গত ২৯শে অক্টোবর, বৃহস্পতিবার, ২০২০ বেলা ১০টা থেকে রাজা রামমোহন রায় স্মৃতি (R) বিদ্যাপীঠ (বুড়িকালী থান, গোলাপগঞ্জ, মালদহ) প্রাঙ্গনে ৯ম চাঁই ভাষা দিবস পালন করা হল। অতি বিপন্ন, প্রায় হারিয়ে-যেতে- বসা চাঁই ভাষার সংরক্ষণ, চর্চা, প্রচার ও প্রসারই চাঁই সাহিত্য সভার মুখ্য উদ্দেশ্য।
চাঁই সাহিত্য সভার সভাপতি মাননীয় অধ্যাপক ড. বিজয় কুমার সরকার মহাশয় জানিয়েছেন যে, চাঁই ভাষা-সংস্কৃতি ও বাস্তুদেবতা 'গোসাঁই' চাঁই সম্প্রদায়ের সবচেয়ে উল্লেখযোগ্য সামাজিক বৈশিষ্ট্য। চাঁই সমাজের এ দুটিই স্বকীয় ও অপরিহার্য সাংস্কৃতিক বিশেষত্ব আজ বৃহত্তর ভাষা-সাহিত্য-সংস্কৃতির প্রাত্যহিক ও প্রাতিষ্ঠিনিক প্রবল চাপে পড়ে অবলুপ্ত হতে চলেছে ; অথচ ভারতীয় সংবিধানে পশ্চিমবঙ্গের চাঁই সম্প্রদায় Scheduled Caste হিসাবে সুস্পষ্টভাবে উল্লিখিত আছে। কাজেই আমরা তো আর চাঁই ভাষা-সাহিত্য-সংস্কৃতি না-জানা, চর্চা না-করা, নামসর্বস্ব, কাগুজে চাঁই হতে পারি না।
সংস্কৃত ভাষায় লেখা বৈদিক সাহিত্য বর্তমানে বিদ্যমান আছে বলেই অন্ততঃ ২৫০০ বছর আগে অবলুপ্ত আর্যদের কথা আমরা জানতে পারি ও সারা দেশে সংস্কৃত ভাষাসাহিত্যের চর্চা আজও পূর্ণোদ্যমে হয়ে থাকে। কাজেই অনুরূপ ভাবে চাঁই ভাষায় সাহিত্য-সংস্কৃতি সৃষ্টি ও লিখিত আকারে প্রকাশের মাধ্যমেই ভবিষ্যতে ভারতীয় উপমহাদেশ তথা পৃথিবীতে চাঁই জাতিকে অমর করে রাখতে চাঁই সাহিত্য সভা বদ্ধপরিকর।
চাঁই ভাষা দিবস পালন অনুষ্ঠানে শত শত চাঁই সমাজের মানুষ চাঁই ভাষায় কবিতা আবৃত্তি, স্বরচিত ছোট গল্প/প্রবন্ধ,
চাঁই ভাষায় নাচগান ও নাটক পরিবেশিত করেছেন।
চাঁই সাহিত্য সভার এই মহতী উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়েছেন অধ্যাপক অসিত মণ্ডল, গৌরাঙ্গ মণ্ডল (District Convener of Chain Sahitya Sabha), কৃষ্ণ মণ্ডল ও আরও অনেকে।
উদ্যোক্তাগণের নাম:
চাঁই সাহিত্য সভার সভাপতি ড. বিজয় কুমার সরকার, বরুণ মণ্ডল (সমন্বয়ক)
https://www.facebook.com/groups/1076729595858076/permalink/1423919564472409/
No comments:
Post a Comment