অচ্ছ্যাৎ = আতপ চাল
অ্য
অ্যাইনা: দর্পণ
অ্যাউকাত: সামর্থ্য, আর্থিক ক্ষমতা
অ্যাউজার: উপকরণ, হাতিয়ার
অ্যাংশ: ভাগ, খণ্ড
অ্যাকচ্যাক: আশ্চর্য
অ্যাকচি-ওকচি: পরনিন্দা
অ্যাভ্যাদ্র্য: অভদ্র, অশিষ্ট
অ্যাভনী-গ্যাভনী: মনে সঞ্চিত রাগের অভিব্যক্তি অ্যাভ্যায় : নির্ভয় , বিপদে না পড়ার বা শাস্তি না দেওয়ার আশ্বাস।
অ্যাভাগ: দুর্ভাগ্য
অ্যাভাব: অভাব
অ্যাভাস: আভাস, লক্ষণ
অ্যাভিজ্ঞ: অভিজ্ঞ
অ্যাভিন্যানদ্যান: অভিনন্দন
অ্যাভিন্যায়: অভিনয়
অ্যাভিমান: অভিমান, অহঙ্কার
অ্যাকাম: অনুচিত কাজ, ক্ষতি,
অ্যাকাল: দূস্কাল , দুর্ভিক্ষ , অসময়
অ্যাকাশ: আকাশ, আকাশ
অ্যাক্যাল্লে: একা
অ্যাক্ক্যাল: বুদ্ধি
অ্যাঙ্কুর : অঙ্কুর,
অ্যাকুল: চিন্তিত, ব্যাকুল, ঘাবড়ানো
অ্যাঁকশি: আঁকশি, ফুল-ফল পাড়ার জন্য ছোট অঙ্কুশযুক্ত লাঠি,
অ্যাক্কা-চ্যাক্কা: চকিত, বিস্মিত,
অ্যাক্খ্যাড়: স্পষ্টবক্তা, কর্কশভাষী,
অ্যাখনি: এখন, অ্যাখড়া: আড্ডা, বিশেষতঃ জুয়া খেলা, কুস্তি ইত্যাদির জন্য,
আঁখ:চোখ,
আগিন:আগুন,
অ্যাগ্যাত্যা: অনন্যোপায়,
অ্যাগাধ:অগাধ,
অ্যাগড়ম-ব্যাগড়ম: বিনা কাজের বস্তু,
অ্যাগ্যাম : দুর্গম,
অ্যাগ্যাল-ব্যাগ্যাল: আশপাশে,
অ্যাগলা: fl
অ্যাগে: অসম্মানজনক সম্বোধন (বিশেষতঃ মহিলাদের ক্ষেত্রে),
অ্যাগুয়া: মুখিয়া,
অ্যাগ্রিম: আগে
অ্যাঘ্যান:অগ্রহায়ণ
অ্যাথাহ: অগাধ,
আদ্যার: আদর,
অ্যাবোধ: ¢eh¡Ñd
অ্যারজ্যাল: অর্জিত,
অ্যাঁউঠি = আঙঠি
আঁউরি = আঙুল
অ্যাপ্পান = আপন
অ্যালতা = আলতা
আগিন = আগুন
অ্যাক্কালে = একা
অ্যাখনি = এখন
অ্যাল্প = অল্প
অ্যাঠিয়া = আঁঠি
অ্যাখনি = এখন
আ
আরশি: দর্পণ
আসমান: আকাশ,
আঁকির = দাগটানা
আইল = জমির আল
আইজখিনা = আজকে
আঁট =বাহার দেখানো
আদাছিয়া = এলোমেলো ভাবে
আধ্যাআধ্যি= অর্ধেক অর্ধেক
আন = নিয়ে আসো
আড়িহা = আড়াই,
আইঙনা = আঙ্গিনা,
ই
ইল্ল্যত = নোংরা
ইধ্যার = এদিকে
ইনারা = কুয়ো / ইঁদারা
ইত্যর = ইতর লোক
ঈ
ঈধরি = এদিকে
উ উড়্যোল = এক প্রকারের মাছ উধ্যার = ওদিকে উঠাকে = উঠিয়ে উন্ন্যতি = উন্নতি
ঊ ঊশখুশ = দোটানা ভাব
এ এক্যার =এর এড়াঁ = বদ স্বভাবের
ঐ
ঐঠো/ ওহাটা = ওটা ঐশ্নি /ঐশি = এমনি
ও ওক্যারক্যান = ওদের ওক্যার = ওর্ ওহা = ঐ ওক্যার =ওর ওক্যাস্কে = ওদের ওলহা = শস্য পুড়িয়ে খাওয়া ওঠঠিনা = ওখানে ওইঠো = ওটা ওখরা =ধানের খই ও গুড় দিয়ে তৈরী খাদ্য
ওসরাল= আরশোলা
ওসরা: বারান্দা
ঔ=ঔ
ঔষ্যদ =ঔষধ ঔক্যত = ক্ষমতা
ক
কা = কি
ক্যাওয়া = কাক
কাহি = কফ
কোখ = পেট
কোড়িহা = কুঁড়ে বা অলস
কোখড়া =কাঁকড়া
ক্যাঠুয়া = গাঢ়
ক্যাদ্দু = কদু
ক্যারিয়া =কালো
ক্যালা= কেন
ক্যাখনি =কখন
ক্যাঁচ্চা =কাঁচা
কোঁঁহোড়া = কুমড়া ক্যাদিমা = মিষ্টি কুমড়া ক্যাবাট = দরজা ক্যাদুয়া = লাউ কারিয়া = কালো কুঢ়া কেলা = কলা কোনিহা কনুই ক্যাট্ঠা = চাল মাপার যন্ত্র ক্যান্টা = পেরেক
খ
খ্যাকার = কফ ফেলা খোইচা = কাপড়কে থলে বানানো খাচ্চ্যর = বদমাশ ধরনের লোক খ্যল = খল লোক খিনিসমিনিস = অসন্তুষ্ট খোইলপা = মাটির হাড়ির ভাঙা খোলা খোলা = মুড়ি ভাজার মাটির পাত্র খ্যালিয়ান = ফসল তোলার জায়গা খোইলসা = খলসে মাছ খোপ্পা = মেয়েদের খোপা
খিঁচ =কাদা খুচ = পা দিয়ে মাড়াও
গ গাছা = প্রদীপদানি গ্যাল্লি =গলি গিল্লা = নরম / বদনাম গিধনি = গালি বিশেষ / শকুনপাখি গ্যালাশিয়া = গোরু/ছাগলের গলার দড়ি গ্যহ্যম= গম শস্য গ্যরম = গরম গ্যল্লা = গলা গ্যড়িহ্যা =পুকুর
গোব্যার = গবর গোসা = রাগ গ্যার্ত = গর্ত গ্যাতার = শরীর গাজন = নিন্মচাপের বৃষ্টি / ধর্মীয় নৃত্য গাহাক = ফেরিওয়ালা গ্যাহ্যানা = গয়না গ্যান্ধ = গন্ধ গিরাস = মালিক গির্র্যাল = পড়ে থাকা গেরাম = গ্রাম গিদ্যার = শেয়াল গ্যাল্প = গল্প গীত = গান
গ্যাদ্ধা--গাধা গ্যাদগ্যাদিয়া--গদগদ গাঁ--গ্ৰাম গাঢ়--ঘন গাড্ঢা = গর্ত গ্যাদ্দি--এক ধরনের খেলা বিশেষ। গ্যাছুয়া--গেছো গ্যাড়গ্যাড়িয়া--সাবলীল গ্যাড়ি--গাড়ি গিল্লা--ভেজা গিজগিজ--অগণিত গিরহা--গিঁট গির ্যাল--পড়ে থাকা। গিরিহি--পড়ে যাচ্ছি গিট্ঠি = পাথরের টুকরো গৈঠা = চিপরি ঘুটো গোড়হা = মোটা আকারের ঘুটো গুড্ডি = ঘুড়ি গিরথাইন---মালকিন
গিলেপ = চাদর
গ
গোব্যার = গবর গোসা = রাগ গ্যার্ত = গর্ত গ্যাতার = শরীর গাজন = নিন্মচাপের বৃষ্টি / ধর্মীয় নৃত্য গাহাক = ফেরিওয়ালা গ্যাহ্যানা = গয়না গ্যান্ধ = গন্ধ গিরাস = মালিক গির্র্যাল = পড়ে থাকা গেরাম = গ্রাম গিদ্যার = শেয়াল গ্যাল্প = গল্প গীত = গান
ঘ
ঘোঙা =শামুক ঘোচা = কোনো কিছু দিয়ে আঘাত করা ঘিন্না = ঘৃণা ঘিনাহি = নোংরা ঘিনঘিনিয়া =নোংরা ঘিস্টাকে = হিঁচড়ে ঘ্যন্টা = পাঁচ ত্যরকারি / সময়ের ঘন্টা ঘুমটি = যেখান থাকে রাস্তা ভাগ হয় ঘ্যড়ি = ঘড়ি ঘ্যড়িয়াল= ছোট কুমির
ঘ্যার--ঘর ঘিসিয়া--টানা ঘিঘিয়া--নাছোড়/ধর পাকোড় ঘ্যাস্সি--ঘসে ঘাপটি--ওত্ পেতে ঘ্যাবড়া--হতচকিত ঘ্যাম্মি--ঘেমে ঘিরা--ঝিঙের মত সবজি বিশেষ। ঘিরনি---ডাল ঘুটনা ঘ্যারামু ---ঘরামি ঘ্যারেলু--- ঘরের তৈরী ঘুপচি---আঁটোসাটো জায়গা ঘুন্টি------ঘুমটি
ঘানি = বিশেষ মাপকাঠি ঘাগু = চালাক ঘুগ্গা = ঘুমটা ঘাপটি = লুকিয়ে
চ্য=চ চ্যঅ্য =চলো চইচই = হাঁস ডাকার শব্দ চ্যঙারী = বাঁশের বাতার তৈরি ঝুড়ি চ্যট্টি = চট (বস্তা) চোঙ/চোঙা = দুধ মাপার বাঁশের মগ চ্যাটঠা = মুখরোচক খাবার চ্যান্না = চালুনী চান = চন্দ্র চেপ্টাচেপ্টি = চ্যাপ্টা চ্যাপকে = চেপে যাওয়া চ্যামাড়িয়া = চামার ,কারো সন্তান হলে ঘরে ঘরে যায় চ্যর = চর চোরনি = মেয়ে চোর চালি = ঘরের চালা বারান্দা চ্যাষাড়িয়া =চাষাড়ে চোষ = চুষে খাওয়া চ্যহ্যড়কে = চড়ে চ্যাংড়া = জোয়ান ছেলে চিল্লাকে = চেঁচিয়ে চিলমিলি =প্লাস্টিকের ব্যাগ চিটা = ভ্যাপসা ধরে রং পাল্টে যাওয়া চিওর = বিছা চুলহা = উনানে চুর্য়্যন = মারা ,আঘাত করা চুলচুল = কোনো কিছুর জন্য অস্থির চ্যুপ = চুপ চাটকে = চেটে
চ্যাঁই = চাঁই চুক্কা–মাটির কলস চুনা––চুন চৌকা---চর্তুভুজ চ্যাট্টা-–পলেস্তারা চোপ্পা--চেহারা। চেপটা––চ্যাপ্টা চোঠ্ঠা = বদমায়েশ চ্যাট্ঠা = মুখরোচক খাবার চ্যেঙড়া = যুবক চ্যাঙরা = বাঁশের চোঁচ দিয়ে তৈরি পাত্র চোঁচ = ছাল/ ছিলকা চিমঠি = নখের খোঁচা / চিমটি চিল্লাব্যাহ্যাই = চিৎকার করা চ্যাট্টি = পাটজাত মাদুর চ্যারখ্যা = চরখা চ্যাল্লাক = চালাক চকমক = উজ্জ্বল চ্যাক্যার ম্যাক্যার = এদিক ওদিক তাকানো চুলহা = উনুন
চিকনা = পরিস্কার চিত = উপুর হয়ে চিক্যান = সুগঠিও ও সুন্দর চিপ্পুস= কৃপণ
ছ্য =ছ ছ্যাউড়ি = মেয়ে ছ্যাকনা = ছাকনা ছেঁচড়া /ছেঁচড়ি = স্বার্থপর ছেচ্যা = জল সেচন ক রা ছেচকি = ছেন্নি ছাত =ছাদ ছ্যবি = ছবি ছিল্যা = ছিলে নেওয়া ছিনার = নষ্টা ছুপ = লুকানো ছিটাকে = ছড়িয়ে ছিমড়ি = মটর ফল ছুঁয়া = অপরিষ্কার ছুঁচা = ছুঁচো ছিড়্যাল = ছেঁড়া ছুচকি = এদিক ওদিক চলাফেরা ছ্যাট্টা––তাক ছ্যাপছ্যাপ––জলে হাঁটার শব্দ। ছ্যাঁইয়া–―ছায়া। ছৌঁকা––ডাল সবজি গরম তেলে দেওয়া। ছ্যান্ ছ্যান্––দ্রতগতি। ছ্যামকি––সাজুনি/অহংকারী। ছ্যাক্কা––ছয়। ছেচড়া--–মিশানো সবজি। ছ্যাপ্প্যান-হাজারি––নানা রকম কথা বলা। ছেবলা––ধূর্ত/বাচাল। ছাপ––চিহ্ন। ছ্যামছ্যাম––নূপুরের ধ্বনি। ছেনা––ফুটো। ছ্যান্ছা = উঠোন ছ্যাপ্প্যার খাট = খাট ছ্যাদাঁ = ফুঁটো করা ছ্যাপরা = টিনের চালা ছ্যাপ্পান্ন = ছাপান্ন ছ্যাউড়া = ছেলে ছ্যান ছ্যান = গরম তেলে জল পড়লে যে শব্দ ছোকড়া = পুরুষের নারী সাজ
ঝ
ঝিঙ্গা = ঝিঙে ঝ্যাঝরি = মুড়ি ভাজার ফুটো খোলা ঝাট = ঝাড় দেওয়া ঝ্যাউ = ঝাউ গাছ ঝ্যান্ডা = ঝান্ডা ঝাঁপ = দরজা / কানে না শোনা ঝিনাই = ঝিনুক ঝুপ = ডুব দেওয়া ঝুঁক = ঝুঁকে যাওয়া ঝুট্টা = মিথ্যা ঝোর = ঝোল ঝুল্লু = দোলনা ঝুনু =পুরুষ লিঙ্গ ঝুল = ঝোঁক /নোংরা ঝোলা = থলে ঝ্যড় = ঝড় ঝ্যাপসা = ঝাপসা ঝ্যগড়া = ঝগড়া ঝাড়কে =ঝেড়ে ঝ্যাকড়া =ঝাঁকড়া জোস = উৎসাহ দেওয়া
ঝোড় = জঙ্গল ঝোর = ঝোল ঝোড়ি = ঝড়ে পড়া ঝুড় = ঝুড়ে ফেলা / কেটে ফেলা ঝুক্যাল = ঝুঁকে থাকা
বোরা = চটের বস্তা
ঝাঁঝ্যাল = ঝাজ যুক্ত ঝাকাস = বৃষ্টসহ তীব্র ঝড় ঝ্যাটিকে = গুছিয়ে ঝ্যাটপ্যাট = তারাতারি ঝ্যামঝ্যাম = ঝমঝম ঝকমারি = তোয়াক্কা না করা ঝ্যাকম্যাক = জ্বলজ্বল
জ
জ্যগ = জগ জ্যট= জট জ্যান্তা = জাঁতা জ্যল = জল জ্যং = জঙ জ্যমি = জমি জ্যবড়ি = ছেয়ে আছে জ্যহ্যর = খুব নুন হয়ে যাওয়া জুঠঠা = এঠো জুত্তা = জুতো জুদ্দা = ভিন্ন /আলাদা জুন্ন্যে = জন্যে জুম =পোঁছে যাওয়া জিম্ম্যা = দায়ভার জিল্পি = জিলাপি জ্যিন = জিন , প্রেত জ্যীব্যন = জীবন জিন্দা = জ্যান্ত জিব্ভা = জিভ জ্যান্তু = জন্তু জ্যারুয়া = একধরনের গালিগালাজ জ্যর = পুড়ে যাওয়া জ্বালহ্যায় = জ্বলছে জ্যাগ্যাল = জাগ্রত জান = জীবন জি = শরীরের ভেতর জ্যাষ্টি বা জেঠ = জৈষ্ঠ জিয়্যাল = জিয়ল জ্যাব্দ = জব্দ জ্যানাহ্যা = জানা জ্যাবান = কথা দেওয়া
অ্যাইলে = এলে জাড় = ঠান্ডা
ট ট্যমাট্যার = টমেটো টেউ = গোয়েন্দাগিরি ট্যক =টক টেঙ = পা টোকরি = ঝুড়ি ট্যাট্টি = বেড়া টিপ্পি = কাচের গুলি টিসটিস = এক প্রকার ব্যথা টিপটিপিয়া = ধীরগতি সম্পন্ন টিকলি = কপালের টিপ টিল্লি = ছোট মুরগি টিটকারি = নিন্দা টেপি =ট্যাপসা টুক =তাড়াতাড়ি টেংরি =পায়ের অংশ টুকলি = লুকোচুরি
ঠ
ঠ্যক = ঠগ ঠেটা = গোঁয়ার ঠ্যোঙা = ঠোঙা ঠিপ্পি =ছিপি ঠিলি = কলসী ঠেং =পা ঠুংরা = কাঠ বা বাঁশের হাতুড়ি বিশেষ ঠেঙি = লম্বা মেয়ে ঠ্যুলি = ঠুলি ঠ্যান্ডা = শীত ঠুনকা = ঠুনকো ঠুসা =জোর করে ঢোকানো
ঠাপ = উপযুক্ত প্রতিক্রিয়া ঠ্যেকনা = হেলান দেওয়ার দণ্ড বিশেষ ঠ্যালা = ধাক্কা / বিপদ ঠুঙরা = মুগুর ঠুট্টা = ভাঙাচোরা
ড
ডোল = বালতি ড্যালিয়া = ঝুড়ি ড্যানঠা =ডাঁটা
ঢ
ঢেক্কা = ধাক্কা ঢ্যঙ = ঢঙ ঢিট =অনড় ঢেমনা = বদলোক ঢেমনি =বদ স্ত্রীলোক ঢেল= ঢিল ঢিল = উকুন ঢেপসা = মোটাসোটা ঢেপসি = মোটাসোটা ঢ্যল= ঢল ঢাকি = ঝুড়ি ঢ্যোল =ঢোল ঢ্যলঢ্যল = তরল জাতীয় ঢুক = ঢোকা ঢুল = ঘুমানো ঢিস = ধাক্কা ঢ্যাপ্পু =ঢপ ঢ্যেউ = ঢেউ ঢিপ = উচুঁ জায়গা ঢেঁকি =ধান ভাঙার কাঠের যন্তর
ঢ্যারা = দরি তৈরির চতুর্দণ্ড বিশিষ্ট যন্ত্র ঢ্যারা = কাটা চিহ্ণ ঢ্যাড়া = লুজ মোশন ঢ্যাক্কাল = ঢাকা
ঢেউরা ঢ্যাবরা - বয়স্ক লোক(গালাগাল) ঢেঁকি-ঢেঁকি ঢ্যাঁইয়া-পেট ফোলা ঢেকরী-অহংকারী ঢ্যাকঢ্যাককি- নিন্দে করার যোগ্য ঢ্যাকঢ্যাক-নিন্দা ঢিল্লা-ধীরে ধীরে যে কাজ করে ঢৌসি- মুখ ফোলা মহিলা
নিমন্ত্রণ = নিম্যান্ত্যান । ধুলা , ধুলি = ধুন্না । নেউল , বেজী - বিজ্জী । ধােপা = ধাৈবিয়া । নেকড়া , কানি , তেনা = তেনি । নকল = ন্যাক্যাল , ন্যাকাল । নখ = ন্যাট । নেবু , লেবু = নেমু । নগদ = ল্যাপাাদ । নােড়া = লােঢ়ি । নগর = লাগ্যার । নৌকা = লা । । নতুবা , নচেৎ = ন্যায়তাে । পঙ্ক , পাক = প্যাঙ্কা । নদী = ল্যান্দী । পচা = প্যাচ্চ্যাল । ননদ = ন্যান্ । পটোল = পােরলা । নন্দাই = ন্যাদোসি , ন্যাদোসিয়া । পড়া = প্যাঢ়া । । নয়া = লায় । পড়া ( পতন ) = গিরা । নর = ল্যার । পড়ল = গিরল্যায় । নরম = ল্যারাম । পৰ্টী = প্যাট্রী । নরুণ = ল্যাহারনি । পত্নী , স্ত্রী = ম্যাউগী । নল – ল্যাল । । পরিণয় , বিবাহ , বিয়ে = বিহা । নবমী = ল্যামী । পরিধেয় = প্যিাকে । । নবান্ন - লাবান । পরিপূর্ণ , ভরা = ভ্যার্যাল । নবাব = ল্যাব । পর্ণ , পাতা = পাত্তা । নাই = ন্যাই হ্যায় । পসুরী = প্যাসেরী । নাড়না = ল্যাড়না । । পা = পা । । নাড়ি ( দেহস্থ শিরা ) = লাড়ি । । পাকা = প্যাক্কা , প্যাক্কাল । নারিকেল = ল্যারিয়াল । পাখা , ডানা = ড্যাইনা । নাপিত = ল্যাউয়া । পাখা , ব্যঞ্জন = বেনা , বেনিয়া । নাপিতিনী = ল্যাওয়ানিয়া । পাগাড় = আঁড়া । নারী , মহিলা , মাগী = ম্যাউগী । পাছা , পোঁদ = গাঁড় । নালা , নালী = লালা । পাঠান , প্রেরণ = পেঠনাই । নালিশ = লালিশ । নাবিক , মাৰী - মাঝী । পাঠালাম = পেঠাইলি । পালকী = চ্যাণ্ডোলা , পালকী । নিদ্রা , ঘুম - নিন , নিন্না । নিদ্রিত = শুভ্যাল । পিচ্ছিল = পিচ্ছাল । নির্মিত ব্যানাল । পিঞ্জা , তুলা = রুয়া । পিঠা = পিঠা,
কাহিনী = কাহানী । কিছু - কুচ্ছ । কথ = বিস্ত । কি ( শপথ ) - কিরিয়া । কীল , কীলক = ীলি । কুকুর , কুত্তা - কুত্তা । কুজ = কুঁদ । । কুজো - কুঁজা । কুটির = কুঁডিয়া । কুটুম্ব - কুটুম । কুঠরী - কোঠলী । কুঠার , কুড়ালি , কুড়ুল = কুটালি । কুঠি = কোঠি । কড = কুঢ়ান , চুনা । কুমড়া = কোহড়া । কুমীর - কুমহির । কুল ( ফল ) - ব্যাইয় । কুলা = সুপ । কূপ , কুয়া - কুঁয়া । কুপী , প্রদীপ = দিয়া , দিবাগ । কুল , তীর , ধার – কাছি । চাই প্রাধা - ১৯ ক্ষুধার্ত , বুদিত = ভু । অকে । খাত , গর্ত হত , গGহা । শুনে = হ্যান্যা । খােলা - গােয় । কা , গুণী - গুন্নী । কবী , খোঁপা - খােপ্পা । । বাট , কপাট - ক্যাপিট । কর = আপুর । কাধ = কাহা, গান = গাউন । গিলা = গিল্লা । শু , বিষ্ঠা , মল = ৩ । গােছা , গুচ্ছ = গােচ্ছা । গাে মুত্রাদি - খিচ । শুড় = খাড় । গুণী = শুন্নী । গুলঞ্চ = গাের্যাচ । গুলী – গােলী । গৃহ , ঘর = ঘ্যার । গুহ = গীবাস । । গৃহিনী • গিরথাইন । চালনী , চনী – চ্যারী । চিঠি , পত্র = চিঠি । চিল – চিলহা । চুরি • চোর । দুনী • দুলী । গােত্র = গােতিয়া । গােয়াল = গােহালি । । গোঁড় • গ্যাউড় । গ্রহণ • গ্যারা । গ্রহণ , লওয়া • লেনাই । গ্রাহক = শ্যহাক । ঘটী = লোটা,
নেতা হ্যারি = বিবাহে বিশেষ ভাবে আমন্ত্রিতা মহিলা আত্মীয়া । পানিহাট = ফ্যান এবং রান্নার কাজে ব্যবহৃত জলের বর্জিত অংশ । পিছােড়া = ঘরের পিছন দিক বা স্থান । পিহানা = মৃত্তিকা নির্মিত কুঠির উপরের ঢাকনা । পেতনা = যার দ্বারা ঘর দ্বার লেপন করা যায় । বােরসি = আগুন রাখার জন্য মাটির তৈরী বিশেষ আকারের পাত্র । ভ্যাসিয়ান = যােনি । ল্যাড়কারী = শিশু সন্তান আছে এমন নারী । ল্যাহাইরা = যে কোন বধূর পিত্রালয় । লুত্তি = আলােকিত কাঠি । শিরাগু = বাস্তুদেবতার থান । স্বারা = মৃতদেহ দাহের চিতা বা দাহস্থান । সােরিঘ্যার = আঁতুড় ঘর । দিরখা = প্রদীপ রাখার তাক । খ্যাপরি ঢ্যারণা = উত্তপ্ত খােলা ধরার নেকড়া, সিন্দুক = স্যানুক । । সিন্দুর , সিঁদুর - রি । স্নান , সিনান - সিয়ান । । । হঠাৎ , অরিং - হাটা , তুহাতে । হনুমান = হালুমান । হরিতকী * হ্যাতিক্ষী । বৃষ , ষাড় = আঁড়ি । । বৃষ্টি = ঝাড়ি । । বেগুন = ব্যাইগ্যান । । বেণা ( তৃণ ) = বিবণা । শঙ্খ , শখ = শ্যাঙ । শতরঞ্চ , শতরঞ্চি = শ্যাতরাঙ্গি । শামুক = ঘোঙা । শিওর = শিরাউনা । শিকল = ঝিঝির । শিকা = শিক্কা । শিমূল = শিষ্যাল । শিয়াল , শৃগাল = গিদ্যার । শুক্না = শুকখ্যাল । শুক্রবার = শুক্কার বার । শ্রাদ্ধ = কিরিয়া । শ্রাবণ = শাউন । সশা = ক্ষিরা । সন্ধ্যা = সাইচ । সহিত , সঙ্গে = স্যাঙম্যা । হাড় , হজ্জ = হ্যাজ্জী । হাড়গিলা হাড়গিল্পী । হাতুড়ী = হত্যুড়া । হাতা = হ্যাথা , ক্যালছুর । হাতী = হ্যাখী । হিংসা = হিসা । । হিংসুক = হিসাখাের । হুঁকা = হুঁক্কা । হেতু , জন্য = গুণে । হেলান = হিলান । হলুদ = হ্যালদি । পুনঃপুনঃ , বার বার = বেরে বের । । পুরাতন = পূরণা । পূর্বের = আগেকে । পেয়ারা • স্যাপার আম । পেকুড় - পাইকোত্ত্ব । পেঁপে - পিপাই । । পেঁয়াজ - পিয়াইজ । পােয়া = পূয়া । পােটলা , পোটলা - পােরী । পােড় = পড়ল । পােতা , পুতা = গড়া । পতেছি • গালিহ্যা । ত্ব = ম্যান্তর । মহিষ ভাইস । পোত্রী • পােতী । প্রত্যহ , রােজ - রােহ । প্রদীপ , পিদিন - দিয়া , প্যারশীপ,
*চাই সম্প্রদায়ের মধ্যে ব্যবহৃত কতকগুলি বিশেষ প্রকৃতির শব্দ :
। ওড়চ্যান - খাট বা চার পায়ার দড়ি নির্মিত গাথুনির টানা বিশেষ । ওসারা = ঘরের দেওয়ালের নিম্নাংশের সুরক্ষিত অংশে । গােরাহা = গােবর দিয়ে তৈরী দণ্ডাকৃতির জ্বালানী বিশেষ । গ্যাড়ত্যান - শিশুর পাছার নীচে যে ছােট কাথা বা তােয়ালে ব্যবহার করা হয় । ঘােলানি = গােবর গুলা ঘােলা জল । চ্যাল্যাইনা = রান্না কালে রান্নার সামগ্রি নাড়ার দণ্ড । ছানছা = ঘরের চালা বেয়ে বৃষ্টির জল পড়ে যে স্থানে । জ্যাবরা / ব্যাসনি - রান্নাদির হাঁড়ি কুড়ি রাখার জন্য মাটি দ্বারা নির্মিত ছােট কুঠি । রুটী = রোটা । মাতামহী = নানী । | রােদ – র্যাউদা । মান , সম্মান = মাইন , মাইন । লগুড় = ল্যাগড়া , র্যাগড়া । মামা , মাতুল = মামু । লগ্ন = ল্যা গ্যান । মাদুর = ম্যালয়া । লতা = ল্যান্ । মাস = মাহ্যাইনা । লাউ = ক্যাদুয়া । মিথ্যা , মিছা = ঝুঠা । লাজা , খৈ = লাবা , খৈ । মিঠা , মিষ্টি = মিঠা । লেজ = দুম । লােচ্চা = লুচ্চা । মুড়কি = ওঁখড়া । লােনা = নুনছা । মূলা = মূর্যাই । | লােভী = ল্যালাহা । মেসাে = ম্যাউসা । জয় বক = বােলা । মােটা = মােট্টা । | বকনা = ব্যাকেন । মৌমাছি = ডাশা । বগল = ব্যাথ্যাল । যখন = য্যাখনি । বজ্জাত = ব্যারজাত । যত = যেত্তা । ৫ - ৬ বট = ব্যাড় । যতন = য্যাত্ত্যান । . বঠি = বাইঠি । যব = য্যাউ । | বৎসর , বছর = ব্যাচ্ছার । যাঁতা = য্যাস্ত । * বমি , বমন = হুঁড়ি । যা = গােতনী । | বমি করেছে = ছাড়ক্যাহা । যামাতা , জামাই = দ্যামাত্ । বর = দুলাহা । যিনি = যে । g বানান = ব্যালান । যুবক , যুবতী = যুমান । বালক = ছাউড়া । যেখানে = যাহাম্যা । বালতী = ডােল । যেমন = য্যাইস্যান । বাশি = ব্যাশিয়া । যােয়ান = যুমান । বাটি = খােরা , বাটি । যৌতুক = য্যাউতুক । বিছানা = বিছাউনা । যৌবন = য্যান্ডব্যান । বিড়াল = বিলি । রক্ত = ল্যান্ড । বিয়ে , বিবাহ = বিহা । রান্নাঘর = ভ্যান ঘ্যার । বীজ = বিচ্চি । রাঁধুনী = ভ্যানসিয়া, আড়াই = অ্যাঢ়াই । আঁকড়া = আঁকুড়া । আঁকর্ষি , আঁকুশি = আঁউশি । অত্র = 5 , ৪ৎনা । অতিশয় , অনেক , মেলা = মেপ্লে । আঁচলা = আঁচরা । । অন্ধকার , আঁধার = অ্যান্হার । । আঁজলা = চিরুয়া । আঁতুড় = সােরি । আঁধারি = অ্যানহারিয়া । অলাবু , লাউ = ক্যাদুয়া । আঁস = আঁইস । অল্প , একটু - তান্টি । ইক্ষু , আখ = কুশিয়ার ! | অবগুণ্ঠন , ঘােমটা = যুগ । ইট , ইষ্টক - ইটা , ইটা । অশ , ঘােটক , ঘােড়া = ঘোড়া । ইন্দারা , ইরা = ইনারা । আগা = অ্যাগাল , অ্যালগােনী । ইনি , এ = ই । আগুন = আগিন , আইক । ইন্দু , চন্দ্র , চাদ = চান । আংটী = উঠি । ইদুর , মুষিক ( ধেড়ে ) , মুষ = মুষ । আঙ্গিনা = অ্যাংনা । ইদুর , মুষিক ( নেংটি ) = মুষরী । আজ = আইজ । উই পােকা = রুই পােকা । আজকে = আইজখিনা । উকুন = ঢিলা । । আটা , ময়দা = আঁটা । আটি ( বীজ ) = আঁঠি । উচ্ছিষ্ট , এটো = জুষ্ঠা । আঠা = ল্যাঠা । । উঁচু , উচ্চ = উঁচ্চা । আপন = অ্যাপ্ল্যান । আবার , ফের = ফের । আল = আইল । আলুনী = ফিক্কা,
শ্যক = সন্দেহ শুআ = বড় সুই শুঙ = ফুটো শুত = ঘুমাও
ঝুট্ঠা = মিথ্যা জুট্ঠা = এঁঠো
দ্যলপ্যত্তা, ঝাল, ধ্যানিয়া, হ্যালদি , জিরা, স্যার্ষা, নুন, তেজ প্যাত্তা,আদি ,গ্যালমারিচ,মিচাই, ধ্যানিয়া, রাসুন, পিঁয়াজ ,রাই - শর্ষে এল্যাচ, দার চিনি,কাজিয়াল, কুচ্চা, ছিমড়ি, মাক্যই
ব্যাগ ব্যাখরি , ব্যারধান , ডাঙ্গগুলি , ক্যাবাডি , কানা মাছি , লুকোচুরি , লুডু , চিক্কা , পুতুলের বিয়ে, ঝুল্লু , ছু কিতকিত, লাফ দড়ি,
ভউজ, সাঢ়ু, ভাই-ভাতিজা, বনহোই, মউসা-মউসী, শাস-ব্যাহু, নানা-নানী, দাদা-দাদী, বেটা-বেটি,ম্যাউসা - ম্যাউসী, ব্যাড়কা ম্যাই, ব্যাড়াকা বাপ, ভ্যাগনা, ভ্যাগনি, শালা শালী, মামু মামি, তহৈ, মাহৈ, কোড়িহ্যা, আসক্যাত্তি
পোতা, পতিন, নাতি নাতনি, শাস শ্যাশুর, ভ্যাতিজি,
বেলনা-চ্যাক্কি, বেনা, জ্যান্তা, বোড়সি,
প
প্যাইহা = চাকা প্যাইট = শ্রমিক প্যাইক্যর = গোডাউন মালিক প্যাক্ক্যাল = পাকা পেখনা = টালবাহানা পুচ্ছি =লেজ প্যচ্চ্যল = পচা পাঁজা= ছোট বোঝা পাটঠা =পাঁঠা প্যান্নি= প্লাস্টিক প্যাত্তা = পাতা পাদ= বায়ু নিঃস্বরণ পিপ্যাইহা= পেঁপে পাশা= কানের অলংকার পুয়া = খাবার বিশেষ পাটি=খেজুর পাতার মাদুর প্যাটুয়া=পাট প্রাই= খাসি করা পিরান= জামা পেন=প্যান্ট পোতনা = লেপার জন্য কাপড় পোখ্যর= পুকুর পেংচি =রোগা প্যাসিন=পছন্দ পিহিন= পরিধান করা পুয়ালা= খড় পোষালু = বনভোজন পোকড়া =পোকাযুক্ত পুটকি= পাছা পোছ= মুছে নেওয়া পোঁঠিয়া=পুঁটি মাছ প্যালহাই =মাছ ধরার খাচা
মৌনি = কাশঘাস নির্মিত ধান-গম বহনের পাত্র। চ্যঙেরি= বাঁশ নির্মিত পাত্র, যেমন বিড়ি বাঁধার জন্য। ক্যন্তি ,, তিয়্যন, ঝিংলি = ঝিঙে সিথানি = বালিশ গেনরা , আঙিয়া , লেরুয়া মোটিয়া গ্যঠরি লাহারী
ক্যান্তি_>>কডাই তিযান>> তরকারি গেনরা_==ক্যাথা আঙিযা> জামা ভোটিযা==লেপ বা ভোট গ্যাঠরি । ===পুটলি বা পোটরি লেরুযা ===পোযালা
ধুমড়া=মোটা
কাদা=প্যাঙ্কা , পেকা , পাঙ্কা , কাদো খিঁচ== গোরু যেখানে দাঁডায সেখানে গোবর গোমূত্র কাদা একাকার হযে যেটা সৃষ্টি হয তাকে খিঁচ বলে । খিঁচ গ্যালা ছিচিকে ফেক ।
গুমসানি নয় গুমসা--- গুমোট আপ্যর ফাপ্যার--- আকুল ʼব্যাকুল স্যানা গেল্যাই ভিতরি মা --:ভিতরে ঢুকে গেল আসক্যাত --- আালস্য খারা--- খরা, স্পষ্ট বাদী লাট ---- থাক ল্যাত্তি ----লতা জালি -----নকল ,জ্যাল্লি মানে কোনকিছুর খুব কচি ফল ক্যাজিয়াল. ------- থর ,কলা ধরার পর কলা গাছের ভিতরের শক্ত অংশ ।
, ছেনা: ছিদ্র, মুন্না: বাচ্চা ছেলে, খুরা: টেবিল বা চেয়ারের পায়া
ঘরের দেওয়লের নিচের অংশটাকে চাঁই ভাষায় পুস্তা বলা হয়, পাখাকে চাঁই ভাষায় বেনা বলা হয়, চালুনিকে চাঁই ভাষায় চ্যান্না বলা হয়।
র রাই =সরিষা রা = মুখে কথা র্য়্যাওদা = রোদ রাঁড়ি = বিধবা খিনজিবা = রোগা ল ল্যাউয়া = নাপিত ল্যাহু = রক্ত ল্যাহেরা =বাপ মার বাড়ি লেড়= নোঙরা গালি ল্যক= চুপ করে থাকা ল্যাহুগগা = বদমাশ লে =নাও লেঙটি = নেঙটি ল্যাইজ্জা = লজ্জা লাট = অবস্থা কাহিল ল্যাঠঠা = আঁঠা ল্যাড্ডু = নাড়ু লাত =লাথি লাদ = পায়খানা লেপ = নিকানো লেভরি = আর্বজনা জমিয়ে রাখা লিকা = বিবাহ লুক্কাকে = লুকিয়ে লিকখি =উকুন লেঙড়া = খোঁড়া লুটাকে = লুটিয়ে লেকে = নিয়ে ল্যসুন = রসুন লাহারি= জল খাবার ল্যড়হাই = লড়াই ল্যাদনা = ছোট লাঠি ল্যড়কা = ছেলে ল্যাকড়ি = জ্বালানি লোর = মুখ দিয়ে লালা ঝরা লোরহান =মায়াকান্না
য
য্যা = যাও য্যাও= যব য্যাখনি = যখন য্যাঁন্তা = যাঁতা
ম মুসা = ইদুর মুর্য়্যায় = মুলো ম্যাচ্ছি = মাছ ম্যাউনি = ছোট ধামা ম্যাউসি = মাসি মিরচাই = মরিচ ম্যধু = মধু ম্যাউড়া = মা মরা ছেলে
মাখ্খাল = মাখানো ম্যাকরা = মাকড়সা মিট্টি = মাটি মেলহ্যান = জোয়ার মুনিয়া = শালিক পাখি মুখাড় = গরুর মুখ ঢাকার জাল ম্যাখ্খার = মাছি মামু= মামা ম্যারাদ = মরদ মাকড় = কানের দুল মিনষ্যা = মানুষ মিঠা = মিস্টি ম্যাঠ্ঠা = ননী ধোওয়া জল লিট্টি = গুড়ের রস দিয়ে তৈরি
ম্যাখ্খার = মশা ম্যাখ্খি = মাছি
ভ
ভুঁই = জমি
ভুয়া = শুঁয়োপোকা
ভুক = খিদে
ভুজা = মুড়ি
ভ্যাইয়া = ভাই
ভ্যাক ভ্যাক = বকবক করা
ভাউঝ = শালার বৌ বা ননদের ভাইয়ের বৌ ভাদো = ভাদ্রমাস
ভান = ভাঙা
ভাপ = বাস্পের উত্তাপ
ভ্যারুয়া = মেয়েদের কথায় ওঠবস
ভির= কাছ
ভিখ =ভিক্ষা
ভিজ = ভিজে যাওয়া
ভিটা = ভিটেমাটি
ভিতরি = ভেতর
ভিনভিন্ = মাছির গুঞ্জন
ভূষা = ধানের তুষ
ভ্যার্তা = সেদ্ধ মাখা
ভাজি = সব্জি ভাজা
ভ্যাতিজা = ভাইয়ের ছেলে
ভুতাহি = ভুত নিয়ে খেলে যে
ভাউঝ বৌদি
ভিনকি সৌখিন
ব্য=ব °°°°°°
ব্যট= বট গাছ
ব্যাইঠ = বসো
ব্যইর=কুল ফল
ব্যইস্নি= হাড়ি রাখার বিড়া
বেঙ = ব্যাঙ
বেচ= বিক্রি করা
ব্যাঁঠ্ঠা = বেঁটে
বির্তি= মাছ ধরার ঝাঁকা
বিদ্ধি = অনুষ্ঠানের রীতি
বিচ্চি= বীজ
বিল্লি = বিড়াল
বিচ্ছা = কোমরের অলংকার
বোগলা =বক
ব্যালুয়াট = হেসো ধার দেওয়ার যন্ত্র
ব্যাখরি = ছাগল
বোঁচি = যে মেয়ের নাক টা থ্যাবড়া
বুড়ুহা = বুড়ো
বুড়িহা = বুড়ি
ফ
ফেউ=নজরদারি
ফেসুয়া = পাটের টুকরো
ফ্যস্টি = ধাঁধা
ফেক = ফেলে দেওয়া
ফিক্কা = স্বাদহীন
ফুল্যাল = ফোলা
ফুসলাকে= ফুঁসেলিয়ে
ফ্যাক্কড়ী = বেশী কথা বক বক করে যে
ফুটা = ফুটো
ফুটানি = কের্দানি দেখানো
ফুলকা = আলগা করে ধরা
ফুচক্যা = দুষ্টু
ফেকলু = নিঃশ্ব
ফেরা = টো টো করে বেড়ানো
ফ্যাসাল = ফসল
ফালি = টুকরো
ফাইদা = লাভ
ন
ন্যাই=না
নাঙ = পুরুষ বা স্ত্রী রক্ষিতা
নাইন = গরুর খাবার পাত্র
ন্যানহা = ছোট
ন্যাহি= নাই
নেংটা = উলঙ্গ
নিন= ঘুম
নেমু= লেবু
নীচ্চেম্যা= নীচে
নিস= তাক করা বা লক্ষ্য ঠিক করা
নুনছা= লবনাক্ত
নোচ = খামচে নেওয়া
ন্যামলা = দেরি করে
ন্যাঙলা = আগাছা তোলার নাঙল
ন্যাঙাল = নাঙল
নান্হা = খুব ছোট বাচ্চা অর্থে
নানা=মায়ের বাবা
নানি= মায়ের মা
দ
দ্যগধাব্যাহ্যায় = বিরক্ত করছে
দ্যারখা = সেলফ বিশেষ
দ্যড়ি = দড়ি
দীঘ্যল = চওড়া
দিয়া = প্রদীপ
দাইড় = মেয়ে ছাগল
দ্যকখিনা = দক্ষিনা
দ্যাউলি = নিড়ানি যন্ত্র বিশেষ
দ্যহি = দই
দেখাকে = দেখিয়ে
দ্যাঁতলা = দাঁতাল
দ্যুপপ্যাহ্যারিয়া = দুপুরে
দ্যুক= দুঃখ
দ্যলিল = দলিল
ধ
ধ্যাই ধ্যাই = আনন্দে নাচা
ধাক = ক্ষমতা
ধ্যনিয়া = ধনে শস্য
ধ্যরকে = ধরে
ধিপ = তপ্ত
ধিম = ঝিমুনি
ধোলিয়া = সাদা
ধুমসি = মোটাসোটা
ধূম্মা = ধুঁয়া
ধ্যাপড়া = বড়ো ছাপ
ধোলিহ্যা = ধুয়েছি
ধোতি = ধূতি
ধূল্লা = ধুলো
ধুসরি = আবর্জনায় পরিনত
ধূম্যাটিয়া = ধোঁয়া ধোঁয়া ভাব
ধাপি = ধাপ
থ
থ্যক =ক্লান্ত
থ্যারিয়া = থালা
থুবড়া = বিয়ের আগের অনুষ্ঠান
থুক =থুতু
ত
ত্যাঁই= তুমি
তু = কুকুরকে ডাকার শব্দ
তাও = তবুও
তাক = অবাক
ধাগা= সুতো
ত্যক্তা = তক্তা
ত্যান্টি = একটু
তা = খুব গরম
তেনা = ন্যাকড়া
তেলি = তেল বিক্রি করে যে
ত্যাবে = তবে
তিড়িংবিড়িং = ছটপট
তিত্তা = তেতো
তুলতুলিয়া =তুলতুলে বা নরম
তোরক্যান = তোমাদের
তোর = তোমার
ত্যাখনি = তখন
ত্যল্লা = তলা
তির্ষা = তেষ্টা পাওয়া
তিলুয়া = তিল ওগুঁড় /চিনি দিয়ে খাদ্য
অ্যইসান = এরকম
ওহাড় = গায়ে দাও
ন্যাই = না
প্যাইলে = পেলে
ঘুড়োল = ঘুড়,
ধ্যারালে = ধরিয়ে নাও।
কুঢ়াকে = কুড়িয়ে
জারনা = জ্বালানী
স্যান্ঠি = পাটকাঠি
ঝুসকি=ভোর বেলা
ফাঁপি=ঝিরঝিরে বৃষ্টি
উখেলা=কয়েক দিন বৃষ্টির পরে রৌদ্র
ভারনি =পুরো সময় জুড়ে
ঠেওনা=হাটু
জাঙ=উরু
ছাতি=বুক
ঠোর=ঠোঁট
ভৌড়ি=ভুরু
কোনিহা =কনুই
সিতানি=বালিশ
বিছৌনা=বিছানা
আরশি = আয়না, দর্পণ
অ্যাল = হাপানো
উখেলা=কয়েক দিন বৃষ্টির পরে রৌদ্র
উজরা = সাদা
খাঁড় = গুড়
খিচ্চা = কচি, অল্প
খোরা = বাটি
গাঁড় = পাছা, পায়ু
গোইঠা = ঘুঁটে
গোরাহা = পাটকাঠি ও গোবর দিয়ে বানানো জ্বালানি বিশেষ।।
গিলাস = গ্লাস
গিলেপ = চাদর
ঘাঁটা = রাস্তা, পথ
ঘুড়োল
চাড় = তাগিদ
চুট্টি = পিঁপড়া
ছাতি=বুক
ছুন্নী = ছেঁচকি
ছ্যাউড়া = ছোঁড়া, কিশোর
ছ্যাউড়ি = ছুঁড়ি, কিশোরী
জাঙ=উরু
জাড়া = ঠান্ডা
ঝুসকি=ভোর বেলা
টাপা = বাঁশের কাঠি নির্মিত গম্বুজাকৃতি মাছ ধরার বস্তু।
ঠেওনা হাঁটু
ঠেটা = ঠ্যাট
ঠোর=ঠোঁট
থ্যারিয়া = থালা
দামাদ = জামাতা
ফাঁপি=ঝিরঝিরে বৃষ্টি
ভারনি =পুরো সময় জুড়ে
ভৌডি=ভুরু
সিতানি=বালিশ
বিছৌনা=বিছানা
দিরং = দেরি
দিরখা = তাক ধামা = নাং = উপপতি নানা = দাদু নানী = দিদা ন্যান = ননদ পিপ্যাইহা= পেপে পিরহ্যান = জামা পীড়হা= পিঁড়ি পেটারি = প্যাইহা= চাকা ফাঁপি=ঝিরঝিরে বৃষ্টি ফুফ্ফা = পিসেমশাই ফুফ্ফু = পিসিমা ফ্যাট্যাক = ছবি বিছৌনা=বিছানা বাদাম = নৌকার পাল বেলচা = বাঁড়া = ব্যাঁইঠি = বঁটি বেনা = হাতপাখা ভাটিবেলা = বৈকাল ভাতার = স্বামী ভিনকী = রংচঙে পোশাক পরিহিত ও কিঞ্চিত উত্কট প্রসাধনকৃত অল্পবয়সী মেয়ে। ভিন্নিবেলা = সকালবেলা ভৌডি=ভুরু মাড় = ভাতের ফেন মুজা = মুসা = ইঁদুর মেলহ্যান = জোয়ার মৌনী = ম্যাঝলী = মেজ ম্যাঝিয়া = মেঝে রাঁড়ি = বিধবা লা = নৌকা লাদনা = ল্যাউড়া = ল্যাডিয়া = ভাড় লোটা = ঘটি সাহার = ঝাঁটা সাঁইঝ = সন্ধ্যেবেলা সাঁহাড় = ষাঁড় সিক্কা = শৃঙ= আকাশ স্যামধী = বেয়াই মশাই হ্যাঁসুয়া = হেঁসো হুক্কা = হুকো
চাঁই>বাংলা >ইংলিশ ****************** কাঠ:Wood কীড়া-মাকোড়া: কীট-পতঙ্গ, ants and insects. কুশিয়ার: আখ, Sugarcane. খ্যারাপ: খারাপ, bad, sad. গ্যাঙ্গা: গঙ্গা, The Ganges. গ্যারদ্যান: ঘাড়, neck. গ্যাহীর:গভীর, deep. ঘ্যার: ঘর, house. শিকচিল্লী :naughty চিকনা: পরিছন্ন, polished. চিতা:pyre. চুগলি: পরনিন্দা, back-biting. জ্যাঘা: !! জিদ্দি : জুয়া: অক্ষ dice টুকড়া: অংশ, ভাগ, টুকরো। part, portion. টুট্যাল: ভাঙা, broken. ঢেকি:ঢেঁকি, wooden device for husking grain. ঢিট: impudent ভাগ দিগদারি: বিরক্তি, উদ্বেগ ।annoyance, disgust, দুলার: আদরের দুলাল, pampered. দ্যাউনি: শষ্য মাড়াই, treading out the grain. দেখ্যাল:দেখা ধূপ: incense ধূপব্যাত্তি: ধুরি:অক্ষ, axle পানি: জল, water. প্যাহ্যালমান: পালোয়ান, wrestler. পূজা: worship ফ্যাক্ক্যাড়, ফ্যাক্ক্যাড়ি: ফোড়া: বোরসি: মাটির তৈরি আগুন রাখার পাত্রও firepot. ভাগ: ম্যান: মন, mind মুখ: মুখিয়া: প্রধান, leading person. মুনিকে: বন্ধ করে, closing. র্যাক্ষ্যাল: রাখা ল্যাগ্ঘি: লগি লাহাবা: স্নান করা, to bathe শ্যাক্তি:শক্তি, strength, power. স্যারদার: সর্দার, ring leader. স্মরণ: স্মৃতি: হিস্যা:অংশ
অ্যামা মাহুয়া = আম মহুয়া ( গাছ ) , ত্যালে = কাছে , ঝাল্যারি = ঝালর যুক্ত , গুয়াৰা = সুপারী , হ্যাউল্যাহি = ধীরে , ব্যাহ্যায় = বইছে , ব্যাতাস = বাতাস , ত্যাহি ত্যাগ্নে = তার নীচে , ব্যাইস্যাল্যায় = বসেছে , দোনােরে স্যাধিয়া = বেয়াই দুজনে , জুয়া না খেলায় পেঁচাশে = জুয়ার পেচ খলছে , ক্যাউন রাইয়া = কোন রাজা , হারাতা = হারছে , জিত্যালা = জিতল , মাঙায় = চাহে , জিত্যাউড়ী = জেতা দ্রব্য , হারাক্যায় = হারল , জিত্যালায় = জিতল , দুলাহা = বর , থ্যারিয়া = থালা , লােটা = ঘটি , ধিয়ারী = মেয়ে , ক্যাইস্যান = কেমন , ম্যাঝিয়া = মেঝে , শােহানা = শােভাবর্ধক , তাহু = তুমি , য্যাইবে = যাবে , প্যারা ঘ্যারা = পরের ঘর , ক্যাক্কা = কাকা , বাছিরে ব্যাকেনা = বকনা বাছুর , ভ্যাতেজি = ভাইঝি , খুট্টাকে = খুটার , হােবে = হবে , প্যারা ঘ্যারী = পরের ঘরের লােক , ভ্যাইয়া = ভাই , ব্যাহিন = বােন , ঘাঁটাকে = রাস্তার, একা কোশা = এক ক্রোশ , গেলে = গেল , তেশরা = তৃতীয় , য্যামুনা = যমুনা , চ্যালিরে = চলে , সানেকে = সােনার , ঘ্যায়েলিয়া = ঘড়া ( কলসি ) , রূপেকে = রূপার , গ্যাডােলিয়া = গাডু ( ছােটজল পাত্র বিশেষ ) , নাদীয়াকে = নদীর , আব্যায় = আসছে , লাহুব্যাঙাল = রক্তরাঙা , বাশিয়া = বাঁশি , বাজাব্যায় = বাজাচ্ছে , ব্যান্ধন = বন্ধন , আগাবে = তুলে দিচ্ছে , হ্যামারা = আমার , আঁচলওয়া = আচল , মাের ঘ্যারা = আমার ঘরে , ব্যালক্যাবা = বালক ( ছেলে ) , রােহা = কাঁদছে , বালুক্যা = বালককে , চুপাত্যায় = চুপ করাবে , তােহার = তােমার , হ্যাউগে = আছে গেলাে ( গে সম্বােধনে ) , শ্বশু = শ্বাশুড়ী , নানাদিয়া = ননদ , ওহ্যা = ওরাই , তােরা = তােমার , আচাল | ওয়া = আঁচলকে , স্যাক্মা = সন্ধ্যা , ব্যাহ্যাব্যায় = বয়ে যাচ্ছে , আঁখােক্যা = চোখের , অহ্যারিয়া = সবাকার , কোঠাকে = কোঠা ঘরের / দালান ঘরের , উপার = ওপার , ঝিঙ্ক্ষার্যাওয়া = জিঞ্জির / শিকল , কোয়ালিয়া = কোকিল , শুনিহাও = শুনতে পাচ্ছি , হীরালাল = মানিক তূল্য কুমার / এখানে “ র ” , সাজ্যায় = সাজছে , স্যাভেকুণ্ডু = সবকিছু , র্যাহাত্যাও = থাকবে , ধ্যানা = ধন , দ্যাউল্যাত = দৌলত , য্যাত্যাউ = যাবে , ম্যাহ্যালাে ছােড়ি = মহল ছেড়ে , প্যাহার = প্রহর , ল্যাঢ়্যায়ি = লড়াই , দেলিয়াও = দিলাম , বিহান = ভাের , হারি = হেরে , গেলিয়্যাও = গেলাম
অ্যাহিকলে = এধারে , গ্যাঙ্গা = গঙ্গানদী , ওহিকূলে = ঐধারে , য্যাবুনা = যমুনানদী , বিচে চ্যানানাকেরা = চন্দনের , গাছা = গাছ , ওহিয়া = ওর , প্যাচ্ছিমা = পশ্চিম , স্যাতি , আয়েলা = আসল , আগমন করল , জ্যাটা = জট , দেলা = দিল , ছিরিয়ায়ে = ছড়িয়ে , ঘ্যারাসে . থেকে , বাহারা ভেলা = বের - হ ’ ল , বেটি = মেয়ে , ল্যাগি গেলা = লেগে গেল , মুহাময়ের সঙ্গে , টিসা = টক্কর / আঘাত , প্যালাটো = পলট , মার্যায় = মারে , আঁখিয়া = চোখ , ঘুরাব্যায় = ঘুরাতে থাকে , দেখ্যায়ি = দেখা যাচ্চে , দোনাে সে = দুজনায় , নেহারায় = নিরীক্ষণ করে , গির্যাসওয়া = গৃহস্থ , অ্যাহাে = ওগাে , কাহা = কোথায় , তেঁাহি = তুমি , ঠারি = অবস্থান করছ , তােরে = তােমার , ব্যাহিন = বােন , যােগী লে লে = যােগী নিয়ে নিয়ে , যাহ্যায় = যাচ্ছে , ম্যাৎ মারাে = মেরােনা , মাতু কাটো = কেটোনা , অ্যাইস্যান = এমন , হ্যামরা = আমাকে , যােগী ঘ্যারা = যােগীর ঘরে , বাসা - বাস , মাথাকেরা = মাথার , সাতাে সারি = সাত সারি , হারােয়া = হার , মুখাকে = মুখের , ব্যাচ্যানা = কথা , কামিন সিঁনুরা = মােটা সিঁদুর ( যে সিঁদুর বিয়েতে ব্যবহৃত হয় )
আনাবুন = আনব , অ্যানারােকে = ডালিমের , পাত = পাতা , লিখ্যাবুন = লিখব , অ্যাপানাে হাত = নিজের হাতে , ভেজাবুন = পাঠাব , ক্যালাক্যাতিয়া = কোলকাতা , আঁখিয়া = চোখে , নিনােরেন্যাহি = ঘুম নেই , কিয়া দোষা = কোন দোষে , পিয়াবা = প্রিয়তম , ছছাড়িয়া = ছেড়ে , বাংলা = বহির্কক্ষ বৈঠকঘর , বােঢ়িয়ে বােঢ়ি = ঝাট দিতে দিতে , লিহারু = দেখি , কোহিরে = কেউ , নাহি দেলা = দিল না , দিশারিয়া = দেখা , কাহে = কেন , হ্যামরা = আমাকে, গোছিয়া = ঘোড়া , আসব্যারা = অবিবার ( রহী । শব্দ ) / সওয়ার / আরোহী , লিলি = লিলি ফুল , সুরু – সূর্য , পাহেরি = পরিধান করে , বাহরা ভেলায় = বের হ ’ ল মারে - ছিটা = ছটা দিচ্ছে , ন্যাম্মা কেশ = লম্বা চুল , ভাগি গোলায় পালিয়ে গেল , হাদিয়া = ভয় পেয়ে , হেরিয়ে = দেখে , ম্যাং হ্যাদিয়াবা = ভয় পেওনা , হ্যারি অমর , , ভ্যাগাতিয়া = পলায়মান ব্যক্তি , হাম্মাহি = আমি , দিহ্যাউ = দিচ্ছি , প্যারাৱেধা = প্রৱেৰো গই উক্ত , অ্যাপানা = আপন , তােহ্যারা = তােমার , স্যাভে = সকলে , কাহেরে = কে , ভাগ্যায় = পালিয়ে যায়, কাঠাকে = কাঠের , ডােলি = পাকী , ক্যাডাম্যাড়া কড়মড় মড়মড়শব্দ , ক্যারায় = করছে , শিকি = বেনাঘাস ফুলের শলাকা , ল্যাচ্যাপ্যাচ্যা = লচপচে / অদৃঢ় , ভ্যাইয়া = ভাই , ব্যাহু = বৌ , লেলে = নিয়ে , আব্যায় = আসছে , ব্যাড়কা = বড় , ব্যান্হৈ = ভগ্নীপতি , বেনা = পাখা , হাউকে = দুলিয়ে , ছােট্টা = ছােট , ক্যাহারিয়া = পালকী বাহক , বুঝাইলে = বােঝাতে বােঝাতে , গ্যাইয়া = গাই , ভোকড়াইলে = ডাক ছাড়তে ছাড়তে , থ্যারিয়া = থালা , গ্যানহ্যাইলে = গন্ধ ছড়াতে ছড়াতে , ম্যাইক্যাইলে = ( মহক্ক শব্দ থেকে জাত / মহক ) গন্ধ ছড়াতে ছড়াতে , ন্যাটুয়া = নর্তক , দ্যাল্যা = দল , ইংরেজী বাজনা = বিয়েতে আধুনিক উন্নত মানের বাজনা , জ্যাগাইলে = জাগাতে জাগাতে, আজু = আজ , ঘ্যারম্যা = ঘরে , ঠোরুয়া = ঠোট , র্যাঙাইলে = রঞ্জিত করলে , কেক্যার কা সিরে = ভাগ্যে / জন্য , য্যাউব্যানা ভ্যারি = ভরা যৌবন , ঢালবে = ঢেলে দেবে , হ্যায় - তা ছােটকা = ছােট , ন্যান দোসিয়া = নন্দাই , চোলীয়া = চোলী / ঘাগরা , উড়াইলে = উড়িয়ে দিলে গােড়ুয়া = গােড় / পা , এতে = এত , সাজ্যান = সাজসজ্জা , উছল্যাইলে = উচ্ছল করলে, বােঢ়ানিয়া = সােনার ঝাটা , শির্যাউনা = শিরানা / শিয়র , শুতিহ্যান = শুয়ে থাকবে / শােবে , অ্যাঙনা = আঙ্গিনা , ভালুগে = ভাল করে , বােহ্যাড়ি হ্যান = ঝাট দিবে , বােঢ়িয়ে সােঢ়িয়ে = কাটটাট দিয়ে , দূর্যা = দূরে , কুরুয়া = আবর্জনা , ল্যাগ্যাইহ্যান = লাগিয়ে দিবে , ল্যাগি য্যাত্যাও = লেগে যাবে , অ্যাগে = ওরে , ক্যাদ্যামা = কদম্ব , জোড়ি = জুড়ে , হঁাহিয়া = ছায়া , আটা কোঠালুয়া = আটটি ঘর , ষােল্যাহি দুয়ারিয়া = যােলটি দরজা , দীপা জ্বারায়ে = দীপ । জ্বালিয়ে দিবে , কেক্যারা ম্যাহালা = কার মহল , সােনারা = স্বর্ণকার , গ্যাঢ়ায়ে = গড়িয়ে দিয়েছ , শাশুরা ম্যাহালা = শ্বশুরের মহল , ব্যারাব্যার = বরাবর , বেতা = বেত , হ্যানায়ে = হেনেছ , কিয়ে গুনে = কোন গুন দিয়ে , গুনলেরে = গুনান্বিত করলে রে , ব্যাভানা = ব্রাহ্মণ , বাবাসে = বাবা থেকে , ছােড়াইলে = ছাড়িয়ে দিলে , শাশুরা সে = শ্বশুরের সঙ্গে , মিল্যাইলে = মিলিয়ে দিলে , কেতেকান্যান ক্যানবে = কত কান্না কাদবে , ল্যাগ্যাইবে = লাগাবে , ফাটায় = ফেটে যাচ্ছে , মােরা = আমার , শেল্যায়ে = শেল / ব্যথা , ( ব্যথা দিচ্ছে ) , জাঙা = কোল , ব্যাইসলে = বসলে , ভাইয়া মুহা = ভাইয়ের মুখ , হেরাইয়ে = দেখলে , খ্যাসাল্যাউ = খসে পড়ল , ম্যায় = আমার , লােরা = লাের / অশ্রু , ইব্যারকে = এই রকে , দেখলু = দেখলাম , হ্যাম্মা = আমি , পােরলা = পটল , খােদ্যাইতে = খুড়তে , সেহােবারা = সেইবর , অ্যাঙেনাহি = আঙ্গিনাতে , ঠারি = দাঁড়িয়ে আছে ,ক্যানিয়া = কনে , তােরে = তােমার , ছ্যালাউ = ছিল , লেকে = নিয়ে , হ্যাল = লাঙ্গল , ক্যারক্যাউ = করেছে , ব্যাল = বলদ , সামাকে = সামার ( নিকৃষ্ট প্রকৃতির খাদ্য শস্য ) , ক্যাহারিয়া = কাহার / পালকী বাহক , খ্যালক্যাউ = খেয়েছে , কোদাকে = কোদার ( একপ্রকার । নিকৃষ্ট খাদ্যশস্য । ) ব্যাজানিয়া = বাদক , বিদা = বিদায় , লেবেকে = নেওয়ার , বেলা = সময় , প্যাসারক্যাউ = প্রসারিত করল , দেবেকে = দেওয়ার , মুঠি = মুষ্টি , বাহানক্যাউ = বেঁধেছে , ক্যাইস্যান = কেমন , ব্যারা = বর , ঘ্যারা = ঘর , স্যাভভে = সমস্ত , শ্বশু = শ্বশুড়ী বিধুয়াব্যায় = কাঁদছে , প্যাক্কাল = পাকা , মােচা = গোঁফ , দ্যাঢ়িয়া = দাড়ি , চোখ্যাকেরা = চোখের , ভাউয়া = ভুরু , কোহি = কেহ , ন্যাহি = না , গাব্যায় = গাইছে , গীত্যা = গীত , মাথাকেরা = মাথার, জগৎ + নাথ = জগন্নাথ , চাই বাষায় জ্যাগ্যার নাথ । ঠোনা শব্দের অর্থ “ ঠোকনাগালে বা কপালে আঙ্গুলের আঘাত । জ্যাগার ঠোনা = যে জগতের সকলের ঠোকনা খায় , অর্থাৎ খুব তুচ্ছ ব্যক্তি । বরকে ঠাট্টার ছলে এ কথা বলা হয়েছে । ) ভুল্যায় = ভুলে যাচ্ছে , পাত্তা = পাতা / কুঁত গাছ ( এর পাতা গুটি পােকাকে খাওয়ানাে হয় ) , চ্যাবড়া = বহির্কক্ষের উঠান , ক্যাক্কা = কাকা , হাল = লাঙ্গল , ব্যাহ্যাইতে = চাষ করতে , অ্যাম্মা = মা , ব্যাহিন = বােন , চ্যার্যাইতে = চরাতে , দাদো = দাদু / পিতামহ , দাদী = দিদিমা / পিতামহী, থ্যারিয়া = থালা , ছ্যাটাং = ছটাক , গিলাস = গেলাস , তােলাকে = ভােলার , ন্যায় - জালাউ = ছিল না , স্যার্যাম = সরম , গ্যারাম = গরম, কাহাকেরা = কোথাকার , লালে লালে = প্রিয় মহাশয় ( লাল = প্রিয় / মহাশয় ) , ছিট্যা = ছিট কাপড় , দ্যারাজিমা = দরজিতে , চোলীয়া = চোলী / কাচুলি , সিলায় = সেলাই করে , গ্যাঞ্জেকে = গঞ্জের , ঘ্যারম্যা = ঘরেতে , হ্যাওগে = আছেগাে , ধানি = ধনি / ধন্যা , ব্যাড়কা = বড় , ভ্যাইসুরা = ভাসুর , হ্যারে = আমার , কোড়ে = দিকে , সেহাে = সে , ন্যাজারিয়া = নজর , ল্যাগায় = লাগাচ্ছে , হােবা দেহ্যা = হতে দাও , ভিয়ান = সকাল , থানামা = থানাতে , দেব্যাহ্ন = দিব , চ্যালান = চালান, কেত্তা = কত , ভ্যাড়কি = ভড়ং / বাহ্য আড়ম্বর , দেখ্যাইলে = দেখালে , স্যামধি = বেয়াই , ভ্যাড়ুয়া = ভে / কাপুরুষ , রাঙ্গা ম্যাহালে = রংমহল ওয়ালা , ম্যাচ্ছি = মাছ , ঠ্যাক্কি ঠুক্কি ম্যারাইলে = ঠকে টকে বেড়ালে , দাহিকে = দৈ এর , ক্যাপড়াকে = কাপড়ের, কাহাসেতি = কোথা থেকে , আয়লে = আসলে , তঁাতিয়া = তাতী , ছাওলাে রয়েছে , য্যাইস্যানা = যেমন , অ্যাইস্যান = এমন , বুনিহান = বুনে দিও , আঁচরামে = আঁচলে , ক্যাদম্যাকে = কদম্বের , ঘোড়িয়া = ঘােড়া , দ্যাউডালে = দৌড়াতে দৌড়াতে , আল্যায় = এসেছে , পাহি = পাচ্ছি , ধ্যারি = ধরে , আঁচ্যালওয়া = আঁচল , হ্যামুযে = আমি যে , প্যারাকে = পরের , ধিয়ারী = কন্যা, কুসুম্যা = কুসুম , ব্যাগিচ্চা = বাগান , ত্যাগ্লে = নিকটে , ভানু = কনের নাম , ঘোড়ায়া = ঘােড়া , দুলারুয়া = আদরের দুলাল , ক্যারাহ্যায় = করছে , পুছারি = জিজ্ঞাসা / আলাপ আলােচনা , চিন্হারি = পরিচয় , ঘ্যারা = ঘর , ব্যাহিন = বােন , ধিয়া / ধিয়ারী = কন্যা , বােলি = কথা , ভালা = ভাল , হারিহ্যান = হেরে যেও , ব্যাচ্যান = বচন , হার্যাম্যাতুন = হারিওনা , অ্যাইস্যান = এমন, ক্যাহিকেরা - কিসের , প্যাতালিয়া = পাতিল ( মৃৎপাত্র ) , চলিহা = আথা , ল্যাক্যাক্তি - লকড়ি , জারা = পুড়ে যাওয়া , হােল্যা = হ ' ল , পুত্যারী = মেয়ে , প্যানি = পনি / স্নেহপাত্রী , আগি - আগুন , স্যাহ্যায় - সহ্য হচ্ছে , সােনেকে । = ( সােনার , রূপেকেরা = পাপার , চ্যামানাকে = চন্দনের জ্বালা ব্যাহ্যায় = পুড়াচ্ছে , বালাকে = মেয়ে , কানহ্যা = ঝাঁধতে , ব্যাইসালা = বসল , ক্যানিয়া • কনে , থাব্যানা * খেতে , দুলাহা = বর , ব্যাই = রাজা, দূরা = দূরে , আব্যাইগে = আসছে গাে , মায়গে = মাগাে , ছােকড়া = অল্পবয়স্ক , জামাইয়া = জামাই , দাদিয়া শ্বাশ = দিদি শ্বাশুড়ী , লিহার্যাই = দেখছে , ক্যাস্ট্যাল = কাঁঠাল , চ্যাঢ়ি = চড়ে , ন্যানীয়াশ্বাশ = নানীশ্বাশুড়ী ( কনের মাতামহী ) , প্যাঢ়ানিয়া = পড়ুয়া, কেকার = কার , স্যাঙে = সঙ্গে , খেল্যাবে = খেলবে , শুপ্যাতি = ছােট্ট কুলা , ম্যাউনিয়া = এক ৈ প্রকার ঝুড়ি , শ্বাশু = শ্বাশুড়ী , দেল্ক্যাউ = দিল , ডায়েরিয়া = ছােট্ট কুলা ( লাজার খৈ দিতে ব্যবহার N হয় । ) , ম্যাহাল = মহল , আম্মাকে = মায়ের , অ্যাঙেনা = আঙ্গিনা , ব্যাগিচ্চা = বাগিচা, কুসুম , ব্যাগিচ্চা = বাগান , ত্যাগ্লে = নিকটে , ভানু = কনের নাম , ঘোড়ায়া = ঘােড়া , দুলারুয়া = আদরের দুলাল , ক্যারাহ্যায় = করছে , পুছারি = জিজ্ঞাসা / আলাপ আলােচনা , চিন্হারি = পরিচয় , ঘ্যারা = ঘর , ব্যাহিন = বােন , ধিয়া / ধিয়ারী = কন্যা , বােলি = কথা , ভালা = ভাল , হারিহ্যান = হেরে যেও , ব্যাচ্যান = বচন , হার্যাম্যাতুন = হারিওনা , অ্যাইস্যান = এমন, কুমহারুয়া = কুমাের , কোহা = ছােট মৃন্ময় পাত্র / ( লাজা ভাজার কালে ব্যবহৃত হয় ) , স্যাঙে রাহ = সঙ্গে থাকছ , রুমাল = রেগে , ম্যায় = আমি , জানু = জানি ; তঁায় = তুমি , ন্যান্হে কে = ছােটবেলার , ছিনার = ছিল , গিরসুয়া = গৃহস্থ । [ লাজা ভাজার ( লাবা ভুজার ) কালে বিধি - কাত্রীকে উদ্দেশ্য করে এসব গীত গাওয়া হয় । এ সব গীতে ঠাট্টা - তামাশা , বিভিন্ন রসিকতার প্রবণতা লক্ষ্য করা যায়, কঁহাকেরা = কোথাকার , মনিয়া = মনি , বেশ্যার = নাকের গয়না / নােলােক , নানাদো = ননদ , তােহার = তােমার , ভাইয়া = ভাই , নিপি অ্যাইনু = লেপে আসলাম , পােছিঅ্যাইনু - মুছেআসলাম , সারিরে = সারা / সমস্ত , অ্যাবে = এখন , লেলিরে = নিলাম , প্যাল্যাঙিয়া = পালঙ , গ্যাল্লা = গলা , নাখ্যা = নাক , তুটি = ভেঙ্গে , গেল্যায় = গেল , ছিল্যাকি = ছিটকে , রুষি = রাগ করল , পুঁথি = গেঁথে , লেব্যায় = নিব , কুড়ায়ে = কুড়িয়ে , ম্যানায়ে = মানিয়ে,
কোখ্যাহি = কোলে ,
জ্যালম্যা = জন্ম ,
লেলে = নিলে ,
এক্যাহি ধিয়ারীয়া = একমাত্র মেয়ে ,
ভাইয়া = ভাই ,
সিনুর্যাকে = সিন্দুরের ,
জিয়ারী স্যাবুরি = মন সবুর করে ,
হাতা লেনা = হাতে নিয়ে ,
লাঠিয়া = লাঠি ,
প্যাহেরি লেনা = পরে নিয়ে ,
ধােতি = ধুতি ,
চ্যাল্লি গেল্যায় = চলে গেল ,
হ্যাটিয়া = হাট ,
তেঁাহি = তুমি ,
কাহা = কোথায় ,
এতে প্যাহার = এত প্রহর ,
র্যাতিয়া = রাতে ,
ঘ্যারি = ঘরে ,
হাম্মা = আমি ,
দেব্যাউ = দিব ,
আনি = এনে,
ক্যাউনি = কোন্ জন ,
মােরা = আমার ,
ক্যাটাত্যায় = কাটবে ,
হ্যারি হ্যারাবাশা = কাচাবাশ ,
পিয়া = স্বামী / প্রিয়তম ,
ভাইয়া = ভাই ,
ক্যান্না = কঞ্চি ,
ছিলাব্যায় = ছিলে দিচ্ছে , উপ্যারে = উপরে ,
ঢােরায়ে = ঢলে পড়ে ,
হাস্যায় = হাসছে ,
বাশাকেরা = বাঁশের ,
ব্যাক্তি = বাতা , ফ্যাড়াব্যায় = ফাটিয়ে দিচ্ছে ,
সেহাে = সেই , ব্যাক্তিকেরা = বাতার ,
কুঁড়িয়া = কুড়েঘর ,
ছাহাব্যায় = ছেয়ে দিচ্ছে ,
ত্যাহি ত্যাগ্লে = তার নীচে ,
শুত্যাল্যায় = শুয়েছে ,
পাঁচ পীরা = পাঁচ পীর ,
হ্যালুমানা = হনুমান ,
অ্যাঙনা = আঙ্গিনা , আরাধ্যাসিয়া = আরাধনাকারী ,
লােগা = লােকগণ ,
ঠারি = দাঁড়িয়ে রয়েছে ,
কিয়ে লেবে = কী নিৰে ,
অ্যারে = ওরে ,
হ্যামারাসে = আমাকে ,
অ্যান্ধা — অন্ধ ব্যক্তি ,
পুকারে = ডেকে বলছে ,
আঁখ = চোখ ,
দেহুনা = দাও ,
নিরম্যালা = নির্মল ,
বাঁঝা = বন্ধ্যা ,
পুতা = পুত্র ,
ক্যানাইতে ভিজ্যাইতে - কান্নাকাটি করতে করতে ,
চ্যালিরে যাহ্যায় = চলে যাচ্ছে ,
পাল্যায় = পেল,
No comments:
Post a Comment