
মিঠুয়া চ্যাঁই