Thursday, January 16, 2020

চাঁই সা‌হিত্য সভা

চাঁই ভাষার প্রচার ও প্রসা‌রে "চাঁই স‌ম্মেল‌ন" খুব গুরত্বপূর্ন ভূ‌মিকা পালন ক‌রে‌ছে। চাঁই সা‌হিত্য সভা আয়ো‌জিত গতবছর অক্টোব‌রে কৃষ্ণপুরে, নভ‌ম্বে‌রে রামনগ‌রে ও গোলাপগ‌ঞ্জে চাঁই ভাষায় সাংস্কৃ‌তিক অনুষ্ঠান অনুষ্ঠিত হ‌য়ে‌ছে। চাঁই মহল্লায় ব্যপক সাড়া প‌ড়ে‌ছে। দি‌কে দি‌কে চাঁই ভাষা অ্যাকা‌ডেমীর দাবী জোরদার হ‌য়ে‌ছে।
চাঁই ভাষায় গান ভাষা সাহিত্যের বিকাশে সহায়ক ভূমিকা পালন করছে। 
চাঁই সাহিত্য সভা পরিচালিত চাঁই ভাষায় অনুষ্ঠান লোক সঙ্গীত, বাউল, গীত ও আধুনিক সঙ্গীতকে চাঁই ভাষায় অনূদিত করে ব্যাপক সাড়া ফেলেছে।
সকল চাঁই জনগণের কাছে আবেদন, আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে নিজ মাতৃ ভাষাকে তুলে ধরি। আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য আমাদেরকেই তুলে ধরতে হবে।






























No comments:

Post a Comment