Thursday, October 3, 2019

অমৃত বাণী

অমৃত বচন : বিজয় কুমার সরকার

তুমি কখন প্রকৃত ধনী?
টাকাতেই শুধু মানুষ জীবনে ধনী হয় না। সরলতা, মায়া-মমতা, ভালবাসা, বন্ধুত্ব, আত্মীয়তা, পরিবার (বাবা-মা-ভাই-বোন, বৌদি ইত্যাদি) - এসব মিলেই আমাদের জীবন পরিপূর্ণ হয়॥

ভারতবাসীর মনস্তত্বের DNAতে আছে ধর্ম (ধারাণাদ্ধর্ম ইত্যাহু:ধর্মো ধারয়তে)।বস্তুবাদ,শ্রেণীসংগ্রাম,গুপ্ত সংখালঘুভোট-লোভ তা বুঝবে না।

কিছুজন আমাকে পাগল বলে,অপমান করে,উপহাস-হাসাহাসি করে।আমার বিবেক শুধু দেখবে,আমি আইনী-নৈতিক সঠিক পথে চলছি কি না।ঘেউ ঘেউ-এ কি যায় আসে!

টাকাকে চাকর করুন। আপনার টাকা আপনাকে,আপনজনকে, পরিচিতকে, দুঃস্থ অনাত্মীয়কে যেন সেবা করে। আপনি যেন আবার টাকার চাকর না হয়ে বসেন।

মানুষ খুব ধার্মিক! তবে স্বার্থপরতা,মানুষ-জীব-গাছের প্রতি উদাসীনতা, নারী-নির্যাতন-ধর্ষণ,দুর্নীতি বাড়ছে কেন,লালু-চিদম্বরম জেলে কেন?

ধর্মপালনে আপনার কৃতকর্ম লোকে দেখতে পেলে ওটা প্রকৃত ধর্ম নয়, show।মনের প্রার্থনা,জীবসেবা-উপকার করা,কারো ক্ষতি/ঘৃণা না করা ধর্ম

হিন্দু পুণ্যার্থী, রামায়ন-মহাভারত-গীতা কিনুন,প্রতিদিন সকালে পড়ুন,হিন্দু ধর্ম-দৃষ্টিভঙ্গি কি বুঝুন,জীবসেবা করুন।তারপর মন্দিরে যান।

টিউশনির পথে ছাত্রছাত্রীরা!বাড়ি ফিরে যাও।বই কেন,সকাল,বিকেল, সন্ধ্যে- অন্ততঃ দুঘন্টা করে পড়॥ জ্ঞান থাকলে তোমাকে কেউ আটকাতে পারবেনা।

বিয়ে করে সুখ-সাফল্য চাও?শুধু চেহারা,প্রাপ্তি না দেখে ১-৩বছরের ছোট/বড়,তোমার চেয়ে বেশি বুদ্ধিমান মেয়েকে বিয়ে কর। তাকে সম্মান দাও।

ছেলেমেয়ে পড়ছে না।টাকা আছে?বাপ-মার পছন্দের বই কিনুন। টিভি-আড্ডা X. সন্তানের পড়ার সময়ে ভালো না লাগলেও বাপমা যতটুকু সময় সম্ভব পড়ুন।

নেতা হবে? আগে সৎভাবে মোটামুটি উপার্জন কর।কর্মী হও;নিঃস্বার্থভাবে দলমতনির্বিশেষে জনগণকে সাহায্য কর।দল করে কামাবে?২ নম্বরী নেতা ধর।

No comments:

Post a Comment